Zebra danio /zebrafish
Origins : danio গোত্রের এই মাছ এর প্রাপ্তি স্থান হলো ভারত বর্ষ। বিশেষত পূর্ব ভারত, অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আসাম সহ প্রায় পুরো পূর্ব ভারতে এই মাছ পাওয়া যায়। তবে সেটা হলো ব্লু রঙের জেব্রা । এই সব অঞ্চলের পুকুর, খাল, বিল , নদীতে প্রচুর পরিমাণে ব্লু জেব্রা পাওয়া যায়। তবে বর্তমানে বিভিন্ন রংয়ের যে সমস্ত জেব্রা ডানিও ফিশ aquarium Shop গুলিতে পাওয়া যায় সেগুলি কিন্তু কালচার করা। লাল ,হলুদ, সবুজ, গোলাপি, ইত্যাদি রংয়ের মাছ চাষ করা হয়েছে। Size: এই মাছ 6 সেন্টিমিটার অর্থাৎ 2.5 ইঞ্চি মতন বড় হয়ে থাকে। ছেলে মাছের তুলনায় মেয়ে মাছ আকারে একটু বড় হয়ে থাকে। Diet: এই মাছ সব ধরনের খাবার খেতে পারে। লাইভ ফুড থেকে ড্রাই ফুড সব ধরনের খাবার এরা খুব সহজেই খেয়ে নেয়। তবে আপনি aquarium এ যখন এই মাছ পুষবেন, তখন খেয়াল রাখতে হবে যাতে সব ধরনের খাবার এর সাইজ যেনো এমন হতে হবে, যাতে এরা সহজেই মুখের ভিতর ঢুকিয়ে নিতে পারে। এই জাতের মাছের জন্য আমি মাইক্রো প্যালেট খাবার খাওয়ানোর পরামর্শ দেব। Water condition: এই মাছ এর জন্য সফ্ট জল প্রয়োজন, অর্থাৎ যে জলের T D S hobe 30...