Posts

Showing posts from January, 2020

ব্রাইন স্রীম্প এগ ( brain shrimp egg )

যারা মাছের বাচ্চা ফোটান তাদের কাছে ব্রাইন স্রীম্প এগ এর খুব কদর । অ্যাকুরিয়ামের মাছের বাচ্চাদের জন্য এর থেকে ভালো এবং সেফ খাবার খুব কমই আছে । অ্যাকুরিয়ামের মাছের বাচ্চা তোলা যতটা সহজ , ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের খাবার খাওয়ানো ততটাই কঠিন । অ্যাকুরিয়ামের মাছের বাচ্চা আপনি অনেক পরিমানেই করতে পারবেন কিন্তু ওই বাচ্চাদের বাঁচিয়ে রাখার জন্য যে খাবার দেওয়া যায়  তার মধ্যে ব্রাইন স্রিম্প এগ বাদে  অন্যান্য খাবার যোগার করা কিন্তু খুবই কঠিন কাজ । অ্যাকুরিয়ামের মাছের বাচ্চাদের জন্য যে সমস্ত খাবার গুলি প্রয়োজন হয় তার মধ্যে ব্রাইন স্রিম্প এগ অন্যতম ।  এই ব্রাইন স্রিম্প হাতের কাছে থাকা মানে মাছের বাচ্চাদের খাবার আপনার কাছে মজুত ।  এখন দেখে নেওয়া যাক ব্রাইন স্রিম্প এগ জিনিস টা কি ? এই খাবার কি ভাবে মাছ এর বাচ্চাদের খাওয়াতে হয় । ব্রাইন স্রিম্প এগ হল এক ধরনের চিংড়ি মাছের ডিম । এই ডিম মাছের বাচ্চাদের সরাসরি খাওয়ানো যায় না । এই চিংড়ি মাছের একটি বিশেষ পদ্ধতির দ্বারা ফোটাতে হয় তারপর ঐ সদ্য ফোটা চিংড়ি মাছের বাচ্চা গুলি মাছের বাচ্চা দের খাওয়াতে হয় । এই চিংড়ি মাছের ডিম প্যাকিং করা কৌটাতে কিনতে পাওয়া যায় । বি

ঋতু পরিবর্তনের সময় অ্যাকুরিয়ামের মাছের যত্ন কিভাবে করবেন ? ( aquarium fish maintenance )

এখন ঠাণ্ডা কমে গরমকাল আসতে  চলেছে , এই সময় আপনার সাধের মাছ গুলির জন্য একটু বেশী সতর্ক হতে হবে । আপনারা যারা মাছ ভালবাসেন তাদের জন্য আমার কিছু পরামর্শ দিলাম , যদি এগুলি মেনে চলেন তাহলে আশাকরি আপনাদের আ্যকুরিয়ামের মাছ গুলি ভালো থাকবে । এই সময় যে বিষয় গুলি খেয়াল রাখবেন সেগুলি হল  ১) মাছের রোগ ঃ এই সময় বাতাসের তাপমাত্রার খুব বেশী পরিমানে ওঠাপড়া হয় , তাই এই সময় অ্যাকুরিয়ামের মাছের অসুখও বেশী হয় । এই সময় মাছের যে রোগ গুলি বেশী হয় সেগুলি হল ১) ফাঙ্গাস এবং ২) ড্রপসি । এই সময় মাছের এই রোগ দুটি সম্বন্ধে বেশী করে খেয়াল রাখবেন । ২) তাপমাত্রা ঃ এই সময় বেশীর ভাগ লোক গরম পড়ে গেছে ভেবে অ্যাকুরিয়ামের হিটার বন্ধ করে দেয় । এটা করা মাছের জন্য খুবই ক্ষতিকারক । হটাত করে হিটার বন্ধ করে দিলে অ্যাকুরিয়ামের জলের তাপমাত্রা বেশি করে ওঠাপড়া করবে , কারন এই সময় রাতের দিকে বাতাসের তাপমাত্রা অনেকটাই কমে যায় এবং দিনের বেলায় বাতাসের তাপমাত্রা  বেশ খানিকটা বেড়ে যায় । এই তাপমাত্রা ওঠাপড়ার জন্য মাছের রোগ সংক্রামণ বেশী হয় । বাতাসের সর্ব নিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি ওঠার পরে আরো অন্তত ১৫ দিন পরে অ্যাকুরিয়ামের হিটার বন্ধ