হোয়াইট মলি ( white molly )



পোয়েহোয়াইট সিলিড

এই মাছ মলি মাছেরই একটি জাত এই মাছের রং উজ্জল সাদা , দুধের মতো । সব রঙের মধ্যে এই মাছের উজ্জল সাদা রং আপনার অ্যাকুরিয়ামের আকর্ষণ বহু গুন বাড়িয়ে দেবে। শক্ত পোক্ত এইমলি মাছ যারা নতুন মাছ পুষছেন তাদের কাছে প্রথম পছন্দের ।


হোয়াইট মলির প্রাপ্তি স্থান (  origins ) ? এই মাছ বুনো মলি মাছের ই একটি রুপান্তরিত রং । এই রঙের মলি প্রকৃতি তে পাওয়া যায় না । এই রঙের মলি হাইব্রিডাইজেসান পদ্ধতি তে তৈয়ারি করা হয়েছে। বর্তমানে এই মাছ খুব ই সহজ লভ্য ,যে কোন অ্যাকুরিয়ামের দোকানেই পাওয়া যায় এবং দামও সস্তা।


হোয়াইট মলি কত বড় হয় (  size ) ? এইমাছ সাধারনত ৩.৫ ইঞ্চি পর্যন্ত হয় কিন্তু আমি আমার কাছে এই মাছকে ৪ ইঞ্চি পর্যন্ত হতে অনেকবার দেখেছি ।


হোয়াইট মলি মাছের স্বভাব এবং প্রকৃতি কেমন হয় ( habit and nature ) ?  এই মাছের স্বভাব চঞ্চল , সারা দিন ধরে ব্যাস্ত ভাবে সমস্ত জায়গায় ঘুরে বেরায়। এই মাছ কখনো একটি রাখবেন না , বিশেষ করে ছেলে মাছ । একটি ছেলে মাছ রাখলে আক্রমণাত্মক হয়ে ওঠে। সব চেয়ে ভালো ১ ছেলে মাছের সঙ্গে ৩ টি মেয়ে মাছ রাখা। তাহলে মারামারির সম্ভাবনা প্রায় থাকেনা।


হোয়াইট মলি মাছের সঙ্গে কোন কোন মাছ রাখা যায় ( compatible )? এই মাছের সঙ্গে যে সমস্ত মাছ গুলি রাখা যায় সেগুলি হোল ১) যে কোন মলি ,২) যে কোন প্লাটি ,৩) যে কোন বার্ব ,৪) যে কোন ডেনিও ,৫) খুব ছোট জাতের টেট্রা বাদে যে কোন টেট্রা ,৬) সার্ক , ৭) যে কোন গোরামি ,ইত্যাদি ।


হোয়াইট মলি মাছের সঙ্গে কোন কোন মাছ রাখা উচিত নয় ( not compatible ) ? এই মাছের সঙ্গে যে সমস্ত মাছ গুলি রাখা উচিত নয় সেই মাছ গুলি হোল ১) গোল্ড ফিশ , ২) এঞ্জেল , ৩) কার্প ,৪) অস্কার ,৫) প্যারট ,৬) বড় সার্ক ,৭) সিভোরাম ,৮) যে কোন আফ্রিকান সিক লিড ,ইত্যাদি।


হোয়াইট মলি মাছের মেজাজ মর্জি কেমন হয় ( temperament ) ? এই মাছ মিলে মিশে থাকে, তবে শুধু ১টি মাত্র ছেলে মাছ রাখবেন না। ১টি মাত্র ছেলে মাছ রাখলে সেটি খুব আক্রমণাত্মক হএ ওঠে ।


হোয়াইট মলি মাছের খাদ্য কি / কি ধরনের খাবার পছন্দ করে ( foods and feeding ) ? এই মাছ কে আপনি যে কোন ধরনের খাবার দিতে পারেন । জ্যান্ত খাবারের মধ্যে কেঁচো , মশার লার্ভা , ব্লাড ওয়ার্ম ইত্যাদি ।এছারা যে কোন শুখনো খাবার , দানাখাবার, প্যালেট খাবার , ফ্লেক খাবার ,ফ্রিজ ড্রাই খাবার ইত্যাদি।


হোয়াইট মলি মাছ কেমন হয় ( health ) ? এই মাছ খুব শক্ত ধাঁচের , সহজে মরে না । এই মাছের রোগ হয় খুব কম ,জল খুব খারাপ না হলে অসুখ করে না , শুধু জলে অক্সিজেন এর পরিমান ঠিক রাখলেই এই মাছ বহু দিন বাঁচবে ।


হোয়াইট মলি মাছ রাখার জন্য কত তাপমাত্রা প্রয়োজন হয় ( temperature ) ? এই মাছ খুব কষ্ট সহিষ্ণু , খুব ঠাণ্ডা জলেও এই মাছ ভালো ভাবে বেঁচে থাকতে পারে । ২০ থেকে ৩০/৩২ ডিগ্রী সেন্টী গ্রেড তাপমাত্রায় এই মাছ ভালো থাকে ।


