গাপ্পি মাছের লেজ বড় করবেন কিভাবে ( maintain guppies tail )
সুন্দর দেখতে রংচঙে এই মাছটির রঙ্গিন মাছের জগতে খুব কদর আছে । গাপ্পি মাছের লেজ এত সুন্দর যে এই মাছ প্রজাপতির সঙ্গে তুলনা করা হয় । অনেক মানুষ আছেন যারা গাপ্পি মাছ খুব ভালোবাসেন এবং বিভিন্ন জায়গা থেকে গাপ্পি মাছ সংগ্রহ করে আনেন কিন্তু অনেক সময় দেখা যায় গাপ্পি মাছের লেজ ফেটে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে । গাপ্পি মাছের লেজ যদি ছিঁড়ে যায় বা ফেটে যায় তাহলে কিন্তু আর দেখতে ভালো লাগেনা , তাই এই মাছ পোষার সময় কিছু নিয়ম যদি মেনে চলা যায় ,তাহলে এই মাছ খুব সুন্দর ভাবে রাখা যাবে ।
১) গাপ্পি মাছ খুব ছোট সাইজের শান্ত মাছ , এই মাছের সঙ্গে কোন বড় মাছ রাখবেন না ।
২) গাপ্পি মাছের লেজ এ কামড়াতে পারে এমন জাতের মাছ একসাথে রাখবেন না । যেমন টাইগার বার্ব , উইডো টেট্রা, বুয়েনার্স টেট্রা , রেড আই টেট্রা ইত্যাদি । সব থেকে ভালো হয় যদি এই জাতের মাছ শুধু রাখা হয় , তাহলে গাপ্পি মাছের লেজ ছিঁড়ে যাবার কোন ভয় থাকবে না ।
৩) এই মাছের অ্যাকুরিয়ামে কোন প্লাস্টিকের গাছ রাখবেন না । প্লাস্টিকের গাছের গায়ে লেগে মাছের লেজ ছিঁড়ে যাবে
৪) গাপ্পি মাছের লেজ বড় এবং পাতলা হয় , সেই কারনে এই মাছের অ্যাকুরিয়ামে র জলে খুব জোরে জলের স্রোত তৈরি করে এমন কোন ওয়াটার ফিল্টার লাগাবেন না । জলে খুব জোরে স্রোত থাকলে এই মাছ ভালো ভাবে চলাচল করতে পারে না ।
৫) গাপ্পি মাছের অ্যাকুরিয়ামে জোরে অক্সিজেন সরবরাহ করবেন না , জোরে অক্সিজেন সরবরাহ করলে মাছের লেজ কুঁকড়ে যেতে পারে ।
৬) এই জাতের মাছের ১ টি ছেলে মাছের সঙ্গে কমপক্ষে ৩ টি বা তার বেশি মেয়ে মাছ অবশ্যই রাখবেন , না হলে ছেলে মাছ গুলি নিজেদের মধ্যে মারামারি করে লেজ ফাটিয়ে ফেলবে । গাপ্পি মাছের মেয়ে মাছের গায়ে ছেলে মাছেদের মত বেশি রঙ এবং ছেলে মাছেদের মতন বড় লেজও হয় না , মেয়ে মাছ গুলি দেখতে ছেলে মাছ গুলির মত সুন্দর না হলেও ছেলে মাছ গুলির সঙ্গে মেয়ে মাছ অবশ্যই রাখবেন।
৭) এই মাছের অ্যাকুরিয়ামে জ্যান্তগাছ লাগালে এই মাছের লেজের রঙ খুব ভালো থাকবে ।
৮) গাপ্পি মাছের অ্যাকুরিয়ামে উপযুক্ত আলো লাগাতে হবে ।
৯) এই মাছের জন্য দানা অর্থাৎ প্যালেট খাবার দিলে , অবশ্যই মাইক্রো প্যালেট খাবার ব্যবহার করবেন । মাইক্রো প্যালেট এর দানার সাইজ খুব ছোট হয় বলে গাপ্পি মাছ সহজেই এই খাবার খেয়ে নিতে পারে ।
১০) সপ্তাহে একবার এই মাছেদের তরমুজ , শসা , লাউ এর ছোট একটি টুকরো সুতোয় বেঁধে অ্যাকুরিয়ামের গায়ে ঝুলিয়ে দেবেন , মাছেরা সারাদিন ধরে ঠুকরে ঠুকরে খেতে থাকবে । এই খাবার দিলে মাছের দেহ এবং লেজের রং বেশি উজ্জ্বল হয়ে উঠবে । একবেলা পরে খাবারের অবশিষ্ট অংশ তুলে নেবেন । যে দিন এই খাবার দেবেন সেই দিন আর অন্য কোন খাবার দেবেন না ।
