গোল্ড ফিশ মাছের সঙ্গে কি কি মাছ রাখা যায় ? compatible with gold fish .


অ্যাকুরিয়ামে শুধু গোল্ড ফিশ মাছ রাখলেও দেখতে খুবই সুন্দর লাগে , তবু মাঝে মধ্যে ইচ্ছা হতে পারে গোল্ড মাছের সঙ্গে অন্য কোন জাতের মাছ রাখতে । গোল্ড ফিশ মাছের সঙ্গে সব জাতের মাছ রাখা যায় না । যে সমস্ত জাতের মাছ গোল্ড ফিশ মাছের সঙ্গে রাখা উচিত নয় সেই সব মাছ গোল্ড ফিশ মাছের সঙ্গে রাখলে গোল্ড ফিশ মাছ মারা যাবে । তাই জেনে নিন কোন কোন জাতের মাছ গোল্ড ফিশ মাছের সঙ্গে ভালো ভাবে রাখা যায় । 

     

           

  গোল্ড ফিশ মাছই অনেক প্রজাতির পাওয়া যায় , এর মধ্যে সব জাতের গোল্ড ফিশ আবার এক সঙ্গে রাখা উচিত নয় । অ্যাকুরিয়ামে যদি আপনি টেলিস্কোপ আই প্রজাতির গোল্ড ফিশ রাখেন , অর্থাৎ যে প্রজাতির গোল্ড ফিশ মাছের চোখ বাইরের দিকে ঠেলে বেরিয়ে থাকে এবং বাবল আই গোল্ড ফিশ মাছ রাখেন , সেখানে রেড গোল্ড ফিশ , রুইকিন গোল্ড ফিশ বা সুভাঙ্কিং গোল্ড ফিশ মাছ না রাখাই ভালো । অনেক সময় দেখা যায় রেড গোল্ড ফিশ , রুইকিন গোল্ড ফিশ বা সুভাঙ্কিং গোল্ড ফিশ  টেলিস্কোপ আই গোল্ড ফিশ এবং বাবল আই গোল্ড ফিশ  জাতের মাছের বাইরের দিকে বেরিয়ে থাকা চোখ খুবলে নেয় বা ঠুকরে নষ্ট করে দেয় । তাই অ্যাকুরিয়ামে শুধু গোল্ড ফিশ জাতের মাছ রাখলেও সঠিক ভাবে রাখবেন ।

                 দেখে নিন গোল্ড ফিশ মাছের সাথে কি কি জাতের মাছ ভালো ভাবে রাখা যায় ।


১) কার্প জাতের মাছ । এই প্রজাতির মাছ গোল্ড ফিশ মাছের সঙ্গে রাখা গেলেও সব জাতের গোল্ড ফিশ এর সঙ্গে কার্প জাতের মাছ রাখা যায় না , যেমন টেলিস্কোপ আই এবং বাবল আই জাতের গোল্ড ফিশ এর সঙ্গে কার্প জাতের মাছ ভুলেও রাখবেন না । গোল্ড ফিশ জাতের মাছের সঙ্গে লম্বা লেজের  কার্প মাছ রাখবান । ছোট লেজের কার্প জাতের মাছ কোন জাতের গোল্ড ফিশের সঙ্গেই রাখা ঠিক নয় ।


২) অ্যাঞ্জেল মাছ ঃ অ্যাঞ্জেল মাছ গোল্ড ফিশ মাছের সঙ্গে ভালো ভাবে রাখা গেলেও , অ্যাঞ্জেল মাছ এর যখন ডিম পাড়ার সময় হবে তখন সাবধান । মোনো অ্যাঞ্জেল রাখা যাবে না । 




৩) সিল্ভার সার্ক ঃ এই মাছটি আপনি আপনার গোল্ড ফিশ মাছের সঙ্গে নিশ্চিন্তে রাখতে পারেন ।



৪) টাইগার সার্ক ঃ এই মাছ খুব দ্রুত বড় হয় । ছোট সাইজের টাইগার সার্ক মাছ গোল্ড ফিশ মাছের সঙ্গে ভালো ভাবে রাখা সম্ভব হলেও , এই মাছ যখন বড় হয়ে যাবে তখন না রাখাই ভালো ।




৫) টেট্রা ঃ  টেট্রা জাতের যে কোন মাছ আপনি গোল্ড ফিশের সঙ্গে রাখতে পারেন , তবে খুব ছোট জাতের হলে যেমন নিওন টেট্রা , কার্ডিনাল টেট্রা এই সমস্ত মাছ গুলি রাখলে গোল্ড ফিশ মাছ খাবার ভেবে খেয়ে নিতে পারে ।