হোয়াইট মলি মাছ রাখার জন্য কত পি এইচ ( ph ) দরকার ? এই মাছ একটু অ্যালকালি জলে বেশি ভালো থাকে । এই মাছের জন্য ৭ থেকে ৮ পি এইচ মাত্রার জল বেসি ভালো ।


হোয়াইট মলি মাছের জন্য কি ধরনের জল দরকার হয় ( water condition ) ?  এই মাছ একটু হার্ড জল পছন্দ করে । এই মাছ ১৫০থেকে ২৫০ মিলি গ্রাম প্রতি লিটার হার্ডনেস এর জলে ভালো থাকে ।


হোয়াইট মলি মাছ রাখার জন্য কত বড় ট্যাঙ্ক দরকার হয় ( tank size ) ? এই মাছ ছোট অবস্থায় ৩ লিটার জল ধরে এমন জায়গায়ও রাখা যায় .৩০ লিটার এবং এর বেশি বড় অ্যাকুরিয়ামে আপনি স্বছন্দে এই মাছ রাখতে পারবেন ।


হোয়াইট মলি মাছ রাখার জন্য অ্যাকুরিয়ামের নিচে কি  ধরনের পাথর ব্যাবহার করা ভালো ( substrate ) ? এই মাছের জন্য আপনি আপনার অ্যাকুরিয়ামে যে কোন ধরনের পাথর বা বালি ব্যাবহার করতে পারেন । তবে কালার পাথর ব্যাবহার না করাই ভালো


হোয়াইট মলি মাছ ভালো রাখার জন্য জল পাল্টাবার পদ্ধতি কি ( water change ) ?  এই মাছ ভালো ভাবে রাখার জন্য প্রতি সপ্তাহে  ২৫ ভাগ জল বদল করুন । এতে মাছের শরীর সাস্থ ভালো থাকবে ইবং রোগ ও কম হবে ।


হোয়াইট মলি মাছ রাখার জন্য কি ধর নের আলো লাগানো ভালো ( lightning ) ? এই মাছের জন্য আপনি যে কোন ভালো আলো ব্যাবহার করতে পারেন । দিনেরর বেলা একটু উজ্জল আলো এবং সন্ধে বেলা বা রাত্রি বেলা একটু ম্রিদু আলো এই মাছ দেখতে খুব সুন্দর লাগে । সি এফ এল , এল ই ডি ,টীউব লাইট বা অ্যাকুরিয়ামের দোকান থেকে ভালো লাইট এনে লাগাতে পারেন ।


হোয়াইট মলি মাছ ভালো রাখার জন্য কি ধরনের ফিল্টার ব্যাবহার করা ভালো ( filtration ) ?  এই মাছের জন্য আপনি যে কোন ভালো ১ টি বা ২টী ফিল্টার ব্যাবহার করতে পারেন । আন্ডার গ্রাভেল ফিল্টার , স্পঞ্জ ফিল্টার , কর্নার ফিল্টার ,পাওয়ার ফিল্টার , হ্যাং অন ফিল্টার , ওভার হেড ফিল্টার  খুব ই ভালো ।


হোয়াইট মলি মাছের অ্যাকুরিয়াম এ জলের স্রোত কি প্রয়োজন হয় ( water movement ) ?  হ্যাঁ ,এই মাছ জলের হাল্কা স্রোত ভালোবাসে। না হলেও কোন অসুবিধা নেই। 





হোয়াইট মলি মাছের কি ধরনের রোগ বেশি হয় এবং তার প্রতিকার কি ( disease and treatment ) ? এই মাছের যে সমস্ত রোগ গুলি বেসি হয় সেগুলি হোল ১) হোয়াইট স্পট , ২) ফাঙ্গাস ,৩ সিমি বা কাঁপা রোগ ।


১) হোয়াইট স্পট ঃ এই রোগ হলে মাছের গায়ে সাদা সাদা ছোট ছোট বিন্দু র মত দাগ দেখতে  পাওয়া যায় । মাছ প্রথম দিকে গা চুলকাতে থাকে , ১দিন পর থেকে ঝিমিয়ে পড়ে , কিছু খেতে চায় না , সময় মত চিকিৎসা না করলে ২/৩ দিনের ভিতর মাছ মারা যায় ।

প্রতিকার ঃ এই রোগ সাধারনত হটাত ঠাণ্ডা লাগার কারনেহয় , এই রোগের উপসর্গ দেখতে পেলে প্রথমে জলের তাপমাত্রা ৩০/৩১ ডিগ্রি সেন্টি গ্রেড এ নিয়ে আসুন । জলে অক্সিজেন এর পরিমান নিওন্ত্রন করুন। জলে ভালো কোম্পানির অ্যান্টি হোয়াইট স্পট মেডিসিন পরিমান মত ব্যাবহার করুন । এই ওষুধ অন্তত ১৫ দিন পর্যন্ত ব্যাবহার করবেন।



২) ফাঙ্গাস ঃ এই রোগ হলে মাছের গায়ে সাদা একটি প্রলেপের মত পরে ।অনেক সময় মাছের চোখ পর্যন্ত সাদা হয়ে যায় । এই রোগ খুব সংক্রামক , একটি মাছের হলে সব মাছের ই হয় । এই রোগের উপসর্গ দেখতে পাওয়া মাত্র চিকিৎসা সুরু করবেন।নাহলে মাছের মৃত্যু ঠেকাতে পারবেন না