.১১)সপ্তাহে এক দিন অ্যাকুরিয়ামের ভিতরে একটি কাঁচের বাটি বসিয়ে দিয়ে , বাটির ভিতরে মাছ অনুপাতে ৬ /৮ টি সিদ্ধ ভাতের দানা খেতে দিতে পারেন । এই খাবার দিলে মাছের লেজ মজবুত হবে সহজে ছিঁড়বে না বা ফেটে যাবে না ।
১২ ) কোন কারনে যেমন জল পাল্টাবার সময় যদি এই মাছ তলার প্রয়োজন হয় তাহলে অ্যাকুরিয়ামের জল থেকে নেট দিয়ে এই মাছ খুব সাবধানে তুলবেন , না হলে লেজ ছিঁড়ে বা ফেটে যেতে পারে ।
৩) এই মাছের অ্যাকুরিয়ামে কোন প্লাস্টিকের গাছ রাখবেন না । প্লাস্টিকের গাছের গায়ে লেগে মাছের লেজ ছিঁড়ে যাবে
৪) গাপ্পি মাছের লেজ বড় এবং পাতলা হয় , সেই কারনে এই মাছের অ্যাকুরিয়ামে র জলে খুব জোরে জলের স্রোত তৈরি করে এমন কোন ওয়াটার ফিল্টার লাগাবেন না । জলে খুব জোরে স্রোত থাকলে এই মাছ ভালো ভাবে চলাচল করতে পারে না ।
৫) গাপ্পি মাছের অ্যাকুরিয়ামে জোরে অক্সিজেন সরবরাহ করবেন না , জোরে অক্সিজেন সরবরাহ করলে মাছের লেজ কুঁকড়ে যেতে পারে ।
৬) এই জাতের মাছের ১ টি ছেলে মাছের সঙ্গে কমপক্ষে ৩ টি বা তার বেশি মেয়ে মাছ অবশ্যই রাখবেন , না হলে ছেলে মাছ গুলি নিজেদের মধ্যে মারামারি করে লেজ ফাটিয়ে ফেলবে । গাপ্পি মাছের মেয়ে মাছের গায়ে ছেলে মাছেদের মত বেশি রঙ এবং ছেলে মাছেদের মতন বড় লেজও হয় না , মেয়ে মাছ গুলি দেখতে ছেলে মাছ গুলির মত সুন্দর না হলেও ছেলে মাছ গুলির সঙ্গে মেয়ে মাছ অবশ্যই রাখবেন।
৭) এই মাছের অ্যাকুরিয়ামে জ্যান্তগাছ লাগালে এই মাছের লেজের রঙ খুব ভালো থাকবে ।
৮) গাপ্পি মাছের অ্যাকুরিয়ামে উপযুক্ত আলো লাগাতে হবে ।
৯) এই মাছের জন্য দানা অর্থাৎ প্যালেট খাবার দিলে , অবশ্যই মাইক্রো প্যালেট খাবার ব্যবহার করবেন । মাইক্রো প্যালেট এর দানার সাইজ খুব ছোট হয় বলে গাপ্পি মাছ সহজেই এই খাবার খেয়ে নিতে পারে ।
১০) সপ্তাহে একবার এই মাছেদের তরমুজ , শসা , লাউ এর ছোট একটি টুকরো সুতোয় বেঁধে অ্যাকুরিয়ামের গায়ে ঝুলিয়ে দেবেন , মাছেরা সারাদিন ধরে ঠুকরে ঠুকরে খেতে থাকবে । এই খাবার দিলে মাছের দেহ এবং লেজের রং বেশি উজ্জ্বল হয়ে উঠবে । একবেলা পরে খাবারের অবশিষ্ট অংশ তুলে নেবেন । যে দিন এই খাবার দেবেন সেই দিন আর অন্য কোন খাবার দেবেন না ।
.১১)সপ্তাহে এক দিন অ্যাকুরিয়ামের ভিতরে একটি কাঁচের বাটি বসিয়ে দিয়ে , বাটির ভিতরে মাছ অনুপাতে ৬ /৮ টি সিদ্ধ ভাতের দানা খেতে দিতে পারেন । এই খাবার দিলে মাছের লেজ মজবুত হবে সহজে ছিঁড়বে না বা ফেটে যাবে না ।
১২ ) কোন কারনে যেমন জল পাল্টাবার সময় যদি এই মাছ তলার প্রয়োজন হয় তাহলে অ্যাকুরিয়ামের জল থেকে নেট দিয়ে এই মাছ খুব সাবধানে তুলবেন , না হলে লেজ ছিঁড়ে বা ফেটে যেতে পারে ।
Comments
Post a Comment