সহজে মলি মাছের বাচ্চা কিভাবে করা যায় ( molly breeding ) ?

অ্যাকুরিয়ামের সব থেকে জনপ্রিয় মাছ হল মলি মাছ , এই মাছ নানান রঙের পাওয়া যায় । অ্যাকুরিয়ামে মাছ পোষার আনন্দটা একটু বেশি হয় যদি বাড়িতেই এই মাছের বাচ্চা করা যায় । এই মলি মাছের বাচ্চা করা সব থেকে সহজ কারন এই মাছএর ডিম পাড়ানোর সমস্যা নেই , কারন এই মাছ সরা সরি বাচ্চা পাড়ে । খুব সহজেই আপনি আপনার বাড়িতেই এই মাছের বাচ্চা করাতে পারবেন । জেনে নিন কিভাবে খুব সহজেই মলি মাছের বাচ্চা করা যায় ঃ 



      মলি মাছ সাধারনত ৩ মাস বয়েস হলেই বাচ্চা পাড়তে সক্ষম হয়ে ওঠে । প্রতি মাসে এক বার থেকে দুই বার পর্যন্ত বাচ্চা দিতে পারে । মেয়ে মলি মাছটি সাইজে যত বড় হতে থাকবে , তত বেশি সংখ্যায় বাচ্চা দিতে থাকবে । একটি মেয়ে মলি মাছ কম পক্ষে ১০ টি থেকে ২০০ টি পর্যন্ত বাচ্চা পাড়তে পারে । এই জাতের মাছ ৩ মাস বয়স থেকে ২ বছর বয়স পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে । ২ বছরের বেশি বয়স হয়ে গেলে এই মাছের আর বাচ্চা হতে চায় না । মলি মাছের বাচ্চা পাড়াবার কয়েকটি পদ্ধতি আছে , আপনি আপনার সুবিধা মতন যে কোন পদ্ধতিতে বাচ্চা করতে পারেন ।



১) এই পদ্ধতিতে মলি মাছের বাচ্চা করানোর কোন রকম ঝামেলা নেই ।  আপনি যদি অ্যাকুরিয়ামে শুধু মলি জাতের মাছ রেখে থাকেন , তাহলে ওই অ্যাকুরিয়ামে কিছু ঝাঁজি জাতীয় জ্যান্ত গাছ ( অ্যানাকারিস ) দিয়ে দেবেন । মলি মাছের বাচ্চা গুলি ওই গাছের আড়ালে লুকিয়ে পড়তে পারবে , না হলে অনেক সময় অন্য মলি মাছ এমন কি যে মাছ টি বাচ্চা পেড়েছে , সেই মাছ টিও বাচ্চা খেয়ে নিতে পারে । অ্যাকুরিয়ামের মধ্যে অন্য জাতের মাছ না রাখাটাই ভালো ।  অ্যাকুরিয়ামে প্লাস্টিকের গাছ দেবেন না , মাছের বাচ্চা অসুস্থ হয়ে পড়বে ।অ্যাকুরিয়ামে হওয়া বাচ্চা গুলির জন্য জ্যান্ত ডাফনিয়া ছেঁকে নিয়ে দিতে পারেন , না দিলেও খুব অসুবিধা নেই , জ্যান্ত গাছের গায়ে যে শ্যাওলা থাকে সেটি খেয়েও এই মাছের বাচ্চা বেশ ভালো ভাবেই বেড়ে উঠবে ।


