অস্কার মাছ ( oscar ) astronotus ocellatus .

অস্কার মাছের প্রাপ্তিস্থান ( origins ) ঃ  

দক্ষিণ আমেরিকার আমাজন নদী , প্যারাগুয়ের নদী গুলিতে এবং গুয়েনার নদি অঞ্চলে এই মাছ দেখতে পাওয়া যায় । 


অস্কার মাছ কত দিন বাঁচে ( lifespan ) ? 

            অস্কার মাছ সাধারনত ৬ থেকে ৮ বৎসর পর্যন্ত বাঁচে , তবে ভালো ভাবে রাখলে অর্থাৎ এই মাছের উপযুক্ত পরিমান জায়গা এবং ভালো ফিল্টার ব্যাবহার করা হলে , এই মাছ কে আমি ১২ বৎসর পর্যন্ত বেঁচে থাকতে দেখেছি । 


অস্কার মাছ কত ধরনের হয় ? অস্কার কত রকমের পাওয়া যায় ? ( species ) 

         বর্তমানে হাইব্রিডাইজেসান পদ্ধতির মাধ্যমে বেশ কয়েকটি নতুন নতুন রঙের অস্কার মাছের সৃষ্টি হয়েছে ।

         ১) ব্ল্যাক অস্কার , ২) অ্যালবিনো অস্কার ( চোখ লাল সাদা অস্কার ) , ৩) ব্ল্যাক টাইগার অস্কার , ৪) রেড টাইগার অস্কার , ৫) কপার অস্কার ,৬) ম্যাংগো অস্কার , ৭) ফায়ার রেড অস্কার , ৮) রেড চিলি অস্কার , ৯) ভেইল টেল অস্কার  ইত্যাদি ।

অস্কার মাছের সাইজ কত বড় হয়  ( size )  ? 

                 এই মাছ ১৫ থেকে ১৬ ইঞ্চি পর্যন্ত বড় হয়ে থাকে । 


অস্কার মাছের স্বভাব চরিত্র কেমন হয় ? অস্কার মাছের প্রকৃতি কেমন হয় ? ( habit & nature ) । 

অস্কার মাছ হিংস্র এবং আক্রমণাত্মক মেজাজের মাছ । এই মাছ আকারে বড় হয় , এই মাছের সঙ্গে ছোট কোন মাছ ছাড়লে সঙ্গে সঙ্গে গিলে খেয়ে নেবে , না হলে কামড়ে মেরে ফেলবে ।অ্যাকুরিয়ামে এই মাছ রাখতে হলে এক সঙ্গে অনেকগুলি অস্কার মাছ ছাড়তে হবে , তাহলে আপনি আপনার অ্যাকুরিয়ামে অনেকগুলি বিভিন্ন রঙের অস্কার মাছ রাখতে পারবেন । 


অস্কার মাছের সঙ্গে কি কি মাছ রাখা যায় ? অস্কার মাছ কোন ধরনের মাছের সঙ্গে রাখা যায় ? ( compatibility ) 

অস্কার মাছের সঙ্গে যে সমস্ত মাছ গুলি রাখা যায় , সেগুলি হল , ১) সিভোরাম , ২) প্যারট , ৩) গোরামি ,  ৪) বড় জাতের ক্যাট ফিশ যেমন রেডটেল ক্যাট ফিশ , লেপার্ড ক্যাট ফিশ , আপ সাইট ডাউন ক্যাট ফিশ ইত্যাদি , ৫) পিরানাহা , ৬) ফায়ার মাউথ সিকলিড প্রভৃতি । মনে রাখবেন উপরে যে সমস্ত মাছ গুলির নাম উল্লেখ করা হয়েছে  সেই সমস্ত মাছ গুলির সাইজ কিন্তু আপনার অস্কার মাছের সাইজের সঙ্গে মানানসই হতে হবে ,না হলে কিন্তু রাখতে পারবেন না । 


