সিজরস টেল রাসবোরা ( scissors tailed rasbora )

রাস বোরা জাতের মাছেদের মধ্যে সিজরস টেল রাসবোরা একটি অন্যতম নাম । এই মাছের লেজের উপরে আড়া আড়ি ভাবে দুটি কালো  রঙের দাগ  এমন ভাবে হয়ে থাকে , যাতে এই মাছের লেজ টি একনজরে দেখতে খোলা মুখ  কাঁচির মতই লাগে । তাই এই মাছের নাম সিজরস টেল । 


সাইন্টিফিক নেম ঃ   

    রাসবোরা  ট্রাইলিনিয়েটা ( rasbora trilineata ) ।

প্রাপ্তি স্থান  ( origins ) ঃ 

        এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব অংশে এই মাছ পাওয়া যায় । মালয়েশিয়া , জাভা , সুমাত্রা , বর্নিয়ো দ্বীপ রাষ্ট্রের বেশ কিছু যায়গায় এই মাছ ভালোরকম পাওয়া যায় ।


কতদিন বাঁচে ( life span ) ঃ 

     এই মাছ ভালো ভাবে রাখলে ২ থেকে ৩ বছর পর্যন্ত বেঁচে থাকে । এই মাছ রাখতে হলে অ্যাকুরিয়ামে জ্যান্ত গাছ আবশ্যিক ।


কত বড় হয় ( size ) ঃ 

  এই মাছ ৫ থেকে ৬ ইঞ্চি পর্যন্ত লম্বা হয় । ছোট অ্যাকুরিয়ামে রাখলে এত বড় হবে না । 


সিজরস টেল রাসবোরা মাছের স্বভাব চরিত্র কেমন হয়  ( habit & nature )  ঃ 

   এই মাছ ঠাণ্ডা শান্ত স্বভাবের মাছ , অন্যান্য মাছেদের সঙ্গে মিলে মিশে থাকতে পারে । এই মাছ ঝাঁকে থাকতে পছন্দ করে ।


সিজরস টেল রাসবোরা মাছের সঙ্গে কি কি মাছ থাকে ( compatibility ) ঃ 

এই মাছ যে সমস্ত মাছের সঙ্গে ভালোভাবে রাখা যায় সেগুলি হল 
১) অন্যান্য জাতের রাসবোরা মাছ  , যেমন গ্লো লাইট রাস বোরা , হার্লি কুইন রাস বোরা , ব্রিলিয়ান্ট রাস বোরা , ক্লাউন  রাস বোরা , ইত্যাদি ।


২) ডেনিয়ো জাতের মাছ , যেমন জেব্রা ডেনিয়ো , লেপার্ড ডেনিয়ো , পার্ল ডেনিয়ো , গ্রেট ডেনিয়ো , বেঙ্গল ডেনিয়ো , ইত্যাদি ।

৩) বার্ব জাতের মাছ , যেমন রোসি বার্ব , টাইগার বার্ব , রুবি বার্ব , ফাইভ ব্যান্ড বার্ব , টিন ফয়েল বার্ব , গোল্ডেন বার্ব , ক্লাউন বার্ব , চেরি বার্ব , সুমার্টি বার্ব ইত্যাদি ।

৪) সার্ক জাতের মাছ যেমন , রেড টেল সার্ক , রেড ফিনড সার্ক , অ্যালবিনো রেড ফিনড সার্ক , বালা সার্ক , ইত্যাদি ।

৫ ) টেট্রা জাতের মাছ যেমন উইডো টেট্রা , বুয়েনার্স টেট্রা , সারপে টেট্রা , রেড আই টেট্রা ইত্যাদি ।

৬) ক্যাট ফিশ ।

৭) গোরামি জাতের মাছ , যেমন ব্লু গোরামি , থ্রী স্পট গোরামি , কিসিং গোরামি , পার্ল গোরামি ইত্যাদি ।


সিজরস টেল মাছের সঙ্গে কি কি মাছ রাখা উচিত নয় ( not compatible ) ঃ 

এই মাছের সঙ্গে যে সমস্ত মাছ গুলি রাখা যায় না , সেগুলি হল 
১) অস্কার জাতের মাছ , যেমন টাইগার অস্কার , অ্যালবিনো অস্কার , ম্যাঙ্গো অস্কার , রেড চিলি অস্কার ইত্যাদি  । 

২)  সিভোরাম ।

৩) প্যারট ।

৪) যে কোন আফ্রিকান সিকলিড , যেমন টেক্সাস সিকলিড , নিওন আকারা , ব্লু আকারা , লুপিংগো লেবিডো ক্রোমিস , এডুয়ারস বুনা , জুয়েল সিক্ লিড , সাউথ আফ্রিকান মাউথ ব্রুডার , গোল্ডেন ফুস কয়েড , মালায়লি ব্লু ডলফিন , ইত্যাদি ।



