গপ্পি মাছের চাষ

 বর্তমান সময়ে খুব সহজেই গাপ্পী মাছের চাষ করে স্বাবলম্বী হওয়া যায়। খুব সহজেই আপনি আপনার বাড়িতে অল্প সময়ে কম জায়গায় এই মাছের চাষ করে প্রচুর টাকা রোজগার করা পারবেন।

বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ বাড়ীতে ছোট সাইজের অ্যাকুয়ারিয়াম রাখা পছন্দ করেন, কারন জায়গায় অভাব , তাই বাজারে gappi মাছের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এই সময় আপনি যদি এই মাছের চাষ ভালো ভাবে করতে পারেন তাহলে খুব সহজেই আপনি প্রতি মাসে প্রচুর টাকা রোজগার করতে পারবেন।



এই মাছ সরাসরি বাচ্চা দেয়, তাই এই মাছের চাষ করা খুবই সহজ। বাড়ীর মা বোনেরা বাড়িতে থেকেই এই মাছ চাষ করতে পারেন। 

আমি আমার দীর্ঘ ৩৫ বৎসরের অভিজ্ঞতায় দেখেছি, এই মাছ চাষ করে যদি আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আপনাকে কিছু নিয়কানুন মানতেই হবে না হলে আপনি এই সহজ মাছ চাষ করেও ব্যার্থ হবেন। 


প্রথমেই আমি আলোচনা করব, এই মাছ চাষ এর প্রতিকূলতা বা সমস্যা নিয়ে। আপনি যদি আমার এই লেখাটি মন দিয়ে পড়েন, তাহলে আমি আপনাদের সাফল্যের ১০০ ভাগ নিশ্চয়তা দিতে পারি। আপনি হয়তো এর আগেও গাপপি মাছের চাষ করা নিয়ে অনেক কিছু জেনেছেন, কিন্তু সাফল্য পান নাই। আজ আমি আপনাদের সাফল্যের সঠিক পদ্ধতি বা এক কথায় চাবিকঠি টি আপনাদের হাতে তুলে দেব।


প্রথমেই জেনে নিন সমস্যা গুলি।গাপপী মাছ চাষ করতে গেলে যে সমস্যা গুলি আসে তা হোল?

১ ) মাছের বাচ্চা সব পাওয়া যায় না। বেশ কিছু বাচ্চা বড় মাছে অর্থাৎ বাচ্চার মা, বাবারাই খেয়ে ফেলছে।

২ ) মেয়ে মাছের পেট খুব ফুলে আছে, অথচ বাচ্চা দিচ্ছে না। প্রোডাকশন রেট কম।

৩ ) খুব বেশী সংখ্যায় মেয়ে মাছ জন্মাচ্ছে, ছেলে মাছ খুব কম হচ্ছে। বাজারে গাপী মাছের ছেলে মাছের চাহিদাই বেশী, মেয়ে মাছের চাহিদা নেই বললেই চলে। তাই আপনাকে বেশী করে করে যাতে ছেলে মাছ জন্মায় , সেদিকে লক্ষ্য রাখতে হবে। এর জন্য কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে, সেই বিষয়ে পরে বিস্তারিত আলোচনা করব।

৪) মাছের রং সঠিক না হওয়া। বাজারে এই মাছের চাহিদা তার রং এর জন্য। তাই আপনার চাষ করা মাছের রং যদি ঠিক মত না হলে ওই মাছের দামও ভালো পাবেন না।

৫) ছেলে মাছের লেজ ফেটে যাওয়া। 

৬) মাছের মড়ক।




লাভজনভাবে যদি  গাপপী মাছের চাষ করতে হয় তাহলে নিচে দেওয়া নিয়মগুলি মেনে চলুন খুব ভালো ফল পাবেন ।

1) সব থেকে ভালো ,বাচ্চা দেবার সময় হয়ে গেলে মেয়ে মাছ গুলিকে আলাদা আলাদা করে বাচ্চা পাড়ানো, এতে একটি মাছ অন্য মাছের পাড়া বাচ্চা খেয়ে নিতে পারবে না । সাধারণত মেয়ে মাছ বাচ্চা পাড়া শুরু করলে 1 থেকে 2 ঘণ্টার মধ্যে পাড়া শেষ করে দেয়। বাচ্চা পাড়া শেষ হয়ে গেলে ফিমেল মাছটি ওখান থেকে তুলে নিন, না হলে বাচ্চা পাড়ার পরে ফিমেল মাছটি নিজের বাচ্চা নিজেই খেতে শুরু করে দেবে।




 


               -: চলবে  :-










Comments

Popular posts from this blog

গাপ্পি মাছ ( guppy fish )

অ্যাকুরিয়ামের মাছের অসুখ ( aquarium fish diseases)

মাছ কি খেতে ভালো বাসে / অ্যাকুরিয়ামের মাছ কি ধরনের খাবার সব থেকে পছন্দ করে ( aquarium fish food ) ?