ঋতু পরিবর্তনের সময় অ্যাকুরিয়ামের মাছের যত্ন কিভাবে করবেন ? ( aquarium fish maintenance )

এখন ঠাণ্ডা কমে গরমকাল আসতে  চলেছে , এই সময় আপনার সাধের মাছ গুলির জন্য একটু বেশী সতর্ক হতে হবে । আপনারা যারা মাছ ভালবাসেন তাদের জন্য আমার কিছু পরামর্শ দিলাম , যদি এগুলি মেনে চলেন তাহলে আশাকরি আপনাদের আ্যকুরিয়ামের মাছ গুলি ভালো থাকবে । এই সময় যে বিষয় গুলি খেয়াল রাখবেন সেগুলি হল 


১) মাছের রোগ ঃ এই সময় বাতাসের তাপমাত্রার খুব বেশী পরিমানে ওঠাপড়া হয় , তাই এই সময় অ্যাকুরিয়ামের মাছের অসুখও বেশী হয় । এই সময় মাছের যে রোগ গুলি বেশী হয় সেগুলি হল ১) ফাঙ্গাস এবং ২) ড্রপসি । এই সময় মাছের এই রোগ দুটি সম্বন্ধে বেশী করে খেয়াল রাখবেন ।

২) তাপমাত্রা ঃ এই সময় বেশীর ভাগ লোক গরম পড়ে গেছে ভেবে অ্যাকুরিয়ামের হিটার বন্ধ করে দেয় । এটা করা মাছের জন্য খুবই ক্ষতিকারক । হটাত করে হিটার বন্ধ করে দিলে অ্যাকুরিয়ামের জলের তাপমাত্রা বেশি করে ওঠাপড়া করবে , কারন এই সময় রাতের দিকে বাতাসের তাপমাত্রা অনেকটাই কমে যায় এবং দিনের বেলায় বাতাসের তাপমাত্রা  বেশ খানিকটা বেড়ে যায় । এই তাপমাত্রা ওঠাপড়ার জন্য মাছের রোগ সংক্রামণ বেশী হয় । বাতাসের সর্ব নিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি ওঠার পরে আরো অন্তত ১৫ দিন পরে অ্যাকুরিয়ামের হিটার বন্ধ করতে পারেন ।

৩) খাবারের পরিমান ঃ এই সময়  অ্যাকুরিয়ামের মাছেদের এমন খাবার দিন যে খাবারে প্রোটিনের পরিমান বেশী থাকে এবং ভিটামিন বেশী থাকে । এমন ধরনের খাবার দিলে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে । অ্যাকুরিয়ামের মাছেদের এমন পরিমানে খাবার দিন যাতে মাছগুলি ওই খাবার ১ থেকে ২ মিনিটের মধ্যে খেয়ে ফেলতে পারে । মনে হলে দিনে ৩ বার পর্যন্ত খাবার দিতে পারেন কিন্তু একবারে কখনই বেশী নয় ।

৪)  অ্যাকুরিয়ামের জল বদল ঃ পুরোপুরি গরমকাল না পড়া পর্যন্ত অ্যাকুরিয়ামের জল ৪০ ভাগের বেশী বদল করবেন না । অ্যাকুরিয়ামে এক তাপমাত্রার জল দেবেন ।

৫) অ্যাকুরিয়ামে হিটার বন্ধ না করা অবধি অ্যাকুরিয়ামে জ্যান্ত গাছ বসাবেন না ।

৬) আপনার অ্যাকুরিয়ামে নতুন মাছ ছাড়ার জন্য দোকানে মাছ কিনতে গেলে মাছ ভালোভাবে দেখে কিনবেন । আপনি কোন রোগাক্রান্ত মাছ কিনে আনলে সেই মাছ থেকে আপনার অ্যাকুরিয়ামে রোগ ছড়িয়ে পড়বে । সব থেকে ভালো হয় যদি  আপনি নতুন কেনা মাছ গুলি আলাদা কোন জায়গায় ১০ থেকে ১২ দিন রেখে মাছ গুলির সুস্থতা সম্পর্কে ১০০ ভাগ নিশ্চিত হয়ে তবে অ্যাকুরিয়ামে ছাড়ুন ।

৭) অ্যাকুরিয়ামের ফিল্টার পরিস্কার করার প্রয়োজন হলে এই সময় ফিল্টারটি পুরোপুরি পরিস্কার করবেন না । ফিল্টার এমন ভাবে পরিস্কার করুন যাতে ফিল্টারে অল্প কিছুটা ময়লা থেকে যায় ।

Comments

Popular posts from this blog

গাপ্পি মাছ ( guppy fish )

অ্যাকুরিয়ামের মাছের অসুখ ( aquarium fish diseases)

মাছ কি খেতে ভালো বাসে / অ্যাকুরিয়ামের মাছ কি ধরনের খাবার সব থেকে পছন্দ করে ( aquarium fish food ) ?