কিসিং মাছ কিস করে কেন ( kissing gouramies kissing behaviour indicate )

কিসিং গোরামি , নামেই বোঝা যায় এই গোরামি কিস করে । গোরামি জাতের মাছেদের মধ্যে এক মাত্র এই মাছটিই কিস করে বলে এই মাছের নামই হয়ে গেছে কিসিং গোরামি । অনেকেই আছেন যারা শুধু  মাত্র মাছের কিস করা দেখার জন্যই এই মাছ অ্যাকুরিয়ামে পুষে থাকেন কিন্তু  মাছ নিয়ে অনেকেরই অভিযোগ করেন  যে  , এই মাছ   দীর্ঘদিন ধরে অ্যাকুরিয়ামে  আছে কিন্তু কিস করছে না ।  দীর্ঘদিন ধরে অ্যাকুরিয়ামে কিসিং গোরামি রাখার পরেও যখন তারা দেখেন যে এই মাছ কিস করছে না , তারা ভেবে বসেন মাছ দুটির মধ্যে হয়তো  দুটি মাছই ছেলে মাছ বা মেয়ে মাছ হয়ে গেছে  , তাই হয়তো কিস করছে না । 



       প্রথমে দেখে নেওয়া যাক  কিসিং গোরামি কখন কিস করে  বা কেন কিস করে ? কিসি ং গোরামি  বিভিন্ন কারনে নিজেদের মধ্যে ঠোঁটে ঠোঁট লাগিয়ে অল্প থেকে দীর্ঘ সময় পর্যন্ত কিস করে থাকে । এই  কিস করার সময় কাল ২০/ ৩০ সেকেন্ড থেকে ৮ / ১০ মিনিট পর্যন্ত হতে দেখেছি ।


১ ) কিসিং গোরামি মাছ নিজেদের মধ্যে শক্তি পরীক্ষা করে । দুটি মাছ ঠোঁটে লাগিয়ে এক জন অন্য জনের দিকে ঠেলতে থাকে , এই ভাবে বার বার  দুটি  কিসিং গোরামি  মাছ লড়াই চালিয়ে যেতে থাকে যতক্ষন না দুর্বল মাছ টি পালিয়ে যায় । এটা অনেকটা ক্ষমতা দখলের লড়াইএর মত ।



২) জোড় বাঁধার জন্য , কিসিং গোরামি মাছ অনেক সময়  এই ভাবে কিস করে  একে অন্যের শক্তি যাচাই করে নেয় । দেখে নিতে চায় যে , তার বিপরীত সেক্সের মাছটি যথেষ্ট  শক্তিশালী  আছে কিনা ।



     আমার ৩০ বছরের অভিজ্ঞতায় দেখেছি আ্যকুরিয়ামের মধ্যে কিসিং গোরামি কেবল মাত্র তখনই কিস করে যখন অ্যাকুরিয়ামের জল খারাপ হয়ে যায় ।  আমি কয়েক হাজার বার কিসিং গোরামিকে কিস করতে দেখেছি  শুধু মাত্র অ্যাকুরিয়ামের জল খারাপ হলে তবেই । এই অভিজ্ঞতায় দেখেছি অ্যাকুরিয়ামের জল খারাপ হলে সব থেকে আগে এই মাছই বুঝতে পারে ।  অ্যাকুরিয়ামের অন্য কোন মাছ অ্যাকুরিয়ামের জল খারাপের প্রাথমিক অবস্থায় বুঝতে পারে না  বা অন্য সব মাছেদের ব্যাবহার থেকে আলাদা ভাবে জল খারাপের কোন ইঙ্গিত  আমরা পাই না বা আমরা বুঝতে পারি না । আমরা যখন বুঝতে পারি যে অ্যাকুরিয়ামের জল খারাপ হয়ে গেছে তখন বেশ অনেকটাই দেরি হয়ে যায় এবং বেশীরভাগ ক্ষেত্রেই দেখা যায় ২ / ৪ টি মাছ মরে গেলো এবং অ্যাকুরিয়ামের বাকি সমস্ত মাছ  ভালোরকম অসুস্থ হয়ে পড়েছে । পায়রা যেমন ভুমিকম্পের আগেই বুঝতে পারে যে ভুমিকম্প হতে চলেছে ঠিক তেমনি এই কিসিং মাছ অ্যাকুরিয়ামের জল খারাপ  হবার  পুর্বাভাস ১০০ ভাগ সঠিক ভাবে বুঝতে সক্ষম । আমদের ভাগ্য ভালো তাই কিসিং মাছের এই এই অনবদ্য ব্যাবহার দেখে আমরা সহজেই অ্যাকুরিয়ামের জল খারাপ হবার পুর্বাভাস পেয়ে যেতে পারি । যারা প্রথম বার অ্যাকুরিয়ামে মাছ পুষতে চলেছেন তদের কে আমি অ্যাকুরিয়ামে অন্তত ২ পিস কিসিং গোরামি মাছ রাখতে পরামর্শ দেব । যারা অনেকদিন অ্যাকুরিয়ামে মাছ পুষছেন তারা তাদের অভিজ্ঞতা থেকে অ্যাকুরিয়ামের জল এর অবস্থা সম্বন্ধে পরিস্কার ধারনা করে নিতে পারেন , কিন্তু   যারা একেবারেই নতুন তারা যদি তাদের অ্যাকুরিয়ামে এই মাছ রাখেন তাহলে কিন্তু এই মাছের ব্যবহার থেকে সহজেই জল খারাপ সম্বন্ধে আগাম ধারনা সহজেই পেয়ে যাবেন । 



           আবার বলছি  অ্যাকুরিয়ামে যদি কিসিং গোরামি কে  কখনও কিস করতে দেখেন , কোন ভাবনা চিন্তা না করে অ্যাকুরিয়ামের জল পরিস্কার করে দেবেন , না হলে ১ বা ২ দিনের ভিতরে অ্যাকুরিয়ামের মাছ মরা শুরু হবেই । 



মনে রাখবেন অ্যাকুরিয়ামে অন্তত ২ টি কিসিং গোরামি মাছ  রাখবেন , জল খারাপ হলে নিজেদের মধ্যে কিস করবে , যদি  ১ টি মাছ রাখেন জল খারাপ হলে কিসিং গোরামি মাছ আপনার অ্যাকুরিয়ামের অন্য মাছেদের গায়ে কিস করতে  শুরু করে দেবে , এর ফলে অ্যাকুরিয়ামের অন্য মাছ গুলি গায়ে খুব তাড়াতাড়ি ঘা তৈরি হয়ে যাবে  এবং মাছ গুলি মারা যাবে ।




Comments

Popular posts from this blog

গাপ্পি মাছ ( guppy fish )

অ্যাকুরিয়ামের মাছের অসুখ ( aquarium fish diseases)

মাছ কি খেতে ভালো বাসে / অ্যাকুরিয়ামের মাছ কি ধরনের খাবার সব থেকে পছন্দ করে ( aquarium fish food ) ?