অস্কার মাছের সঙ্গে কি কি মাছ রাখা যায় না ? অস্কার মাছের সঙ্গে কোন ধরনের মাছ রাখা যায় না ? ( not compatible ) ।

অস্কার মাছের সঙ্গে যে সমস্ত মাছ গুলি রাখা যাবে না , সেগুলি হল ১) মলি , ২ ) গাপ্পি , ৩) গোল্ড ফিশ , ৪) প্লাটি , ৫) টেট্রা জাতের মাছ , ৬) সার্ক জাতের মাছ , ৭) এঞ্জেল , ৮) ফেদার ফিন , ৯) কার্প জাতের মাছ , ১০) বার্ব জাতের মাছ ১১ ) ছোট জাতের ক্যাট ফিশ , ১২) রেইনবো জাতের মাছ , ১৩ ) ছোট জাতের সিকলিড , ১৪ ) ডিসকাস ইত্যাদি । 


অস্কার মাছের খাদ্য কি ? অস্কার মাছের প্রিয় খাদ্য কি ? ( foods & feeding )।

এই মাছ সাধারনত জ্যান্ত খাবার খেতে সব থেকে বেশি পছন্দ করে , যেমন ছোট ছোট জ্যান্ত মাছ , কেঁচো , আরশোলা , প্রভৃতি । এছাড়া এই মাছের খাদ্য হিসাবে আপনি দিতে পারেন কাঁচা মাংসের ছোট টুকরো বা মেটের টুকরো দিতেপারেন । মেটে বা মাংসের টুকরো সিদ্ধ করেও দিতে পারেন । তবে অস্কার মাছের গায়ের রঙ , বিশেষ করে হাইব্রিড জাতের অস্কার পুষলে ওদের গায়ের রঙ উজ্জ্বল রাখার জন্য এখন বিভিন্ন কোম্পানির তৈরি করা ভালো ভালো ড্রাই ফুড অ্যাকুরিয়ামের দোকান গুলিতে কিন তে পাওয়া যায় । এই সব ড্রাই ফুড গুলি এই মাছের সাস্থ এবং গায়ের রঙ বৃদ্ধি করার  জন্য খুব ভালো কাজ দেয় ।

অস্কার মাছ রাখার জন্য জলের তাপমাত্রা কত রাখা দরকার হয় ? অস্কার মাছ কত তাপমাত্রায় ভালো থাকে ? (  temperature ) ।

অস্কার মাছের জন্য ২৬ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ৩২ ডিগ্রি সেন্টি গ্রেড তাপমাত্রায় ভালো থাকে । 


অস্কার মাছ রাখার জন্য অ্যাকুরিয়ামের জলের পি এইচ  ( ph ) কত রাখা দরকার ? অস্কার মাছ কত পি এইচ এর জলে ভালো থাকে ? 

অস্কার মাছ ৫.৫ থেকে ৭.৫ পি এইচ এর জলে ভালো ভাবে থাকতে পারে । 


অস্কার মাছের জন্য কি ধরনের জল প্রয়োজন হয় ? কেমন জলে অস্কার মাছ  ভালো ভাবে থাকতে পারে ? ( water condition ) ।

অস্কার মাছ সফট ( soft ) জলে ভালো থাকে  । ৫০ মিলি গ্রাম / লিটার থেকে ১০০ মিলি গ্রাম / লিটার হার্ড নেসের জলে এই মাছ খুব ভালো থাকে । এই মাছ অ্যাকুরিয়ামে ভালো রাখতে হলে , অ্যাকুরিয়ামের জলে নিয়ম করে ব্ল্যাক ওয়াটার এক্সট্রাক্ট ( black water ) দিলে এই মাছ খুব ভালো থাকবে এবং রোগ কম হবে , গায়ের রঙ ভালো থাকবে । ব্ল্যাক ওয়াটার এক্সট্রাক্ট আপনি কোন ভালো কম্পানির অবশ্যই ব্যাবহার করবেন । এই ব্ল্যাক ওয়াটার আপনি কোন ভালো অ্যাকুরিয়ামের দোকানে কিনতে পেয়ে যাবেন ।


