সহজে গোল্ড ফিশ মাছের বাচ্চা করার উপায় ( gold fish breeding )

আমরা অ্যাকুরিয়ামে যে সমস্ত মাছ পুষে থাকি তার মধ্যে গোল্ড ফিশ অন্যতম । অ্যাকুরিয়ামে গোল্ড ফিশ বেশ কিছু বছর বেঁচে থাকে , এই সময়কালে মেয়ে গোল্ড ফিশের পেটে ডিম আসে অনেকবার । মেয়ে গোল্ড ফিশ অনেক সময় ডিম ছাড়তে না পেরে  মারাও যায় । কয়েকটি পদ্ধতি মেনে অ্যাকুরিয়ামের মধ্যে গোল্ড ফিশের ডিম পাড়ানো সম্ভব এবং বাচ্চা ফোটানোও সম্ভব ।  যারা ব্যাবসায়িক ভিত্তিতে গোল্ড ফিশ মাছ চাষ করতে চান তারাও খুব ভালো ভাবে এই মাছের ডিম ফুটিয়ে মাছের বাচ্চা করে , সেইবাচ্চা বড় করে সহজেই লাভের মুখ দেখতে পারেন । যারা শখ করে গোল্ড ফিশের বাচ্চা ফোটাতে চান তারাও এই পদ্ধতিতে এই মাছের বাচ্চা করে খুব আনন্দ পেতে পারেন । 


           গোল্ড ফিশ মাছের ডিম ফোটাবার জন্য তিনটি পদ্ধতি আছে । ১ম টি হল ইঞ্জেক্সান ব্রিডিং , এই পদ্ধতিতে   গোল্ড ফিশের ডিম পাড়াবার জন্য ছেলে মাছ টিকে মেল হরমোন এবং মেয়ে মাছ টিকে ফিমেল হরমোন পরিমান মতন ইঞ্জেক্সান করতে হয় । ২য় পদ্ধতি হল হান্ড ব্রিডিং , এই পদ্ধতিতে হাত দিয়ে চেপে চেপে মেয়ে গোল্ড ফিশ মাছের ডিম বের করতে হয় এবং হাত দিয়ে চেপে চেপে ছেলে গোল্ড ফিশের শুক্রাণু বের করতে হয় । গোল্ড ফিশ মাছের ডিম পাড়াবার জন্য  এই দুই পদ্ধতিই বেশ কষ্ট সাধ্য এবং সমস্যা বহূল ।

 

 আজ আমি আলোচনা করব সব থেকে সহজ ৩য় পদ্ধতি নিয়ে । এই পদ্ধতিতে গোল্ড ফিশ মাছের ডিম পাড়ানো খুব সহজ । এই পদ্ধতিতে যে কেউ গোল্ড ফিশ মাছের ডিম পাড়াতে পারবেন ।




            আপনারা দেখেছেন অ্যাকুরিয়ামে  মেয়ে গোল্ড ফিশ  মাছের পেটে সারা বছর ডিম থাকে , তবে মেয়ে মাছের বয়স  কম পক্ষে ৬ মাস হতে হবে । আমার মতে গোল্ড ফিশ মাছের ডিম পাড়াতে হলে গোল্ড ফিশ মাছের বয়স ১ বছর বা তার বেশি হলে সেই মাছের ডিম পাড়ানো হলে ডিম ফোটার পরিমান অনেকটাই বেশি হয় এবং মাছের বাচ্চা গুলি অনেক সুস্থ সবল হয় , এবং বাচ্চার বৃদ্ধি অনেক ভালো হয় । মাছের ডিম পাড়াতে হলে আরো একটি দিকে খেয়াল রাখবেন যেটা হল মাছের জাত , গোল্ড ফিশ নানান জাতের পাওয়া যায় যেমন রেড গোল্ড , সুভাঙ্কিং , ব্ল্যাক গোল্ড , বাবল আই , ইত্যাদি আরো অনেক প্রজাতির গোল্ড ফিশ মাছ পাওয়া যায় বা আপনারা অ্যাকুরিয়ামে রেখে থাকেন । এই সব জাতের গোল্ড ফিশ মাছ ই একে অপরের সাথে ব্রীড করতে সক্ষম , কিন্তু কখনই এই ভাবে গোল্ড ফিশ মাছের ডিম পাড়াবেন না , কারন এই ভাবে একজাতের গোল্ড ফিশের সঙ্গে অন্য প্রজাতির গোল্ড ফিশের ব্রীড করানো হলে মাছের বাচ্চা ভালো হবে না মাছের রঙ বা লেজ সব কিছুই খারাপ হতে পারে । যখন ডিম পাড়াবেন এক জাতের গোল্ড ফিশের মধ্যেই পাড়াবেন ।