২)  এই পদ্ধতিতে মেয়ে মলি মাছটিকে আলাদা করে রেখে বাচ্চা পাড়ানো হয় । যখন দেখবেন মেয়ে মাছের পেট খুব মোটা হয়েছে , তখন ওই মেয়ে মাছটিকে একটি আলাদা পাত্রে তুলে রাখতে হবে । পাত্র টি একটু চ্যাপ্টা ধরনের ছড়ানো আকারের হলে বেশি ভালো হয় , পাত্রটি এমন সাইজের নিতে হবে যাতে অন্তত ২ লিটার জল ধরে । কমপক্ষে ৪৮ ঘন্টা বাসি জল দিয়ে , মেয়ে মাছ টি ছেড়ে দেবেন । মাছটি ছাড়ার পরে মাছটিকে একটু খাবার দিয়ে রাখবেন , না হলে বাচ্চা দেবার সাথে সাথে নিজেই নিজের বাচ্চা গুলি  খেয়ে নিতে পারে । মেয়ে মাছ টিকে জ্যান্ত কেঁচো খেতে দিতে পারেন না হলে শক্ত ভাতের দানা দেবেন । ভাত দিতে হলে ভাত এর দানা গুলি ভালো করে ধুয়ে নিয়ে দেবেন , না হলে জল খারাপ হয়ে যেতে পারে । ৪৮ ঘন্টার মধ্যে মেয়ে মাছটি বাচ্চা না পাড়লে , জল পালটে দেবেন এবং যে জলটি দেবেন সেই জল যেন  কমপক্ষে ৪৮ ঘন্টা বাসি হয় । মাছের বাচ্চা পাড়া হয়ে গেলে ২ ঘন্টা পরে মেয়ে মাছ টি ওই জল থেকে তুলে নেবেন এবং মাছের বাচ্চা গুলি ওই জলে রেখে দেবেন । মাছের বাচ্চা গুলিকে জ্যান্ত কেঁচো বা জ্যান্ত ডাফনিয়া খেতে দিতে পারেন , না পেলে , অ্যাকুরিয়ামের বড় মাছের জন্য যে খাবার বাড়িতে রাখা থাকে সেই শুখনো খাবার ও খুব অল্প পরিমানে দিলেও হবে । ২ দিন পরে মাছের বাচ্চা গুলি কে আরো একটু বড় জায়গায় বেশি জলে তুলে দেবেন , তবে মনে রাখবেন জল যেন সবসময়ই অন্তত ৪৮ ঘন্টার বাসি হয় । খেয়াল রাখবেন মাছ বাচ্চা দেবার পরে অনেক সময় দেখতে পাবেন মেয়ে মাছটি জ্যান্ত বাচ্চার সাথে কয়েকটি মরা বাচ্চাও পেড়েছে বা কয়েকটি ডিম পেড়েছে। এই রকম দেখলে ওই মড়া বাচ্চা গুলি বা ওই ডিম গুলি তুলে ফেলে দেবেন ,না হলে ওই গুলি পচে গিয়ে জ্যান্ত বাচ্চা গুলি মারা যাবে । 


৩) এই পদ্ধতিতে বড় পেট মোটা মেয়ে মাছ গুলিকে এক টি প্লাস্টিকের বাস্কেটের মধ্যে করে বড় অ্যাকুরিয়ামের মধ্যে জল দিয়ে ভাসিয়ে রাখা হয় , ওই অ্যাকুরিয়ামটিতে যেন কোন মাছ না থাকে । যে বাস্কেটের মধ্যে বড় পেট মোটা মাছ গুলি রাখবেন  সেই বাস্কেটের গায়ে অনেক ফাঁক আছে , ফাঁক গুলির সাইজ এমন করা হয় যাতে বড় মাছ গুলি বাচ্চা পাড়লে , বাচ্চা গুলি ওই ফাঁক দিয়ে বাইরে অ্যাকুরিয়ামের মধ্যে বেরিয়ে যেতে পারবে, কিন্তু বড় মাছ গুলি বেরতে পারবে না । এই পদ্ধতির মাধ্যমে বাচ্চা পাড়ানো হলে সব থেকে সুবিধা , কারন এই পদ্ধতিতে যেমন এক সঙ্গে অনেক গুলি বড় মেয়ে মাছ রাখতে পারবেন , তেমনি আবার মাছের বাচ্চা গুলিকে কোন মাছেই খেতে পারবে না । এই বাচ্চা পাড়াবার বাস্কেট অ্যাকুরিয়ামের দোকানে কিনতে পাওয়া যায় । তবে আপনি একটি ভালো নাইলনের তৈরি ঢাকা দেওয়া চুপড়ি দিয়েও খুব ভালো ভাবে কাজ চালিয়ে নিতে পারেন । চুপড়ি কেনার সময় খেয়াল রাখবেন চুপড়ির গায়ের ফাঁক গুলি যেন বাচ্চা বেরিয়ে যাবার মত যথেষ্ট বড় থাকে । যদি চুপড়ির গায়ের ফাঁক গুলি ছোট হয় তাহলে বাচ্চা গুলি সহজে ওই চুপড়ি থেকে অ্যাকুরিয়ামের জলে বেরিয়ে যেতে পারবে না । বাচ্চা যদি সহজে বেরিয়ে যেতে না পারে তাহলে অনেক বাচ্চা বড় মাছ গুলি খেয়ে নেবে ।

Comments

  1. বাচ্চা আসলে কি ছেলে মাছ দেয়া যাবে নাকি আগে দিলেই হবে

    ReplyDelete
    Replies
    1. After only a single matting,female moly fish can give baby's up to 6 times without presences male.

      Delete

Post a Comment

Popular posts from this blog

গাপ্পি মাছ ( guppy fish )

অ্যাকুরিয়ামের মাছের অসুখ ( aquarium fish diseases)

মাছ কি খেতে ভালো বাসে / অ্যাকুরিয়ামের মাছ কি ধরনের খাবার সব থেকে পছন্দ করে ( aquarium fish food ) ?