অস্কার মাছের অ্যাকুরিয়ামের জল পাল্টাবার পদ্ধতি কি ? ( water change ) ।

অস্কার মাছের অ্যাকুরিয়ামের জল প্রতি সপ্তাহে ২৫ % থেকে ৩০ % বদল করলে এই মাছ ভালো থাকে । খেয়াল রাখবেন যে জল দিয়ে আপনি অ্যাকুরিয়ামের জল বদল করবেন , সেই জলের তাপমাত্রা , জলের পি এইচ , এবং জলের হার্ড নেস যেন এক হয় ।


অস্কার মাছ রাখার জন্য কত বড় অ্যাকুরিয়ামের প্রয়োজন হয় ? ( tank size ) । 

এই মাছ যেহেতু আকারে অনেকটাই বড় হয় তাই এই মাছ ছোট অবস্থায় ১৮ ইঞ্চি X ১২ ইঞ্চি X ১২ ইঞ্চি  মাপের অ্যাকুরিয়ামে রাখা সম্ভব হলেও , যখন এই মাছ বড় হবে তখন এই মাছের জন্য পর্যাপ্ত সাইজের অ্যাকুরিয়ামের প্রয়োজন হবে । এই মাছ পোষার জন্য অ্যাকুরিয়ামের স্ট্যান্ডার্ড সাইজ হল ৩৬ ইঞ্চি X  ১৮ ইঞ্চি X ১৮ ইঞ্চি এবং এর থেকেও বড় অ্যাকুরিয়াম ।


অস্কার মাছের জন্য কি ধরনের আলো প্রয়োজন হয় ? ( lightning ) ঃ

এই মাছের জনয যে কোন ধরনের আলো ব্যাবহার করা যায় । বাল্ব , টিউব লাইট , সি এফ এল , এল ই ডি যে কোন আলো আপনি ব্যাবহার করতে পারেন । বর্তমানে মাছের রঙ উজ্জ্বল রাখার জন্য বিভিন্ন কম্পানি শুধু মাত্র অ্যাকুয়ারিমের জন্য উপযুক্ত আলো তৈরি করে । ঐ সমস্ত আলো গুলি অ্যাকুরিয়ামের জন্য খুবই উপকারী , এতে মাছ এবং অ্যাকুরিয়ামের জল উভয়ই ভালো থাকে ।


অস্কার মাছের জন্য কি ধরনের ফিল্টার প্রয়োজন হয় ? ( filtration ) ।

অস্কার মাছ রাখার জন্য যে সমস্ত ফিল্টার গুলি সব থেকে কার্যকর এবং উপযোগী সেগুলি হল কর্নার ফিল্টার , পাওয়ার ফিল্টার , ওভার হেড ফিল্টার , ক্যানেস্টার ফিল্টার ,  সাম্প ফিল্টার , এই ফিল্টার গুলি  এই মাছের জন্য উপযুক্ত ।  অন্যান্য ফিল্টার যেমন বায়ো স্পঞ্জ ফিল্টার ব্যবহার করলে অস্কার মাছ ঐ ফিল্টারের স্পঞ্জ চিবিয়ে খেয়ে নেবে । আন্ডার গ্র্যাভেল ফিল্টার ব্যাবহার করলে তুলে ফেলবে । তাই এই ফিল্টার গুলি ব্যাবহার না করাই ভালো ।



Comments

Post a Comment

Popular posts from this blog

গাপ্পি মাছ ( guppy fish )

অ্যাকুরিয়ামের মাছের অসুখ ( aquarium fish diseases)

মাছ কি খেতে ভালো বাসে / অ্যাকুরিয়ামের মাছ কি ধরনের খাবার সব থেকে পছন্দ করে ( aquarium fish food ) ?