অ্যাকুরিয়ামে জ্যান্ত গাছ পচে যায় কেন ?

অ্যাকুরিয়ামে যারা মাছ পোষেন তাদের কাছে অ্যাকুরিয়ামের ভিতরে জ্যান্ত গাছ পচে যাওয়াটা একটি মস্ত বড় সমস্যা । আমি আমার অন্য লেখাতে লিখেছিলাম , যে অ্যাকুরিয়ামের মধ্যে জ্যান্ত গাছ রাখাটা কতটা জরুরী । অ্যাকুরিয়ামের মধ্যে জ্যান্ত গাছ থাকলে মাছের নানাবিধ সুবিধা হয় । অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে , অ্যাকুরিয়ামের মধ্যে জ্যান্ত গাছ লাগাবার কিছুদিনের মধ্যেই গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং গাছ পচে যাচ্ছে কেন ? তাদের জন্য এই লেখা । ভালো করে জেনে নিন অ্যাকুরিয়ামের মধ্যেকার জ্যান্ত গাছ গুলি পচে যাবার কারনগুলি ।




১) অ্যাকুরিয়ামের মধ্যে জ্যান্ত গাছ ভালো রাখতে হলে  অ্যাকুরিয়ামের নিচে যে গ্র্যাভেলস বেড , স্যান্ড বেড , অ্যাকুরিয়াম সয়েল বেড বা মিক্সড বেড যাই ব্যাবহার করুননা কেন , সেই বেড যেন কমপক্ষে ১.৫ ইঞ্চি মোটা হয় । এর থেকে পাতলা বেড দিলে  গাছের শক্ত হয়ে বসতে অসুবিধা হয় । জ্যান্ত গাছ শক্ত হয়ে স্থির হয়ে বসতে না পারলে গাছ নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থেকে যায় ।



২) অ্যাকুরিয়ামের মধ্যে অ্যামোনিয়া বা নাইট্রোজেনের পরিমান বেড়ে গেলে গাছ পচে যেতে পারে । 





৩) উপযুক্ত আলোর অভাবে গাছ পচে যেতে পারে । জ্যান্ত গাছের খাদ্য তৈরি করার জন্য উপযুক্ত পরিমান আলোর প্রয়োজন হয় , অ্যাকুরিয়ামে আলোর পরিমান কম থাকলে গাছ তার নিজের প্রয়োজনীয় খাদ্য তৈরি করতে পারবে না , আর আমরা সবাই জানি যে গাছ নিজের প্রয়োজনীয় খাদ্য তৈরি করতে না পারলে গাছটি মারা যাবে ।



৪) অ্যাকুরিয়ামে মাছ ছেড়ে দেবার পরে গাছ বসাবার থেকে মাছ ছাড়ার আগে গাছ বসানো অনেক ভালো কারন আগে গাছ বসিয়ে দিলে  গাছ গুলি গ্র্যাভেলসের ভিতরে শিকড় চালিয়ে ভালো ভাবে ধরে বসতে পারে । অ্যাকুরিয়ামে গাছ বসাবার অন্তত ১৫ দিন পরে মাছ ছাড়া সব থেকে ভালো ।



৫) অ্যাকুরিয়ামে গাছ বসাবার পরে অন্তত ১০ দিন এমন কোন ফিল্টার অ্যাকুরিয়ামের ভিতরে চালানো ঠিক নয় ,  যাতে অ্যাকুরিয়ামের জলে স্রোত তৈরি হয় । অ্যাকুরিয়ামের জলে  জোরে স্রোত থাকলে গাছ গুলি জলের স্রোতের কারনে দুলতে থাকবে এতে গাছের শিকড় ছাড়তে খুব অসুবিধা হবে ।



৬) অ্যাকুরিয়ামের ভিতরে জ্যান্ত গাছ বাঁচিয়ে রাখতে হলে দিনের বেলায় অ্যাকুরিয়ামে আলো জ্বালাবেন । কারন গাছ দিনের বেলাতেই খাদ্য তৈরি করে থাকে ।



৭) অ্যাকুরিয়ামের জলে অতিরিক্ত  তাপমাত্রায় জ্যান্ত গাছ পচে যেতে পারে । কিছু শক্ত পোক্ত জাতের গাছ আছে যারা ৩০ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারলেও বেশ কিছু গাছ বা মশ বা ঘাস আছে যারা  অ্যাকুরিয়ামের জলে ২৪ / ২৫ ডিগ্রি সেন্টিগ্রেড এর বেশি তাপমাত্রায় পচে যায় । অ্যাকুরিয়ামের জলের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেন্টিগ্রেড এর বেশি হয়ে গেলে সমস্ত ধরনের গাছই পচে যাবে ।



৮) কিছু জাতের ঘাস , মশ বা গাছ আছে , যাদের জন্য বাইরে থেকে অ্যাকুরিয়ামের জলে কার্বন ডাই অক্সাইড সরবরাহ করার প্রয়োজন হয় , না দিলে পচে যেতে পারে ।


৯) অ্যাকুরিয়ামের মধ্যে গাছ ভালো রাখার জন্য এখন বিভিন্ন ধরনের অ্যাকুরিয়াম প্লান্ট ফার্টিলাইজার কিনতে পাওয়া যায় । এই অ্যাকুরিয়াম প্লান্ট ফার্টিলাইজার গুলি প্রয়োজন মতন অ্যাকুরিয়ামে ব্যাবহার করলে আপনার অ্যাকুরিয়ামের গাছগুলি আরো সতেজ এবং সবুজ হয়ে উঠবে ।  সবুজ ছাড়া অন্য কোন রঙের গাছ বসানো থাকলে গাছের সেই রঙ ঠিক রাখার জন্যেও অ্যাকুরিয়াম প্লান্ট ফার্টিলাইজার ব্যাবহার করতে হবে । 

Comments

Popular posts from this blog

গাপ্পি মাছ ( guppy fish )

অ্যাকুরিয়ামের মাছের অসুখ ( aquarium fish diseases)

মাছ কি খেতে ভালো বাসে / অ্যাকুরিয়ামের মাছ কি ধরনের খাবার সব থেকে পছন্দ করে ( aquarium fish food ) ?