সিভোরাম ( severum )



বৈজ্ঞানিক নাম ( scientific name ) ঃ হেরাস সেভেরাস 

সেভোরাম মাছের প্রাপ্তিস্থান ( origins) ঃ                                                                          

 সাউথ আমেরিকার উত্তর ভাগে এবং আমাজন নদীর কিছু কিছু অংশে এই মাছ দেখতে পাওয়া যায় ।  

সিভোরাম মাছ কত বাঁচে (   life span ) ? 

    সিভোরাম মাছ সাধারনত ছয় থেকে আট বৎসর পর্যন্ত বেঁচে থাকে , তবে ভালো ভাবে রাখলে অর্থাৎ এই মাছের উপযুক্ত পরিমান জায়গা এবং ভালো ফিল্টারেসান ব্যাবহার করলে , এই মাছকে আমি ১২ বৎসর পর্যন্ত বেঁচে থাকতে দেখেছি । 

সেভোরাম মাছ কত ধরনের হয় ? সেভোরাম মাছ কত রকমের দেখতে পাওয়া যায় ? ( variety ) ঃ 

 সবুজ এবং সাদা এই দুই ধরনের সিভোরাম মাছ দেখতে পাওয়া যায় , প্রকৃতি তে এই মাছ সবুজ রঙের পাওয়া যায় । এই জাত থেকেই পরবর্ত্তি কালে সাদা রঙের সিভোরাম তৈরি করা হয়েছে , তবে সবুজ সিভোরামের থেকে সাদা সিভোরাম দেখতে বেশী ভালো , এই মাছ প্রাপ্ত বয়স্ক হলে  সাদা রঙের গায়ের উপর লাল রঙের নক্সা দেখতে খুব ভালো লাগে ।


সেভোরাম মাছ কত বড় হয় ( size )ঃ 

 গোল আকৃতির এই মাছটি লম্বায় ২০ সে মি ( ৮ ইঞ্চি ) পর্যন্ত হয়ে থাকে ।


সেভোরাম মাছের স্বভাব চরিত্র কেমন হয় ( habit & nature ) ঃ 

সিক লিড জাতের এই মাছটির স্বভাব চরিত্র বেশ খামখেয়ালি মতন । এক কথায় যদি বলতে হয় এই মাছ আক্রমণাত্মক সভাবের , তবে আমার দীর্ঘ দিনের অভিজ্ঞতায় এই মাছ কে অনেক জাতের মাছের সাথেই শান্তি পূর্ন ভাবে বাস করতে দেখেছি ।

সেভোরাম মাছের সঙ্গে কি কি মাছ রাখা যায়  ( compatible ) ? 

এই জাতের মাছের সঙ্গে যে সমস্ত মাছ গুলি ভালো ভাবে রাখা যায় সেগুলি হল 

১) প্যারট ,

২) ফায়ার মাউথ সিক লিড ,

৩) জুয়েল সিক লিড 

৪) কনভিক্ট সিক লিড ,

৫) গ্রীন টেরর সিক লিড ,

৬) টেক্সাস সিক লিড ,

৭) টাইগার সার্ক ,

৮) সিল্ভার সার্ক ,

৯) রেড টেল সার্ক ,

১০) রেইনবো সার্ক , 

১১) যে কোন  গোরামি জাতের মাছ 

১২) ডলার ,

১৩) আরগাস ,

১৪) ক্যাট ফিশ ,

সেভোরাম মাছ কি কি খেতে ভালো বাসে ( foods & feeding ) ? 

এই মাছ শুখনো এবং জ্যান্ত দুই ধরনের খাবার ই খেতে ভালোবাসে । এখন অ্যাকুরিয়ামের দোকান গুলিতে ভালো ভালো কোম্পানির তৈরি করা বিভিন্ন ধরনের শুখনো খাবার কিনতে পাওয়া যায় , এর মধ্যে সিক লিড জাতের মাছের জন্য বিশেষ ভাবে তৈরি করা খাবার কিনতে পাওয়া যায় , এই খাবার গুলি খাওয়ালে এই মাছের সাস্থ এবং রঙ খুব ভালো থাকে । আর জ্যান্ত খাবারের মধ্যে কেঁচো , ব্লাড ওয়ার্ম , মশার লার্ভা , কুচো চিংড়ি ইত্যাদি খাওয়ানো যেতে পারে ।


সেভোরাম মাছ কত তাপমাত্রায় ভাল থাকে ? ( temperature ) ঃ 

২৪ থেকে ২৮ ডিগ্রি সেন্টিগ্রেড ( ৭৪ থেকে ৮০ ডিগ্রি ফারেনহাইট ) তাপমাত্রায় এই মাছ সবথেকে ভালো থাকে । তবে এই মাছ ৩০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত ভালোভাবে থাকতে দেখেছি । 


সেভোরাম মাছের জন্য জলের পি . এইচ কত রাখা ভালো ( p.h ) ? 

এই মাছ একটু অ্যাসিটিক জল পছন্দ করে , এই মাছ ভালো রাখার জন্য অ্যাকুরিয়ামের জলের   পি , এইচ রাখুন    ৬ থেকে ৬.৫ ।


সেভোরাম মাছের জন্য কি ধরনের জল ভালো ( water condition ) ? 

