গাপ্পি মাছের সঙ্গে কি কি মাছ রাখা যায় ( compatible with guppy fish)
অনেকেই অ্যাকুরিয়ামে বা কাঁচের জার এ গাপ্পি মাছ পুষতে ভালোবাসেন, এই অপূর্ব সুন্দর মাছ গুলি খুব সহজেই যে কোনো মানুষ কে আকৃষ্ট করতে পারে। তবে মাঝে মাঝে অনেকেই এই মাছের সাথে অন্য কোন জাতের মাছ পুষতে ইচ্ছা প্রকাশ করে থাকেন , তারা একই অ্যাকুয়ারিয়াম এ আরও অন্য রকম জাতের মাছ পুষতে চান । অনেকেই আমার কাছে জানতে চান গাপ্পি মাছের সঙ্গে কোন কোন জাতের মাছ রাখা যায়? তাদের জন্যে আমার উত্তর হোল, গাপ্পি মাছের সঙ্গে অন্য কোনো জাতের মাছ না রাখাই শ্রেয়। প্রাথমিক ভাবে কিছু দিনের জন্যে কিছু জাতের মাছ রাখা গেলেও 7 থেকে 10 দিনের বেশি রাখা যাবে না। কারন : 1) এই গাপ্পি মাছের গতি মন্থর, তাই যখন অ্যাকুয়ারিয়াম এ খেতে দেবেন তখন অন্য জাতের মাছেদের সঙ্গে লড়াই করে নিজেদের খাবার সংগ্রহ করতে পারবে না। আপনি এটা ভাবতে পারেন যে, একটু বেশী করে খাবার দিলেই তো হয়। অন্য জাতের মাছ গুলি খেয়ে পেট ভরাবার পরেই না হয় গাপ্পি মাছ খাবে। না, বেশী খাবার দিলে জল খারাপ হয়ে যাবে, জল খারাপ হয়ে গেলে মাছ মারা যেতে শুরু করে দেবে। আপনি এও ভাবতে পারেন যে অ্যাকুয়ারিয়াম এর জল ঘন ঘন পাল্টে দেবেন , কিন্তু এখানেও...