         দেখে নিন গোল্ড ফিশ মাছের ডিম পাড়াবার জন্য কি কি করতে হবে ।


    ১) এই মাছের ডিম পাড়াবার জন্য কমপক্ষে ৫০ থেকে ৬০ লিটার জল ধরে এমন একটি অ্যাকুরিয়ামে আপনি গোল্ড ফিশ মাছের ডিম পাড়াতে পারবেন , তবে এই মাপের অ্যাকুরিয়ামে এক সঙ্গে ৪ টি মাছ ৪ থেকে ৫ ইঞ্চি র বড় রাখতে পারবেন না । যদি এক সঙ্গে বেশি মাছের ডিম পাড়াতে হয় তবে সেই অনুপাতে বড় জায়গা লাগবে । 


২) যেখানে ডিম পাড়াবেন সেখানে জল ভরে ২ থেকে ৩ দিন পুরানো করুন ।



৩) ডিম পাড়াবার যায়গায় বেশ কিছুটা অ্যানাকারিস জাতীয় গাছ দিন । মাছে ওই গাছের গায়ে ডিম পাড়বে । যদি জ্যান্ত গাছ না পান তাহলে নাইলনের সরু সরু দড়ি এক সঙ্গে বেঁধে জলে ভাসিয়ে দিন , দড়ির গায়ে ডিম পাড়বে ।


   ৪)   ১ টি মেয়ে গোল্ড ফিশের সঙ্গে অন্তত ২ টি ছেলে গোল্ড ফিশ মাছ দিতে হবে । যদি বেশি মাছ থাকে তাহলেও মেয়ে মাছে তুলনায় ছেলে মাছের সংখ্যা বেশি রাখবেন ।


৫) জল পুরনো করা হয়ে গেলে , সন্ধ্যা বেলায় মাছ গুলি ওই জলে ছেড়ে দিন । কোন রকম খাবার দেবেন না । সাধারনত  খুব ভোর বেলা থেকে  একটু সকাল বেলা পর্যন্ত  এই মাছ ডিম পাড়ে । এই মাছের ডিম পাড়া আপনি সহজেই বুঝতে পারবেন , একটু লক্ষ করলেই দেখবেন মেয়ে মাছের পিছন পিছন ছেলে মাছ গুলি তাড়া করে গাছের গায়ে বা দড়ির গায়ে নিয়ে গিয়ে ডিম পাড়াচ্ছে । যদি ঘুম ভাঙতে আপনার দেরী হয়ে যায় তাহলে অ্যাকুরিয়ামে দেওয়া গাছ গুলি বা দড়ি গুলি তুলে দেখ বেন  ওই গুলির গায়ে সাবু দানার মত ডিম লেগে আছে কিনা । যদি থাকে তাহলে সত্তর অ্যাকুরিয়াম থেকে বড় গোল্ড ফিশ গুলি তুলে ফেলুন , মাছ তুলতে আপনার যত দেরি হবে তত মাছ গুলি নিজেদের পাড়া ডিম গুলি খেয়ে নিতে থাকবে । বড় মাছ গুলি তুলে নিয়ে ওই অ্যাকুরিয়ামে একটু ডিপ করে মেথিলিন ব্লু দিন , এবং ওই জলে অ্যাকুরিয়াম পাম্পের সাহায্যে বুদ বুদ চালিয়ে দিন , যদি আগে থাকতে বুদ বুদ চালানো থাকে তাহলে আর নতুন করে আরো বেশী  চালাতে হবে না  । মনে রাখবেন অ্যাকুরিয়ামে কোন রকম ফিল্টার চালাবেন না , ফিল্টার চালালে মাছের ডিম গুলি ফিল্টারের ভিতরে ঢুকে নস্ট হয়ে যাবে । গোল্ড ফিশ মাছের ডিম সাধারনত ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে ফুটে যায় , মাছের ডিম ফোটার সময় নির্ভর করে জলের তাপমাত্রার উপরে । ডিম ফোটাবার জন্য জলে হিটার ব্যাবহার করবেন না । ডিম ফুটে গেলে দেখবেন বাচ্চা গুলি দেওয়ালের গায়ে বা  গাছের  গায়ে বসে থাকবে , ১ দিন বা ২ দিন পরে দেখবেন বাচ্চা গুলি জলের মধ্যে সাঁতরে বেড়াচ্ছে কিনা । যদি দেখেন বাচ্চা গুলি সাঁতরে বেড়াচ্ছে তাহলে বুঝবেন বাচ্চা গুলিকে খেতে দেবার সময় হয়েছে । এই বাচ্চা দের জন্য প্রথম দিকে খুব মিহি ডাফনিয়া খেতে দিতে হবে ১০ / ১২ দিন পরে  বাচ্চা একটু বড় হয়ে গেলে একটু বড় সাইজের ডাফনিয়া দেবেন । যদি দেখেন অ্যাকুরিমে বাচ্চার পরিমান অনেক বেশী হয়েছে তাহলে ৫ / ৬ দিন পরে বাচ্চা গুলি আরো বড় জায়গায় তুলে দিতে হবে না হলে চাপে বাচ্চা মরে যাবে ।

