সহজে ক্রোকো ডাইল মাছের বাচ্চা করার পদ্ধতি ( how to breed sucker mouth cat fish ) ?
আপনার সাধের অ্যাকুরিয়ামের কাঁচ পরিস্কার রাখা এবং জল ভালো রাখার জন্য সাকার মাউথ ক্যাট ফিশ একটি কার্যকরি ভুমিকা নিয়ে থাকে , এই জাতের মাছটি বন্দি অর্থাৎ ক্যপ্টিভেটেড অবস্থায় ডিম পাড়ে না , অ্যাকুরিয়ামের মধ্যে বা সিমেন্টের চৌবাচ্চার মধ্যে এই মাছের বাচ্চা করা সম্ভব নয় , এই মাছের বাচ্চা করতে হলে বড় সাইজের মাটির চৌবাচ্চা বা পুকুর সব থেকে ভালো । পুকুরের জলের গভীরতা হতে হবে কমপক্ষে ৪ ফুট বা ১২০ সেন্টিমিটার , জলের গভীরতা ১০ ফুটের বেশী অর্থাৎ ৩০০ সেন্টিমিটারের বেশী না হওয়াই ভালো । পুকুরে এই জাতের মাছ ছাড়া অন্য কোন জাতের মাছ থাকলে মাছের বাচ্চা কম পরিমানে পাওয়া যাবে কারন অন্য জাতের মাছ একসঙ্গে থাকলে মাছের ডিম খেয়ে নেবার সম্ভাবনা ১০০ শতাংশ পর্যন্ত থেকে যাবে । যদি আপনি মাটির চৌবাচ্চায় এই মাছের ডিম পাড়াতে চান তাহলে , তাহলে জলের গভীরতা রাখবেন পুকুরের মতই , লম্বায় হবে কমপক্ষে ৩০ ফুট এবং চওড়ায় হতে হবে অন্তত ১০ ফুট । পুকুরে বা মাটির চৌবাচ্চায় যেখানেই এই মাছের ডিম পাড়ান না কেন , কিছু নিয়ম মেনে চলতে হবে । ১) জলের বিভিন্ন গভীরতায় বেশ বড় সাইজের মাটির পাত্র বা মালসা , বেশ কয়েকটি ভা