ছোট অ্যাকুরিয়ামে কোন জাতের মাছ রাখা যায় ( fish keeping at small size aquarium )
অনেকেই আছেন যারা বাড়িতে মাছ পুষতে চান কিন্তু জায়গার অভাবে ঘরের ভিতরে বড় অ্যাকুরিয়াম রাখতে পারেন না । তাদের জন্য আমার পরামর্শ হল আপনি ঘরের ভিতরে স্মল সাইজ এর অ্যাকুরিয়াম রাখতে পারেন । এক্ষেত্রে ছোট অ্যাকুরিয়াম বলতে ১২ ইঞ্চি লম্বা এবং ৮ থেকে ১০ ইঞ্চি চওড়া অ্যাকুরিয়াম ধরা হল । অ্যাকুরিয়ামের উচ্চতা ৮ ইঞ্চি থেকে ১৮ ইঞ্চি পর্যন্ত করতে পারেন । অ্যাকুরিয়ামের উচ্চতা বেশী হলে অ্যাকুরিয়ামে জলের পরিমান বেশী ধরবে এবং তাতে মাছের সংখ্যা একটু বেশি রাখতে পারবেন । এখন দেখে নেওয়া যাক এই ছোট অ্যাকুরিয়ামের মধ্যে আপনি কোন জাতের মাছ ভালো ভাবে রাখতে পারবেন । প্রথমেই বলি ছোট অ্যাকুরিয়ামের মধ্যে বড় জাতের মাছ রাখা যাবে না । আপনাকে এমন জাতের মাছ বেছে নিতে হবে যারা কিনা সর্বচ্চ ১.৫ ইঞ্চির বেশি বড় হয় না । আপনি হয়তো মাছ কেনার সময় দেখলেন মাছগুলি ছোট কিন্তু সেগুলি হয়তো বড় জাতের মাছ , মাছের জাতের ব্যাপারে অবশ্যই খেয়াল রাখবেন । ছোট অ্যাকুরিয়ামে ছোট জাতের মাছ লিটার প্রতি ১ টি র বেশি রাখবেন না । যদি আপনার অ্যাকুরিয়ামে ১০ লিটার জল ধরে তাহলে ১০ টির বেশি মাছ রাখবেন না ,তাও যদি অ্যাকুরিয়ামে ফিল্ট্রেসান ব্যাবস্থা থাকে তবে ...