 ।
প্রতিকারঃ – প্রথমেই অ্যাকুরিয়ামের ৫০ শতাংশ জল পরিবর্তন করুন । জলের তাপমাত্রা ৩০/৩১ ডিগ্রি সেন্টি গ্রেড এ নিয়ে আসুন । জলে মেরিন সল্ট ৫ গ্রাম প্রতি ১০ লিটার জলের অনুপাতে ব্যাবহার করুন । এরসাথে ভাল কোম্পানির অ্যাটি ফাঙ্গাস মেডিসিন পরিমান মত ব্যাবহার করুন ।




 ৩) সিমি বা কাঁপা রোগ ঃ এই রোগ হলে মাছ কাঁপতে থাকে লেজ মুড়ে একটু সরু মত হয়ে যায়। অনেক সময় গায়ে সাদা মতন একটা পরত পরে । খাওয়া বন্ধ করে দেয়।বেসির ভাগ সময় এক জায়গায় স্থির হয়ে থাকে.২/৩দিন পরে মারা যায় ।

প্রতিকার ঃ এই রোগ সাধারনত ঠাণ্ডা লেগে হয় । এই রোগের উপসর্গ দেখতে পেলে ,প্রথমে ১০ ভাগ জল পালটে দিন ,তার পর জলের তাপমাত্রা ৩০/৩১ ডিগ্রি সেন্টিগ্রেড এ নিয়ে আসুন ,জলে অক্সিজেন এর পরি মান নিয়ন্ত্রণ করুন । অ্যান্টি ফাঙ্গাস ওষুধ পরিমান মত ব্যাবহার করুন। ওষুধ অন্তত ৭/৮ দিন ব্যাবহার করুন ।





হোয়াইট মলি মাছের ছেলে মেয়ে চেনার পদ্ধতি কি (Identification mark between male and female ) ? এই জাতের মাছের ছেলে মেয়ে চেনার পদ্ধতি খুব ই সহজ । এইজাতের ছেলে মাছের অ্যানাল ফিন  এর অগ্রভাগ সরু  হয় । আর মেয়ে মাছের অ্যানাল ফিন গোল হয় , অনেকটা হাত পাখার মত । একটু ভালো করে লক্ষ করলেই বুঝতে পারবেন ।



হোয়াইট মলি মাছের বাচ্চা তলার পদ্ধতি কি ( breeding ) ?  এই মাছের বাচ্চা তোলা খুব ই সহজ । এই মাছেরা ডীম পারে না , সরা সরি বাচ্চা পারে । এই মাছের মেয়ে মাছের চেহারা ছেলে মাছের থেকে এমনিতেই একটু মোটা  মতন হয় । যখন এই মেয়ে মাছের পেট অনেকটা ফুলে উঠবে ,তখন ওই মাছটিকে আলাদা করে অন্য একটি পাত্রে যেখানে অন্তত ৩/৪ লিটার জল ধরে ,এমন একটি জায়গায় তুলে নেবেন । ২/৩ দিনের ভিতরে বাচ্চা পেড়ে দেবে । মেয়ে মাছের সাইজের উপর বাচ্চা কত গুলো হবে তা নির্ভর করে । মাছটি বাচ্চা পারা হয়ে গেলে বড় মাছটিকে আলাদা করে দেবেন । ওই বাচ্চা দের আপনি ছোট সাইজের ডাফনিয়া খেতে দেবেন । ডাফনিয়া না পেলে জ্যান্ত কেঁচো দিতে পারেন ।তাও না পেলে মাছের দানা খাবার ১/২টি গুড়ো করেও দিতে পারেন । বর্তমানে এই ধরনের মাছের বাচ্চা তোলার জন্য ব্রিডিং বাস্কেট বা ব্রীডিং নেট পাওয়া যায় । এই নেট এর ভিতরে পেট মোটা মাছ এক সঙ্গে অনেক গুলি রাখা যায় । মাছে বাচ্চা পারলেই নেট ফাঁক দিয়ে বাচ্চা বাইরে বেরিয়ে যাবে ।



কিছু জরুরি পরামর্শ
১) অতিরিক্ত খাবার দেবেন না ।

২) অক্সিজেনের পরিমান ঠিক রাখবেন । 

 ৩) জ্যান্ত গাছ লাগাবেন ।

৪) ছেলে মাছের থেকে মেয়ে মাছের সংখ্যা অবশ্যই বেশি রাখবেন ।

৫) অ্যাকুরিয়ামের অ্যাল্গা পুরো 

Comments

Popular posts from this blog

গাপ্পি মাছ ( guppy fish )

অ্যাকুরিয়ামের মাছের অসুখ ( aquarium fish diseases)

মাছ কি খেতে ভালো বাসে / অ্যাকুরিয়ামের মাছ কি ধরনের খাবার সব থেকে পছন্দ করে ( aquarium fish food ) ?