কোন কোন মাছ সরাসরি বাচ্চা দেয়। Live bearar fish।

 





আমরা অ্যাকুয়ারিয়াম এ যে সমস্ত মাছ পুষে থাকি, তাদের মধ্যে বেশীর ভাগ মাছ ই ডিম পাড়ে কিন্তু তারমধ্যে মাত্র কয়েকটি জাতের মাছ সরাসরি বাচ্চা দেয়। অনেক মানুষ ই আছেন তারা হয়তো বিশ্বাস করতে চাইবেন না, যে মাছ কিভাবে সরাসরি বাচ্চা দেয়। কিন্তু এটা বাস্তব যে কিছু জাতের মাছ আছে যারা ডিম পাড়ে না, সরাসরি বাচ্চা দেয়। অ্যাকুয়ারিয়াম এ সাধারণত যে সমস্ত মাছগুলি ডিম পাড়ে,সেগুলি হলো 

১) গাপি মাছ ( guppi fish) : অ্যাকুয়ারিয়াম এর সব থেকে জনপ্রিয় মাছ।

    এই জাতের মাছগুলি সরাসরি বাচ্চা পাড়ে । বর্তমানে বিভিন্ন জাতের, বিভিন্ন রঙের guppi fish পাওয়া যায় , সমস্ত জাতের guppi ই সরাসরি বাচ্চা পাড়ে যেমন বাটারফ্লাই গাপ্পি, স্নেক্সকিন গাপ্পি, ব্ল্যাক গাপ্পি, রেড গাপ্পি ইত্যাদি।



২) মলি মাছ ( moly fish) : এই মাছ ও বিভিন্ন জাতের এবং বিভিন্ন রঙের পাওয়া যায়। এরাও সরাসরি বাচ্চা পাড়ে যেমন ব্ল্যাক মলি, হোয়াইট মলি, মার্বেল মলি, চকলেট মলি, গাম্বসিয়া ইত্যাদি।

৩) প্লাটি মাছ ( plati fish)  :  এই জনপ্রিয় জাতের মাছ গুলি ও সরাসরি বাচ্চা দেয়। এই মাছ ও বিভিন্ন রঙের বিভিন্ন জাতের পাওয়া যায় যেমন রেড প্লাটি, ব্লু প্লাটি, মিকিমাউস প্লাটি, সানসেট প্লাটি, ভেরিয়াটাস প্লাটি ইত্যাদি।



৪) সোর্ড টেল ( sword tail) : এই ইউনিক জাতের মাছ গুলি সরাসরি বাচ্চা পাড়ে। বিভিন্ন রঙের সোর্ড টেল মাছ পাওয়া যায়।      যেমন ,

রেড সোর্ড টেল, ব্ল্যাক সোর্ড টেল, টাঞ্জারিন সোর্ড টেল, সিমসন সোর্ড টেল, পাইনাপেল সোর্ড টেল এরকম আরো অনেক জাতের সোর্ড টেল মাছ পাওয়া যায়।


অনেকে হয়তো মনে করেন সিকলিড জাতের মাছ মুখ দিয়ে বাচ্চা পাড়ে কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। আসলে এই মাছ ডিম পাড়ে, ডিম ফুটে যাবার পরে সদ্য ফোটা বাচ্চা গুলি মা এবং বাবা মুখের মধ্যে ঢুকিয়ে রাখে, সাধারণত ছেলে মাছ টিই মুখের মধ্যে বাচ্চা রাখে । খুব প্রয়োজন হলে তবেই মেয়ে অর্থাৎ মা মাছ টি মুখের মধ্যে বাচ্চা রাখে । তবে সব ধরনের সিকলিড মাছ মুখের ভিতর বাচ্চা রাখে না।


Comments

Popular posts from this blog

গাপ্পি মাছ ( guppy fish )

অ্যাকুরিয়ামের মাছের অসুখ ( aquarium fish diseases)

মাছ কি খেতে ভালো বাসে / অ্যাকুরিয়ামের মাছ কি ধরনের খাবার সব থেকে পছন্দ করে ( aquarium fish food ) ?