গরম কালে অ্যাকুরিয়ামের মাছের যত্ন কিভাবে করবেন ( how to maintain aquarium fish at summer season )
প্রচন্ড গরমে আমরা যেমন কষ্ট পাই তেমনি সমস্ত জীব কূল ও গরমে অতিরিক্ত তাপমাত্রায় কষ্ট পায় , আর আমাদের ঘরের মধ্যে অ্যাকুরিয়ামের থাকা মাছ গুলিও এর বাইরে নয় ।
আমরা জানি যে অ্যাকুরিয়ামের মাছ গুলি একটি নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত ভালো থাকতে পারে , তার বেশি তাপমাত্রা হয়ে গেলে মাছ অসুস্থ হয়ে পরবে এবং মারাও যেতে পারে । বিভিন্ন জাতের মাছ বিভিন্ন তাপমাত্রা পর্যন্ত সহ্য করতে পারে , যে মাছ যেমন তাপমাত্রা সহ্য করতে পারে সেই জাতের মাছকে সেই তাপমাত্রার জলে রাখাই বুদ্ধিমানের কাজ । গরম কালে যখন অ্যাকুরিয়ামের জলের তাপমাত্রা স্বাভাবিক ভাবেই অনেক বেশি হয়ে যায় তখন কিছু সহজ পদ্ধতি অবলম্বন করলে আপনি আপনার মাছ কে ভালো ভাবে অ্যাকুরিয়ামের মধ্যে বাঁচিয়ে রাখতে পারবেন ।
১) যাদের ঘরে এ সি মেসিন চলে , সেই ঘরে অ্যাকুরিয়াম থাকলে জলের তাপমাত্রা হয়তো বাড়বে না কিন্তু যখন এ সি মেসিন বন্ধ থাকবে তখন কিন্তু জলের তাপমাত্রা বাড়তে থাকবে , তাই জলের তাপমাত্রা বাড়া কমার ব্যাপারে সতর্ক থাকবেন ।
২) অ্যাকুরিয়ামের উপরের কভার অর্থাৎ ঢাকনা খুলে রেখে ঘরে ফ্যান চালিয়ে রাখুন , এতে অ্যাকুরিয়ামের জলের তাপমাত্রা বেশ কিছুটা কম হবে , বর্তমানে অ্যাকুরিয়ামে র জন্য বিশেষ ধরনের ফ্যান কিনতে পাওয়া যায় ।
৩) অ্যাকুরিয়ামের মধ্যে বেশ কিছু জ্যান্ত গাছ লাগান , এতে অ্যাকুরিয়ামের জলের তাপমাত্রা কম থাকবে । অতিরিক্ত তাপমাত্রায় মাছের হজমের প্রবলেম হয় , অ্যাকুরিয়ামে জ্যান্ত গাছ থাকলে মাছ ওই গাছের পাতা খেয়ে হজমের সমস্যা থেকে মুক্তি পাবে ।
৪) জলের তাপমাত্রা বেশী থাকলে মাছের হজমের সমস্যা হয় , মাছএর খাবার রুচি থাকে না , মাছের হজমের সমস্যা কিন্তু প্রান ঘাতী হতে পারে , তাই এই সময় মাছের খাবার দেবার ব্যাপারে সতর্ক থাকুন । এই সময় মাছ কে দিনের বেলায় কম খেতে দিন বা মনে হলে দিনের বেলায় খাবার না দিয়ে শুধু মাত্র রাত্রি বেলায় খেতে দিন কারন দিনের বেলার থেকে রাত্রি বেলায় অ্যাকুরিয়ামের জলের তাপমাত্রা স্বাভাবিক ভাবেই কিছুটা কম থাকে ।
৫) এই সময় অ্যাকুরিয়ামের মাছ গুলিকে কম প্রোটিন যুক্ত এবং বেশি ফাইবার আছে এমন ধরনের খাবার দিন , এতে মাছের খাবার হজম করতে সহজ হবে ।
৬) জলের তাপমাত্রা যত বেশি থাকবে সেই জলে অক্সিজেনের পরিমান ততই কম হবে তাই অ্যাকুরিয়ামের জলে এয়ার পাম্পের সাহায্যে বেশি পরিমান হাওয়া সরবরাহ করুন ।
৭) এই সময় সপ্তাহে অন্তত ৩০ থেকে ৪০ ভাগ জল বদল করুন , এতে মাছ ভালো থাকবে ।
৮) সপ্তাহে এক দিন খাবার দেওয়া বন্ধ রাখুন ।
৯) প্রয়োজন হলে অ্যাকুরিয়ামের সামনের কাঁচ কালো কাপড় বা কাগজ দিয়ে আড়াল করে দিন , কারন মাছ ভয় পেলে মাছের স্ট্রোক হয়ে যেতে পারে ।
১০) অ্যাকুরিয়ামের মাছকে সপ্তাহে একদিন সসা বা তরমুজের ছোট টুকরো দিতে পারেন , মনে রাখবেন যে দিন এই খাবার দেবেন সেই দিন অ্যাকুরিয়ামের মাছ কে আর অন্য কোন খাবার দেবেন না , এক বেলা পরে খাবারের থেকে যাওয়া টুকরো তুলে বাইরে ফেলে দেবেন , ভুল না হয় ।
