ছোট অ্যাকুরিয়ামে কোন জাতের মাছ রাখা যায় ( fish keeping at small size aquarium )

অনেকেই আছেন যারা বাড়িতে মাছ পুষতে চান কিন্তু জায়গার অভাবে ঘরের ভিতরে বড় অ্যাকুরিয়াম রাখতে পারেন না । তাদের জন্য আমার পরামর্শ হল আপনি ঘরের ভিতরে স্মল সাইজ এর অ্যাকুরিয়াম রাখতে পারেন । এক্ষেত্রে ছোট অ্যাকুরিয়াম বলতে ১২ ইঞ্চি লম্বা এবং ৮ থেকে ১০ ইঞ্চি চওড়া অ্যাকুরিয়াম ধরা হল । অ্যাকুরিয়ামের উচ্চতা ৮ ইঞ্চি থেকে ১৮ ইঞ্চি পর্যন্ত করতে পারেন । অ্যাকুরিয়ামের উচ্চতা বেশী হলে অ্যাকুরিয়ামে জলের পরিমান বেশী ধরবে এবং তাতে মাছের সংখ্যা একটু বেশি রাখতে পারবেন । এখন দেখে নেওয়া যাক এই ছোট অ্যাকুরিয়ামের মধ্যে আপনি কোন জাতের মাছ ভালো ভাবে রাখতে পারবেন ।



প্রথমেই বলি ছোট অ্যাকুরিয়ামের মধ্যে বড় জাতের মাছ রাখা যাবে না । আপনাকে এমন জাতের মাছ বেছে নিতে হবে যারা কিনা সর্বচ্চ ১.৫ ইঞ্চির বেশি বড় হয় না । আপনি হয়তো মাছ কেনার সময় দেখলেন মাছগুলি ছোট কিন্তু সেগুলি হয়তো বড় জাতের মাছ , মাছের জাতের ব্যাপারে অবশ্যই খেয়াল রাখবেন । ছোট অ্যাকুরিয়ামে ছোট জাতের মাছ লিটার প্রতি ১ টি র বেশি রাখবেন না । যদি আপনার অ্যাকুরিয়ামে ১০ লিটার জল ধরে তাহলে ১০ টির বেশি মাছ রাখবেন না ,তাও যদি অ্যাকুরিয়ামে ফিল্ট্রেসান ব্যাবস্থা থাকে তবে । অ্যাকুরিয়ামে ফিল্ট্রেসান ব্যাবস্থা না থাকলে ২ লিটার জল প্রতি ১ টি মাছ রাখতে হবে না হলে মাছ অসুস্থ হয়ে পড়তে পারে । তবে অ্যাকুরিয়ামে যদি সঠিক ভাবে জ্যান্ত গাছ বসানো থাকে তাহলে মাছের সংখ্যা একটু বেশি রাখা যেতে পারে । যে জাতের মাছ গুলি আপনি আপনার ছোট্ট অ্যাকুরিয়ামে রাখবেন সেগুলি হল 



১) গাপ্পি ঃ এখন দোকান গুলিতে বিভিন্ন জাতের এবং বিভিন্ন রঙের গাপ্পি মাছ কিনতে পাওয়া যায় । ছোট অ্যাকুরিয়ামের জন্য এই জাতের মাছ খুব ভাল । তবে গাপ্পি মাছ রাখলে শুধু এই জাতের মাছই রাখা ভাল । শুধু গাপ্পি মাছ রাখলেই অ্যাকুরিয়াম খুব সুন্দর দেখতে লাগবে ।



২) টেট্রা ঃ এই জাতের মাছ গুলি সাইজে খুব বড় হয় না , তাই এই জাতের মাছগুলি আপনি ছোট অ্যাকুরিয়ামে ভাল ভাবে রাখতে পারবেন । এই জাতের মাছের মধ্যে বিশেষ করে নিওন টেট্রা , কার্ডিনাল টেট্রা, ব্লাড ফিন টেট্রা সাইজে খুবই ছোট হয় ,  এছাড়া উইডো টেট্রা , বুয়েনার্স টেট্রা , সারপে টেট্রা মাছ গুলি আকারে একটু বড় হলেও এই শক্ত পোক্ত মাছগুলি আপনি ছোট অ্যাকুরিয়ামের ভিতরে ভালোভাবেই রাখতে পারবেন । 



৩) রাসবোরা ঃ রাসবোরা জাতের মধ্যে সব গুলি ছোট অ্যাকুরিয়ামের মধ্যে রাখা সম্ভব না হলেও , পিগমি রাসবোরা , হার্লি কুইন রাসবোরা এই রকম কয়েকটি রাসবোরা সাইজে ২ ইঞ্চির বেশি বড় হয় না । এই ধরনের মাছ আপনি রাখতে পারেন ।



৪) বার্ব ঃ বার্ব জাতের মাছ আকারে একটু বড় হলেও ছোট অ্যাকুরিয়ামের মধ্যে এদের রাখা যায় । তবে বড় জাতের বার্ব যেমন টিনফয়েল বার্ব এর মতন বড় জাতের বার্ব রাখা যাবে না । মাছ কেনার আগে জেনে নিয়ে তবে কিনবেন ।



৫) গোরামি ঃ এই জাতের মাছ আকারে একটু বড় হলেও ছোট অ্যাকুরিয়ামে এদের রাখা সম্ভব , তবে বড় জাতের গোরামি যেমন জ্যায়ান্ট গোরামি ইত্যাদি মাছ গুলি রাখা যাবে না ।  



৬) লিলি ঃ এই জাতের মাছ ছোট অ্যাকুরিয়ামে বেশ ভালো ভাবেই রাখা যায় যেমন ব্লু লিলি , রেড লিলি , নিওন লিলি , কপার লিলি ইত্যাদি ।



৭) রেমি রোসি ঃ ছোট অ্যাকুরিয়ামের জন্য খুব ভাল চয়েস । এই মাছটির রঙ খুব উজ্জ্বল হয় এবং বেশ কয়েকটি রঙের পাওয়া যায় । 



এ ছাড়াও আরো কিছু ছোট জাতের মাছ পাওয়া যায় , তবে মনে রাখবেন সব ছোট জাতের মাছ কিন্তু এক সাথে রাখা যায় না । অ্যাকুরিয়ামে মাছ ছাড়ার আগে মাছের সাইজ এবং চরিত্র জেনে নিয়ে তবে মাছ রাখবেন , না হলে মারা মারি করতে পারে এমনকি খেয়েও ফেলতে পারে । 

Comments

Popular posts from this blog

গাপ্পি মাছ ( guppy fish )

অ্যাকুরিয়ামের মাছের অসুখ ( aquarium fish diseases)

মাছ কি খেতে ভালো বাসে / অ্যাকুরিয়ামের মাছ কি ধরনের খাবার সব থেকে পছন্দ করে ( aquarium fish food ) ?