 

যারা গোল্ডফিশ মাছের বাচ্চা ব্যাবসায়িক ভিত্তিতে করতে চান, তারা নিম্ন বর্ণিত নিয়মগুলি মেনে চলুন,বেশি লাভ পাবেন।
1) 15 দি গ্যাপ দিয়ে মাছের ব্রিডিং করবেন।
2) মেয়ে মাছের থেকে ছেলে মাছের সংখ্যা বেশি রাখবেন।
3) একই জাতের মাছের ব্রিডিং করবেন।এক জাতের মাছের সঙ্গে অন্য জাতের মাছ এর ব্রিডিং করবেন না। যেমন রেড ক্যাপ গোল্ড ফিশের সঙ্গে রেড গোল্ড ফিশ বা ব্ল্যাক গোল্ড ফিশ বা লায়ন হেড গোল্ড ফিশ বা অন্য কোন জাতের মাছ এর ব্রিডিং করবেন না ।এতে করে মাছের বাচ্চা ভালো হয় না , মাছের রং,লেজ, পাখনা,বডি শেপ নষ্ট হয়ে যায়।
4) গোল্ড ফিশ মাছের ডিম যদিও আঠালো, তবু বেশ কিছু পরিমাণ ডিম ( 40 থেকে 60 শতাংশ পর্যন্ত হতে পারে) আপনি যে ট্যাংকে ব্রিডিং করবেন , সেই ট্যাংকের তলায় পড়ে থাকে।তাই আমার অভিজ্ঞতায় বলে যে ট্যাংকে আপনি মাছের ব্রিডিং করবেন , মাছের ডিম পাড়ার পর্ব শেষ হবার পর ওই ট্যাংক থেকে ব্রুডার মাছগুলি তুলে নিয়ে ওই ট্যাংক এই মাছের ডিম ফোটান। এতে করে আপনি পুরো ডিমের বাচ্চাটাই পাবেন।
5) ডিম ফোটানোর জন্য air pump ব্যাবহার করুন।
6) ডিম পাড়া হয়ে যাবার পর ব্রুডার মাছ তুলে নেবার পরে জলে অল্প করে মেথিলিন ব্লু ব্যাবহার করুন ডিম এর ফাঙ্গাস কম হবে।

 


   

Comments

  1. thanks for the information😍

    ReplyDelete
  2. আপনাকে কোটি কোটি ধন্যবাদ।গোল্ড ফিশের মেইল ফিমেই কিভাবে চেনা যায়?

    ReplyDelete
  3. Kivabe janbo je ora dim dewar porjay?

    ReplyDelete
  4. Koto din pore gold frish bassa dei

    ReplyDelete
  5. male gold fish and female gold fish jodi alada alada aquarium rakha hoy tahole ki femal er pet e egg asbe???

    ReplyDelete
  6. দয়া করে জানাবেন oranda gold fish আনুমানিক প্রতি বারে কতগুলো করে ডিম দেয়,,help me please

    ReplyDelete
  7. Amr fish gula dim diye e sob nijera kheye feel☹️

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

গাপ্পি মাছ ( guppy fish )

অ্যাকুরিয়ামের মাছের অসুখ ( aquarium fish diseases)

মাছ কি খেতে ভালো বাসে / অ্যাকুরিয়ামের মাছ কি ধরনের খাবার সব থেকে পছন্দ করে ( aquarium fish food ) ?