শীত কালে অ্যাকুরিয়ামের মাছের যত্ন কিভাবে নেওয়া উচিত ( aquarium fish maintenance at winter season )

যারা অ্যাকুরিয়ামে মাছ পোষেন তাদের কাছে শীতকাল আতঙ্কের । কারন  বেশীর ভাগ মানুষের ধারনা শীতকালে মাছ মারা যায় । এই সময় মাছ রাখতে অনেকেই ভয় পায় । কিন্তু আমি আপনাদের আশ্বাস দিচ্ছি ,আমার কথা মেনে চলুন , দেখবেন এই শীতে আপনার অ্যাকুরিয়ামের কোন মাছ ই মারা যাবে না ।








     


দেখে নিন শীতকালে অ্যাকুরিয়াম এ মাছ বাঁচিয়ে রাখতে হলে কি কি করতে হবে ।

১) আমরা অ্যাকুরিয়ামে যে সমস্ত জাতের মাছ গুলি সাধারনত রেখে থাকি , সেই সমস্ত জাতের মাছ গুলি ২৮ ডিগ্রি সেন্টি গ্রেড থেকে ৩০ ডিগ্রি তাপমাত্রায় ভালো ভাবে থাকতে পারে । অ্যাকুরিয়ামে একটি থারমস্টাটিক হিটার লাগিয়ে অ্যাকুরিয়ামের জল ২৮ থেকে ৩০ ডিগ্রির মধ্যে রাখুন । এই হিটার গুলি আপনা থেকেই চালু এবং বন্ধ হয় তাই এই হিটার আপনি সর্বদা অন করে রেখে দিতে পারেন ।


2) এই সময় অ্যাকুয়ারিয়াম এ নতুন মাছ ছাড়তে হলে, মাছ কেনার সময় ভালো করে দেখে নিন,যে মাছগুলি রোগগ্রস্ত কিনা। এই সময় আপনার সামান্যতম অসতর্কতা আপনার অ্যাকুয়ারিয়াম এর মাছের মড়ক সৃষ্টি করে দিতে পারে।

3) শীতকালে অ্যাকুয়ারিয়ামের জল পুরোটা বদল না করাই ভালো।  অ্যাকুয়ারিয়ামের জল বদল করতে হলে 20 থেকে 30 ভাগ পর্যন্ত করুন ।

4) অ্যাকুয়ারিয়াম এ জল দিতে হলে সরাসরি ঠান্ডা জল কোন মতেই দেবেন না । প্যাকেট এ জল ভরে প্যাকেটের মুখ বন্ধ করে 30 মিনিট অ্যাকুয়ারিয়াম এ ভাসিয়ে রেখে নতুন জল এর তাপ মাত্রা অ্যাকুয়ারিয়াম এর জলের সমান করে তবে ওই নতুন জল অ্যাকুয়ারিয়াম এ মেশান। না হলে হটাৎ তাপমাত্রার পরিবর্তন হয়ে গেলে মাছের অসুখ করে যেতে পারে।

5) শীত কালে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ এমনিতেই বেশি থাকে, তাই শীতকালে অ্যাকুয়ারিয়াম এর জলে অক্সিজেন এর সরবরাহ অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। গরম কালে যে পরিমাণ বাতাস আপনি আপনার অ্যাকুয়ারিয়াম এ দিয়ে থাকেন, তার থেকে বেশ কিছুটা কম শীতকালে দেবেন। তবে খেয়াল রাখবেন  অক্সিজেন কমাতে গিয়ে বেশি কমিয়ে দেবেন না । 
      মনে রাখবেন জলের অক্সিজেন এর পরিমাণ বেশি কমে গেলে মাছ জলের উপরি তলে ভাসতে থাকে। যদি দেখেন মাছ ভেসে উঠছে তাহলে অল্প অল্প করে অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে দেবেন। 

6) বাইরের ঠান্ডা হাওয়া থেকে আপনার অ্যাকুয়ারিয়ামটি কে রক্ষা করবেন। অ্যাকুয়ারিয়াম এর পাশেই যদি কোন বাইরের দিকের জানালা / দরজা থাকে তাহলে ওই দিকটি একটি কাপড় দিয়ে আড়াল করে দেবেন।

Comments

Popular posts from this blog

গাপ্পি মাছ ( guppy fish )

অ্যাকুরিয়ামের মাছের অসুখ ( aquarium fish diseases)

মাছ কি খেতে ভালো বাসে / অ্যাকুরিয়ামের মাছ কি ধরনের খাবার সব থেকে পছন্দ করে ( aquarium fish food ) ?