সিজরস টেল মাছের মেজাজ কেমন ( temperament ) ঃ 

 এই মাছ শান্ত মেজাজের মাছ , এই মাছের সঙ্গে যে সমস্ত মাছ রাখা হয় , তাদের সঙ্গে মারা মারি করে না । 


সিজরস টেল মাছ কি খায় (  diet ) ঃ 

এই মাছেদের আপনি প্যালেট ফুড , ফ্লেক ফুড , এবং যে কোন জ্যান্ত খাবার  দিতে পারেন । 


সিজরস টেল মাছেরদের জন্য কত তাপ মাত্রা প্রয়োজন হয় (  temperature ) ঃ 

এই মাছেদের জন্য ভালো তাপমাত্রা হল ২৩ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ২৬ ডিগ্রি সেন্টিগ্রেড । 



সিজরস টেল মাছের জন্য জলের পি এইচ কত দরকার হয় ( P H ) ?

এই মাছের জন্য ৬ থেকে ৬.৫ পি এইচ এর জল ভালো ।


সিজরস টেল মাছের জন্য জলের হার্ড নেস কত রাখা ভালো ( water condition ) ? 

এই মাছে সফট জলে ভালো থাকে , তাই এই মাছের জন্য জলের হার্ড নেস ৫০ মিলি গ্রাম / লিটার রাখা সব থেকে ভালো । 


সিজরস টেল মাছের অ্যাকুরিয়ামের জল পাল্টাবার নিয়ম কি  ( water change ) ? 

এই মাছের জন্য প্রতি সপ্তাহে ১০ থেকে ২০ ভাগ জল বদল করা ভালো । 



সিজরস টেল মাছের জন্য কত বড় অ্যাকুরিয়াম এর প্রয়োজন হয় ( tank size ) ? 


এই মাছ যেহেতু ৬ ইঞ্চি পর্যন্ত বড় হতে পারে তাই এই মাছের জন্য একটু বড় অ্যাকুরিয়াম ভালো ।



সিজরস টেল মাছের জন্য কি ধরনের আলো ব্যাবহার করা ভালো (  lightning  ) ? 

 এই মাছের জন্য সাদা  , হালকা নীল , গোলাপি  রঙের আলো লাগানো ভালো । এখন অ্যাকুরিয়ামের দোকান গুলিতে ভালো কোম্পানির আলো কিনতে পাওয়া যায় , ঐ সমস্ত আলো গুলি মাছের রঙ বাড়াতে সাহায্য করে । 



সিজরস টেল মাছের জন্য কোন ধরনের ফিল্টার ব্যাবহার করা ভালো ( filtration ) ? 

এই মাছের জন্য আপনি যে কোন ধরনের ফিল্টার ব্যাবহার করতে পারেন , যেমন আন্ডার গ্র্যাভেল ফিল্টার , কর্নার ফিল্টার , পাওয়ার ফিল্টার , ওভার হেড ফিল্টার ইত্যাদি ।



সিজরস টেল মাছের জন্য জলের স্রোতের কি প্রয়োজন হয় ( water movement ) ? 

হ্যাঁ , এই মাছের জন্য জলের স্রোত রাখা ভালো , কারন এই মাছ ঝাঁকে ঘোরে তাই জলের স্রোত থাকলে এই মাছ খুব আনন্দে থাকে ।


সিজরস টেল মাছ রাখার জন্য অ্যাকুরিয়ামে কি ধরনের সাবস্ট্রেট দেওয়া ভালো (  substrate ) ? 

এই মাছের জন্য লাল বালি চেলে যে ছোট সাইজের পাথর পাওয়া যায় সেই পাথর সব থেকে ভালো ।



সিজরস টেল মাছের ছেলে মেয়ে চেনার উপায় কি ( identification mark between male & female ) 

ছোট অবস্থায় এই মাছের ছেলে মেয়ে চেনা খুব শক্ত , তবে একসঙ্গে ৩ /৪ টি মাছ কিনলে তার মধ্যে মেল ফিমেল অবশ্যই থাকবে । এই মাছ অন্তত ৩ ইঞ্চি বড় হলে চেহারার গড়ন দেখে ছেলে এবং মেয়ে মাছ শনাক্ত করা যেতে পারে । মেয়ে মাছের চেহারা ছেলে মাছের তুলনায় একটু মোটা হয় ।

Comments

  1. Lekhar sathe Jodi macher chobio den tahole khub valo hoi

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

গাপ্পি মাছ ( guppy fish )

অ্যাকুরিয়ামের মাছের অসুখ ( aquarium fish diseases)

মাছ কি খেতে ভালো বাসে / অ্যাকুরিয়ামের মাছ কি ধরনের খাবার সব থেকে পছন্দ করে ( aquarium fish food ) ?