গাপ্পি মাছের সঙ্গে কি কি মাছ রাখা যায় ( compatible with guppy fish)

 অনেকেই  অ্যাকুরিয়ামে বা কাঁচের জার এ গাপ্পি মাছ পুষতে ভালোবাসেন, এই অপূর্ব সুন্দর মাছ গুলি খুব সহজেই যে কোনো মানুষ কে আকৃষ্ট করতে পারে। তবে মাঝে মাঝে অনেকেই এই মাছের সাথে অন্য কোন জাতের মাছ পুষতে ইচ্ছা প্রকাশ করে থাকেন , তারা একই অ্যাকুয়ারিয়াম এ আরও অন্য রকম জাতের মাছ পুষতে চান ।

অনেকেই আমার কাছে জানতে চান গাপ্পি মাছের সঙ্গে কোন কোন জাতের মাছ রাখা যায়? 

তাদের জন্যে আমার উত্তর হোল, গাপ্পি মাছের সঙ্গে অন্য কোনো জাতের মাছ না রাখাই শ্রেয়। প্রাথমিক ভাবে কিছু দিনের জন্যে কিছু জাতের মাছ রাখা গেলেও 7 থেকে 10 দিনের বেশি রাখা যাবে না। কারন :

1) এই গাপ্পি মাছের গতি মন্থর, তাই যখন অ্যাকুয়ারিয়াম এ খেতে দেবেন তখন অন্য জাতের মাছেদের সঙ্গে লড়াই করে নিজেদের খাবার সংগ্রহ করতে পারবে না। আপনি এটা ভাবতে পারেন যে, একটু বেশী করে খাবার দিলেই তো হয়। অন্য জাতের মাছ গুলি খেয়ে পেট ভরাবার পরেই না হয় গাপ্পি মাছ খাবে। না, বেশী খাবার দিলে জল খারাপ হয়ে যাবে, জল খারাপ হয়ে গেলে মাছ মারা যেতে শুরু করে দেবে। আপনি এও ভাবতে পারেন যে অ্যাকুয়ারিয়াম এর জল ঘন ঘন পাল্টে দেবেন , কিন্তু এখানেও সমস্যা, কারণ গাপ্পি মাছ ঘন ঘন জল পাল্টানো সহ্য করতে পারে না।



2)  এই মাছের অ্যাকুয়ারিয়ামে এমন ফিল্ট্রেসান ব্যাবহার করতে হয় , যে ফিল্টার এ বাবল তৈরী হবে না অর্থাৎ যে ফিল্টার চালাবার জন্যে এয়ার পাম্প লাগে, সেই ধরনের ফিল্টার ব্যবহার করা যায় না কারণ  অ্যাকুয়ারিয়াম এর জলে বাবল উঠলে এই মাছের খুব দ্রুত ঠান্ডা লেগে যায়।এছাড়া পাওয়ার ফিল্টার ওব্যাবহার করা যায় না, কারন জলে খুব স্রোত থাকলে গাপ্পি মাছ ভালোভাবে সাঁতার কাটতে পারে না, গাপ্পি মাছ এর লেজ বিশেষ করে ছেলে মাছেদের লেজ খুব পাতলা হয়, জলে স্রোত থাকলে লেজ ফেটে যাবে।


3)। গাপ্পিমাছ খুব শান্ত এবং ধীরে চলার মাছ। তাই অন্য যে কোন মাছ এদের সহজেই আক্রমণ করতে পারে।



তাই আমার মতে এই মাছ পুষতে চাইলে, শুধু এই জাতের মাছ পোষা ই ভালো। এখন বিভিন্ন রঙের এই মাছ পাওয়া যায়। আমি মনে করি এত রঙের এবং ডিজাইনের এই মাছ পাওয়া যায় যে আপনি collection করে শেষ করতেই পারবেন না।

যদি একান্তই গাপ্পিমাছএর সাথে অন্য প্রজাতির মাছ রাখতে চান, তাহলে নিম্নলিখিত মাছ গুলি রাখতে পারেন।

1) জেব্রা denio.

2) নিয়ন টেট্রা।

3) কার্ডিনাল টেট্রা।

4) ব্লাডফিন টেট্রা।

5) হার্লিকুইন রাস বোরা।

এই ধরণের কয়েকটি ছোট এবং শান্ত প্রজাতির মাছ রাখা সম্ভব।



Comments

Popular posts from this blog

গাপ্পি মাছ ( guppy fish )

অ্যাকুরিয়ামের মাছের অসুখ ( aquarium fish diseases)

মাছ কি খেতে ভালো বাসে / অ্যাকুরিয়ামের মাছ কি ধরনের খাবার সব থেকে পছন্দ করে ( aquarium fish food ) ?