সহজে ক্রোকো ডাইল মাছের বাচ্চা করার পদ্ধতি ( how to breed sucker mouth cat fish ) ?

আপনার সাধের অ্যাকুরিয়ামের কাঁচ পরিস্কার রাখা এবং জল ভালো রাখার জন্য সাকার মাউথ ক্যাট ফিশ একটি কার্যকরি ভুমিকা নিয়ে থাকে , এই জাতের মাছটি বন্দি অর্থাৎ ক্যপ্টিভেটেড অবস্থায় ডিম পাড়ে না ,  অ্যাকুরিয়ামের মধ্যে বা  সিমেন্টের চৌবাচ্চার মধ্যে এই মাছের বাচ্চা করা সম্ভব নয় , এই মাছের বাচ্চা করতে হলে বড় সাইজের মাটির চৌবাচ্চা বা পুকুর সব থেকে ভালো । পুকুরের জলের গভীরতা হতে হবে কমপক্ষে ৪ ফুট বা ১২০ সেন্টিমিটার , জলের গভীরতা ১০ ফুটের বেশী অর্থাৎ ৩০০ সেন্টিমিটারের বেশী না হওয়াই ভালো । পুকুরে এই জাতের মাছ ছাড়া অন্য কোন জাতের মাছ থাকলে মাছের বাচ্চা কম পরিমানে পাওয়া যাবে কারন অন্য জাতের মাছ একসঙ্গে থাকলে মাছের ডিম খেয়ে নেবার সম্ভাবনা ১০০ শতাংশ পর্যন্ত থেকে যাবে । 

      যদি আপনি মাটির চৌবাচ্চায় এই মাছের ডিম পাড়াতে চান তাহলে , তাহলে জলের গভীরতা রাখবেন পুকুরের মতই , লম্বায় হবে কমপক্ষে ৩০ ফুট এবং চওড়ায় হতে হবে অন্তত ১০ ফুট । 

      পুকুরে বা মাটির চৌবাচ্চায় যেখানেই এই মাছের ডিম পাড়ান না কেন , কিছু নিয়ম মেনে চলতে হবে ।

    ১) জলের বিভিন্ন গভীরতায়  বেশ বড় সাইজের মাটির পাত্র বা মালসা ,  বেশ কয়েকটি ভালো শক্ত করে  মাটিতে বসিয়ে দেবেন । এমন ভাবে মালসা গুলি বসাবেন যাতে ঐ মালসা গুলির ভিতরে যখন মাছ গুলি ডিম পাড়তে ঢুকবে তখন যেন মালসা গুলি নড়ে না যায় , তাহলে মাছের ডিম নস্ট হয়ে যাবে । মালসা বা মাটির পাত্রের আকার  হতে হবে কমপক্ষে ১৫ সেন্টি মিটার ডায়ামিটার বা তার চেয়ে বেশি মাপের ।

২) জলের মধ্যে কিছু শুখনো গাছের ডাল ফেলে রাখবেন ।

৩) ছেলে মেয়ে মিলিয়ে অন্তত ৪/ ৫ টি মাছ রাখতে হবে ।

৪) সাকার মাউথ ক্যাট ফিশ বেশ কয়েকটি জাতের পাওয়া যায় , ডিম পাড়াবার সময় এক জাতের মাছ ই ছাড়বেন ।

৫) এই জাতের মাছ ২ বছর বয়েস হলে ডিম পাড়ার উপযুক্ত হয় , তাই ডিম পাড়াবার সময় ২ বৎসর এর বেশি বয়েসের মাছ ছাড়বেন ।

৬) এই মাছ সফট জলে ডিম পাড়ে , তাই এই মাছের ডিম পাড়াবার জন্য জলের টি ডি এস রাখুন ২০০ এর নিচে ।

৭) জলের তাপমাত্রা রাখুন ২০ থেকে ২৫ ডিগ্রি সেন্টি গ্রেড এর মধ্যে ।

৮) এই মাছের ডিম পাড়াবার জন্য কোন ফিল্টার বা বাইরে থেকে আলাদা ভাবে অক্সিজেন সরবরাহের প্রয়োজন পড়ে না । 

৯) এই মাছের বাচ্চাদের জন্য আলাদা কোন খাবার দেবার প্রয়োজন নেই ।

১০) তাপমাত্রার উপর নির্ভর করে ডিম পাড়া থাকতে ১০ থেকে ১৫ দিন পরে বাচ্চা ফোটে । 

১১) বাচ্চা একটু বড় হলে জলের মধ্যে রাখা ডাল পালার গায়ে বসে থাকতে দেখতে পাবেন ।

Comments

Popular posts from this blog

গাপ্পি মাছ ( guppy fish )

অ্যাকুরিয়ামের মাছের অসুখ ( aquarium fish diseases)

মাছ কি খেতে ভালো বাসে / অ্যাকুরিয়ামের মাছ কি ধরনের খাবার সব থেকে পছন্দ করে ( aquarium fish food ) ?