ডাফনিয়া (daphnia )

 যারা অ্যাকুরিয়ামের মাছ এর ডিম ফোটাতে চান বা যারা  অ্যাকুরিয়ামের মাছেরদের জ্যন্ত খাবার দিতে চান তাদের জন্য ডাফনিয়া খুব ভালো খাবার । খাদ্য হিসাবে ডাফনিয়া একটি উচ্চমানের  খাবার । এই খাবার খুব সহজেই বাড়িতে তৈরি করা যায় । এই খাবার খুব ভালো প্রোটিন যুক্ত এবং সহজেই মাছের বাচ্চা বা বড় মাছ খেয়ে হজম করে নিতে পারে । অ্যাকুরিয়ামের মাছের পায়খানা কষে গেলে ( constipation ) হলে এই ডাফনিয়া খাওয়ালে খুব সহজেই কোষ্ঠকাঠিন্য ( constipation ) দূর হয় । এখন দেখে নেওয়া যাক কিভাবে এই ডাফনিয়া সহজেই এবং কম খরচে বাড়িতে তৈরি করে নেওয়া যায় । 



ডাফনিয়া তৈরি করতে হলে কম পক্ষে ৩০ লিটার জল ধরে এমন একটি মাটির বা কাঁচের পাত্র বা সিমেন্টের চৌবাচ্চা লাগবে , এবং জলের উচ্চতা থাকতে হবে অন্তত ১২ থেকে ১৪ সেন্টিমিটার । ওই পাত্রে জল ভরে ইনফিউজোরিয়া তৈরি করার মতন জিসগুলি অর্থাৎ মিল্ক পাউডার , কলার খোসা , কিছু শাক সব্জি , খড় এবং পুকুরের জল দিতে হবে , তবে পরিমান ইনফিউজোরিয়া তৈরি করতে যতটা লাগে তার থেকে অনেক কম দিতে হবে । সব কিছু মিলিয়ে পরিমান হবে প্রতি  ২লিটার পিছু মাত্র ১ গ্রাম ।  পুকুরের জলের পরিমান দিতে  হবে ২ লিটার প্রতি ২ মিলি লিটার । মনে রাখবেন ডাফনিয়া তৈরি করতে হলে পুকুরের জল আবশ্যক । 



১) প্রথমে জল ভরুন । জলের গুনগত মান যেন কমপক্ষে ৩০০ টি ডি এসের নিচে হয় । 



২) জল ভরে ২ থেকে ৩ দিন ফেলে রাখুন ।



৩) মাপ মত জিনিস গুলি জলে দিন ।



৪) যে পাত্রে ডাফনিয়া বানাচ্ছেন , সেই পাত্র অর্ধেকটা চাপা দিয়ে রাখতে হবে বাকি অংশে রোদ্দুর পড়লে ভালো ।



৫) জলের তাপমাত্রা যেন কোন ভাবেই ৩০ ডিগ্রি এর বেশী না হয় । মনে রাখবেন জলের উচ্চতা বেশি থাকলে জলের তলার অংশে উপরিতলের তুলনায় নিচের দিকে জলের তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত কম হয় ।



৬) জলে খড় , দুধ ইত্যাদি জিনিস গুলি দেওয়া থাকতে ১১ থেকে ১২ দিন পরে ওই জলে প্রতি ১০ লিটার পিছু ১ গ্রাম চুন ( caco2 ) দিতে হবে ।



৭) চুন দেবার পরে পুরো জল ভালো করে তলা উপর  করে ঘেঁটে দিন ।



৮) আরো ৩ থেকে ৪ দিন পরে জলের ভিতরে ডাফনিয়া দেখতে পাবেন ।



৯) জল থেকে ডাফনিয়া তোলার জন্য পাতলা সিল্ক এর কাপড় দিয়ে অ্যাকুরিয়াম থেকে মাছ তোলার জালের মতন করে তৈরি করে নিন ।



১০) কোন কারনে পুকুরের জল না পেলে কোন অ্যাকুরিয়ামের দোকান থেকে অল্প একটু জ্যান্ত  ডাফনিয়া  কিনে ওই পাত্রে ছেড়ে দিতে পারেন । ২ থেকে ৩ দিন পরে দেখতে পাবেন ওই জলে ডাফনিয়ার পরিমান অনেক বেড়ে গেছে । এর পর আপনি ডাফনিয়া ধরে খাওয়াতে পারবেন ।



১১) মনে রাখবেন ডাফনিয়া খুব দ্রুত বংশ বৃদ্ধি করে তাই আপনি প্রতি দিন ডাফনিয়া ধরার পরে , পরের দিন দেখবেন আবার আগের দিন এর মত বা তার থেকেও বেশি পরিমানে ডাফনিয়া জন্মে গেছে ।



১২) মনে রাখবেন ডাফনিয়ার তৈরির পাত্র থেকে বেশিদিন ডাফনিয়া ধরা না হলে ,  আস্তে আস্তে ওই জলে ডাফনিয়া তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে । ডাফনিয়া তৈরি পুরো দমে চালু রাখতে ওই জলে একটু করে যে কোন খাবার দিতে পারেন , তবে খুবই অল্প পরিমানে এবং ৭ দিন অন্তর ।

Comments

Popular posts from this blog

গাপ্পি মাছ ( guppy fish )

অ্যাকুরিয়ামের মাছের অসুখ ( aquarium fish diseases)

মাছ কি খেতে ভালো বাসে / অ্যাকুরিয়ামের মাছ কি ধরনের খাবার সব থেকে পছন্দ করে ( aquarium fish food ) ?