১১) অ্যাকুরিয়ামের জল ঠাণ্ডা করার জন্য অ্যাকুরিয়ামের জলে সরাসরি বরফ দেবেন না , এতে মাছের ঠাণ্ডা লেগে যাবার সম্ভাবনা ১০০ শতাংশ । জলে বরফ দিলে জল ঠান্ডা হয় ঠিকই কিন্তু নিয়ম মেনে দিতে হবে । বরফ সরাসরি অ্যাকুরিয়ামের জলে না দিয়ে একটি মোটা প্যাকেটের মধ্যে ভরে প্যাকেটের মুখ ভালো করে বেঁধে নিয়ে অ্যাকুরিয়ামের জলে ভাসিয়ে দেবেন । দু তিন ঘন্টা পরে প্যাকেটের বরফ গলে গেলে , প্যাকেট টি বাইরে বার করে প্যাকেটের ভিতরের জল টি বাইরে ফেলে দেবেন । আপনি বোতলের ভিতরে ঠাণ্ডা জল ভরেও অ্যাকুরিয়ামের জলে ভাসিয়ে দিতে পারেন এবং অনুরূপ ভাবে ২ , ৩ ঘন্টা পরে বোতল টি বাইরে বের করে নেবেন বোতলের জল অ্যাকুরিয়ামের জলে মিশিয়ে দেবেন না ।
৫) এই সময় অ্যাকুরিয়ামের মাছ গুলিকে কম প্রোটিন যুক্ত এবং বেশি ফাইবার আছে এমন ধরনের খাবার দিন , এতে মাছের খাবার হজম করতে সহজ হবে ।
৬) জলের তাপমাত্রা যত বেশি থাকবে সেই জলে অক্সিজেনের পরিমান ততই কম হবে তাই অ্যাকুরিয়ামের জলে এয়ার পাম্পের সাহায্যে বেশি পরিমান হাওয়া সরবরাহ করুন ।
৭) এই সময় সপ্তাহে অন্তত ৩০ থেকে ৪০ ভাগ জল বদল করুন , এতে মাছ ভালো থাকবে ।
৮) সপ্তাহে এক দিন খাবার দেওয়া বন্ধ রাখুন ।
৯) প্রয়োজন হলে অ্যাকুরিয়ামের সামনের কাঁচ কালো কাপড় বা কাগজ দিয়ে আড়াল করে দিন , কারন মাছ ভয় পেলে মাছের স্ট্রোক হয়ে যেতে পারে ।
১০) অ্যাকুরিয়ামের মাছকে সপ্তাহে একদিন সসা বা তরমুজের ছোট টুকরো দিতে পারেন , মনে রাখবেন যে দিন এই খাবার দেবেন সেই দিন অ্যাকুরিয়ামের মাছ কে আর অন্য কোন খাবার দেবেন না , এক বেলা পরে খাবারের থেকে যাওয়া টুকরো তুলে বাইরে ফেলে দেবেন , ভুল না হয় ।
১১) অ্যাকুরিয়ামের জল ঠাণ্ডা করার জন্য অ্যাকুরিয়ামের জলে সরাসরি বরফ দেবেন না , এতে মাছের ঠাণ্ডা লেগে যাবার সম্ভাবনা ১০০ শতাংশ । জলে বরফ দিলে জল ঠান্ডা হয় ঠিকই কিন্তু নিয়ম মেনে দিতে হবে । বরফ সরাসরি অ্যাকুরিয়ামের জলে না দিয়ে একটি মোটা প্যাকেটের মধ্যে ভরে প্যাকেটের মুখ ভালো করে বেঁধে নিয়ে অ্যাকুরিয়ামের জলে ভাসিয়ে দেবেন । দু তিন ঘন্টা পরে প্যাকেটের বরফ গলে গেলে , প্যাকেট টি বাইরে বার করে প্যাকেটের ভিতরের জল টি বাইরে ফেলে দেবেন । আপনি বোতলের ভিতরে ঠাণ্ডা জল ভরেও অ্যাকুরিয়ামের জলে ভাসিয়ে দিতে পারেন এবং অনুরূপ ভাবে ২ , ৩ ঘন্টা পরে বোতল টি বাইরে বের করে নেবেন বোতলের জল অ্যাকুরিয়ামের জলে মিশিয়ে দেবেন না ।
সব মাছের জন্য এক নিয়ম? না আলাদা। যদি sibram, flower horn, arona এই জাতীয় মাছ হয় তাহলে কি এই নিয়ম প্রযোজ্য হবে?
ReplyDeleteযদি আপনি sibram মাছ সম্বন্ধে কিছু আলোচনা করেন তাহলে আমি খুব উপকৃত হব।
ReplyDeleteজব্জজ্জজ
ReplyDeleteমলি,,গাপ্প্পি , আর সটটে,,,মাছের,,,সাভাবিক তাপমাত্রা কত ডিগ্রী হবে,,,শিতে অটো হিটার চালানোর জন্ন্য,,01914803988
ReplyDeleteমলি,,গাপ্প্পি , আর সটটে,,,মাছের,,,সাভাবিক তাপমাত্রা কত ডিগ্রী হবে,,,শিতে অটো হিটার চালানোর জন্ন্য,,01914803988
ReplyDeleteমলি,,গাপ্প্পি , আর সটটে,,,মাছের,,,সাভাবিক তাপমাত্রা কত ডিগ্রী হবে,,,শিতে অটো হিটার চালানোর জন্ন্য,,01914803988
ReplyDelete