৬) বার্ব ঃ কিছু বার্ব জাতের মাছ আছে যেমন সুমার্টি বার্ব , রুবি বার্ব গোল্ড ফিশ এর সঙ্গে ভালো ভাবেই রাখা যায় কিন্তু টাইগার বার্ব , রোসি বার্ব , টিন ফয়েল বার্ব ,এই সব বার্ব জাতের মাছ গুলি গোল্ড ফিশের সঙ্গে রাখবেন না ।





৭) প্লাটি ঃ প্লাটি জাতের মাছ গোল্ড ফিশ মাছের সঙ্গে রাখা যায় , তবে খুব ছোট সাইজের প্লাটি রাখবেন না , একটু বড় সাইজের প্লাটি  ফিশ রাখতে পারেন । ছোট সাইজের প্লাটি মাছ একটু আক্রমণাত্মক হতে পারে ।


৮) মলি ঃ মলি জাতের মাছ গোল্ড ফিশ জাতের মাছের সঙ্গে রাখবেন না ।




৯) ক্যট ফিশ ঃ ছোট জাতের ক্যাট ফিশ মাছ রাখতে পারেন , তবে বড় জাতের ক্যাট ফিশ মাছ যেমন রেড টেল ক্যাট ফিশ , লেপার্ড ক্যাট ফিশ , আপ সাইট ডাউন ক্যাট ফিশ ইত্যাদি , এই ধরনের বড় জাতের ক্যাট ফিশ মাছ গুলি গোল্ড ফিশ এর সঙ্গে রাখবেন না ।





১০) রেইনবো ঃ রেইনবো জাতের মাছ গুলি যেমন পিকক রেইনবো , বোস মনি রেইনবো , স্কারলেট রেইনবো ইত্তাদি মাছ গুলি খুব নিশ্চিন্তে গোল্ড ফিশ মাছের সঙ্গে রাখতে পারেন ।


১১) গোরামি ঃ গোরামি জাতের মাছ গুলির মধ্যে জ্যায়ান্ট গোরামি বাদ দিয়ে যেকোন গোরামি মাছ গোল্ড ফিশ মাছের সঙ্গে রাখতে পারেন । মনে রাখবেন গোরামি জাতের মাছ ,গোল্ড ফিশ এর সঙ্গে রাখতে হলে অ্যাকুরিয়ামে জ্যান্ত গাছ রাখা বাধ্যতামুলক , না হলে গোরামি মাছ আক্রমণাত্মক হতে পারে ।


১২) সিক লিড ঃ অ্যাঞ্জেল , রেমিরেসি , ক্রিভেন্সিস সিক লিড ইত্যাদি মাছগুলি বাদ দিয়ে আর কোন  সিক লিড জাতের  মাছ গোল্ড ফিশ এর সঙ্গে রাখা যায় না ।


১৩) লোচ ঃ লোচ জাতের মাছ গোল্ড ফিশ এর সঙ্গে রাখা যায় ।


১৪) সিল্ভার ডলার ঃ এই মাছ গোল্ড ফিশ এর সঙ্গে রাখা যায় , তবে অ্যাকুরিয়ামের জল একটু অপরিস্কার হলে এই মাছ গোল্ড ফিশ মাছের লেজ কামড়াতে পারে । 





১৫) ফেদার ফিন ঃ এই মাছ টেলিস্কোপ আই জাতের গোল্ড ফিশ , বাবল আই জাতের গোল্ড ফিশ এবং অরান্ডা জাতের গোল্ড ফিশের সঙ্গে না রাখাই ভালো । ছোট সাইজের ফেদার ফিন মাছ সব জাতের গোল্ড ফিশ মাছের সঙ্গে রাখা সম্ভব হলেও বড় হয়ে গেলে না রাখাই ভাল ।


১৬) আর যে সমস্ত মাছ গুলি গোল্ড ফিশের সঙ্গে রাখা যায় সেগুলি হল , ডেনি সোনি , হকি স্টিক , রাস বোরা জাতের মাছ ইত্যাদি ।







Comments

  1. Koi Swordtail & cory & borneo loach
    Rakhte parbo baby red cup er sathe?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

গাপ্পি মাছ ( guppy fish )

অ্যাকুরিয়ামের মাছের অসুখ ( aquarium fish diseases)

মাছ কি খেতে ভালো বাসে / অ্যাকুরিয়ামের মাছ কি ধরনের খাবার সব থেকে পছন্দ করে ( aquarium fish food ) ?