অ্যাকুরিয়ামের মাছের বাচ্চার খাবার ( new born baby fish food )

অ্যাকুরিয়ামে রঙ্গিং মাছ আমরা অনেকেই পুষে থাকি । এই মাছ পুষতে গিয়ে অনেক সময়ই আমরা দেখতে পাই যে অ্যাকুরিয়ামের ভিতরে মাছের বাচ্চা হয়েছে । বেশীরভাগ সময়ই মাছের বাচ্চা গুলি কে খাবার দিতে না পারার কারনে বেশীর ভাগ বাচ্চাই মারা যায় । আবার অনেকে অ্যাকুরিয়ামের মাছের বাচ্চা করতে ভালোবাসেন কিন্তু সঠিক খাবার দিতে না পারার জন্য মাছের বাচ্চা বাঁচাতে পারেন না । আজ আমি আলোচনা করবো অ্যাকুরিয়ামের মাছের বাচ্চাদের কি কি খাবার খাওয়ানো যায় । তবে একথা মনে রাখবেন সব মাছের বাচ্চাকে সব ধরনের বাচ্চা মাছের খাবার খাওয়ানো যায় না , উচিত হবে যে মাছের বাচ্চাকে খাবার দেবেন সেই মাছের বাচ্চা কোন ধরনের খাবার খেতে ভালোবাসে বা কোন কোন খাবার খাওয়ালে মাছের বাচ্চা গুলি ভালো থাকবে তা জেনে নিয়ে খাবার দেওয়া । 

    

 এক নজরে দেখে নেওয়া যাক মাছের বাচ্চাদের জন্য খাবারের তালিকা ঃ

 মাছের বাচ্চাদের যে সমস্ত খাবার গুলি দেওয়া যায় সেগুলি প্রধানত তিন ধরনের হয় । ১) ড্রাই ফুড , ২) লিকুইড ফুড , ৩) লাইভ বা জ্যান্ত খাবার ।

  

 ১) ড্রাই ফুড ঃ অ্যাকুরিয়ামের মাছেদের জন্য যে সমস্ত ড্রাই ফুড পাওয়া যায় , সেগুলিই গুঁড়ো করে মাছের বাচ্চাদের দেওয়া যায় । মনে রাখবেন বাজারে যে সমস্ত  ড্রাই ফুড গুলি কিনতে পাওয়া যায় , তার মধ্যে আমিষ অর্থাৎ নন ভেজ এবং নিরামিষ অর্থাৎ ভেজ ফুড এই দুই ধরনের ড্রাই ফুড হয়ে থাকে । মাছের বাচ্চাদের ড্রাইফুড গুঁড়ো করে দেবার আগে দেখে নেবেন , আপনি যে জাতের মাছের বাচ্চা দের খাবার দিতে চান , সেই জাতের মাছ গুলি কোন ধরনের খাবার খেতে পছন্দ করে । ভেজ খাবার পছন্দ করে নাকি নন ভেজ খাবার পছন্দ করে ? ড্রাইফুডের মধ্যে বিভিন্ন ধরনের  প্যালেট ফুড , ফ্লেক ফুড , ড্রাই ডাফনিয়া , ড্রাই ওয়র্ম , ড্রাই আর্টিমিয়া প্রভৃতি খাবার দেওয়া যায় ।

        মনে রাখবেন মাছের বাচ্চাদের জন্য ড্রাই ফুড খাওয়াতে হলে মাছের বাচ্চার অনুপাতে খাবারের পরিমান দেবেন , কারন খাবার বেশী দিলে জল খুব তাড়া তাড়ি খারাপ হয়ে যাবে , এতে মাছের বাচ্চা মারা যাবার সম্ভাবনা বেড়ে যাবে । মাছের বাচ্চাদের ড্রাই ফুড দিলে প্রতিদিন ৩০ থেকে ৪০ ভাগ জল অবশ্যই বদল করবেন ।


২) লিকুইড ফুড ঃ বর্তমানে অ্যাকুরিয়ামের মাছের বাচ্চার জন্য বিভিন্ন কোম্পানির লিকুইড ফুড কিনতে পাওয়া যায় । এছাড়া সিদ্ধ ডিমের কুসুম খুব অল্প পরিমানে জলে গুলে দেওয়া যেতে পারে । এই সমস্ত খাবার গুলির খেত্রেও খাবারের পরিমান এর দিকে যথেস্ট সাবধানতা গ্রহন করবেন । এই খাবারের খেত্রেও প্রতিদিন ৩০ থেকে৪০ ভাগ জল বদল করতে হবে ।


৩) জ্যান্ত খাবার বা লাইভ ফুড ঃ অ্যাকুরিয়ামের মাছের বাচ্চাদের জন্য সব থেকে ভালো খাবার হল জ্যান্ত খাবার । এই খাবার মাছের বাচ্চার জন্য সব থেকে সেফ , কারন এই খাবার দিলে অন্যান্ন খাবারের তুলনায় জল নোংরা হয় কম এবং এই খাবার মাছের বাচ্চা খুব আনন্দ করে খায় ফলে খাবার খুব দ্রুত শেষ হয়ে যায় এবং জল অন্যান্য খাবারের তুলনায় অনেকটাই ভালো থাকে । যে সমস্ত জ্যান্ত খাবার গুলি মাছের বাচ্চাদের জন্য দেওয়া যায় সেগুলি হোল  জ্যান্ত কেঁচো , জ্যান্ত ডাফনিয়া , জ্যান্ত আর্টিমিয়া , ডিম ফুটিয়ে তৈরি করা ব্রাইন স্রিম্প এর বাচ্চা , ইত্যাদি । জ্যান্ত খাবার দিলে ১ দিন অন্তর ২০ থেকে ২৫ ভাগ জল বদল করলে হবে । মনে রাখবেন জ্যান্ত খাবার বেশি দিলেও কিন্তু জল খারাপ হয়ে যাবে , তাই মাছের বাচ্চাদের ঠিক তত টুকুই খাবার দেবেন যা মাছের বাচ্চারা ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে খেয়ে নিতে পারে । 


          ইনফিউজোরিয়াও মাছের বাচ্চার জন্য একটি ভালো খাবার ।


                প্রয়ো জন হলে মাছের বাচ্চাদের দিনে ৩ থেকে ৪ বার পর্যন্ত খেতে দেবেন , কিন্তু কখনই বেশী খাবার দেবেন না , সে আপনি যে ধরনের খাবারই দিন না কেন । মাছের বাচ্চাদের এমন পরিমানে খাবার দেবেন যাতে খাবার ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে খেয়ে শেষ করে ফেলে ।

Comments

Popular posts from this blog

গাপ্পি মাছ ( guppy fish )

অ্যাকুরিয়ামের মাছের অসুখ ( aquarium fish diseases)

মাছ কি খেতে ভালো বাসে / অ্যাকুরিয়ামের মাছ কি ধরনের খাবার সব থেকে পছন্দ করে ( aquarium fish food ) ?