 এই মাছ কে সফট জলে ( ৫০ মিলি / লিটার ) রাখুন । এই রকম জলে এই মাছ রাখলে , মাছের রঙ খুব সুন্দর হয় 


সেভোরাম মাছের অ্যাকুরিয়ামের জল বদল করার নিয়ম কি ( water change ) ? 

এই মাছ ভালো রাখার জন্য সপ্তাহে ২৫ ভাগ জল বদল করুন । জল অবশ্যই যেন ২ দিনের পুরানো হয় এবং অ্যাকুরিয়ামের জলের তাপমাত্রার সমান হয় , প্রয়োজন হলে জল প্যাকেটে করে অ্যাকুরিয়ামের জলে ৩০ মিনিট ভাসিয়ে রেখে তবে ঐ জল অ্যাকুরিয়ামে দিন । এতে অ্যাকুরিয়ামের জলের সঙ্গে নতুন যে জল দেবেন তার তাপমাত্রা সমান হয়ে যাবে । 

 মনে রাখবেন যদি অ্যাকুরিয়ামের ফিল্টার পরিস্কার করেন তাহলে ৭০ ভাগ জল বদল করবেন ।


সেভোরাম মাছের স্বভাব কেমন ( temperament ) ? 

এই মাছের স্বভাব এক কথায় আক্রমনাত্তক ( territorial ) , তবে এই মাছ অনেক মাছের সঙ্গেই ভালো ভাবে রাখা যায় , এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হল অন্য মাছ অ্যাকুরিয়ামে আগে ছেড়ে তার ১ মাস পরে এই মাছ ছাড়ুন , এবং অন্য মাছের তুলনায় একটু ছোট সাইজের ছাড়ুন , এই পদ্ধতিতে মাছ ছাড়লে এই মাছ অন্য মাছেদের সাধারনত কামড়ায় না । মনে রাখবেন এই মাছ যে ভাবেই ছাড়ুন না কেন সব মাছের সঙ্গে এই মাছ রাখা সম্ভব নয় ।

সেভোরাম মাছের জন্য কত বড় অ্যাকুরিয়াম প্রয়োজন হয় ( tank size ) ?

এই মাছ আকারে বেশ বড় হয় , তাই এই মাছ রাখার জন্য অবশ্যই একটু বড় অ্যাকুরিয়াম প্রয়োজন । ছোট অবস্থায় এই মাছ ৫০ লিটারের অ্যাকুরিয়ামের রাখা সম্ভব হলেও ১০০ লিটার এবং এর চেয়েও বড় অ্যাকুরিয়াম এই মাছের জন্য ভালো ।


সেভোরাম মাছের জন্য অ্যাকুরিয়ামে কি ধরনের  substrate ব্যাবহার করা ভালো ?

 এই মাছ জাতে সিক লিড হলেও এই মাছ অ্যাকুরিয়ামের সাবস্ট্রেট খোঁড়া খুড়ি করে না , তাই এই মাছ অ্যাকুরিয়ামে রাখতে হলে এমন সাইজের পাথর ব্যাবহার করুন যাতে খাবার পাথরের মধ্যে ঢুকে না যায় , কারন এই মাছ পাথর খুঁড়ে খাবার বের করতে পারবে না । পাথরের মধ্যে খাবার ঢুকে গেলে ঐ খাবার পচে গিয়ে জল নস্ট হয়ে যাবে , তাই সব থেকে ভালো হল মিহি বা তার থেকে সামান্য বড় গ্র্যাভেলস ব্যাবহার করা ।


সেভোরাম মাছের জন্য অ্যাকুরিয়ামে কি ধরনের আলো ব্যাবহার করা ভালো ( lightning ) ?

 এই মাছের জন্য যে কোন ধরনের আলো ব্যাবহার করা যায় । বর্তমানে অ্যাকুরিয়ামের দোকান গুলিতে বিভিন্ন ভালো ভালো কোম্পানির আলো কিনতে পাওয়া যায় , তার মধ্যে থেকে পছন্দ করে অ্যাকুরিয়ামে আলো লাগাতে পারেন । সিভোরাম মাছ সব থেকে ভালো লাগে হলুদ , সাদা , এবং বেগুনি রঙের আলোতে ।


সেভোরাম মাছের জন্য অ্যাকুরিয়ামে কি ফিল্টার লাগানো ভালো (filtration ) ?

এই মাছের জন্য আপনি যে কোন ভালো ফিল্টার ব্যাবহার করতে পারেন । তবে জলের মধ্যে খুব স্রোত তৈরি হয় এমন কোন ফিল্টার না লাগানোই ভালো ।


সেভোরাম মাছের কি কি রোগ বেশি হয় , এবং তার প্রতিকার কি ( diseases & treatment ) ? 

এই মাছের যে সমস্ত রোগ গুলি বেশি হয় , সেগুলি হল  হোয়াইট স্পট , ভেল ভেট ডিজিস , পাখনা পচা বা টেল রট , পক্স , হেড হোল ডিজিস ,




Comments

  1. সাদা সিবরাম মাছের দাম কত টাকা? মাছটি ১০ সেমি লম্বা।

    ReplyDelete
  2. Flower horn মাছ সম্বন্ধে জানতে চাই।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

গাপ্পি মাছ ( guppy fish )

অ্যাকুরিয়ামের মাছের অসুখ ( aquarium fish diseases)

মাছ কি খেতে ভালো বাসে / অ্যাকুরিয়ামের মাছ কি ধরনের খাবার সব থেকে পছন্দ করে ( aquarium fish food ) ?