Fish bowl/গোল জার এ কি কি মাছ রাখা যায় ? ( fish keeping at fish bowel )
যাদের ঘরে অ্যাকুরিয়াম রাখার মত যায়গা নেই , অথচ ঘরে র মধ্যে অনেকেই মাছ পুষতে খুবই আগ্রহী , কিন্তু দেখা যায় তাদের কোন ধারনাই নেই যে গোল জারে কি মাছ ভালো ভাবে রাখা যায় ,বা কি ভাবে মাছ রাখলে মাছ বেঁচে থাকবে ।
দোকানে 4ইঞ্চি, 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি,এবং 12 ইঞ্চি সাইজের গোল জার কিনতে পাওয়া যায়। মনে রাখবেন সব সাইজের জারে কিন্তু সব মাছ বাঁচবে না
মনে রাখবেন 4 ইঞ্চিএবং 6 ইঞ্চি সাইজের জারের ভিতরে বেটা ফিশ ছাড়া অন্য কোন রকম মাছ বাঁচবে না।
এখন দেখে নেওয়া যাক ফিশ বোলে বা গোল জারে কি কি মাছ রাখা যায় ।
গোল্ড ফিশ ঃ প্রথমেই আলোচনা করব সেই মাছ টিকে নিয়ে , যে মাছটি রাখার জন্য সবাই সব থেকে বেশি উৎসাহী , সেই মাছ টির নাম হল গোল্ড ফিশ । গোল জারে গোল্ড ফিশ রাখলে সব চেয়ে বেশি সুন্দর দেখতে লাগে , কিন্তু বেশিরভাগ লোকই গোল জারে র মধ্যে গোল্ড ফিশ বেশি দিন বাঁচিয়ে রাখতে পারেন না । গোল্ড ফিশ গোলগাল চেহারার মোটাসোটা গড়নের মাছ । এই মাছের থাকার জন্য জায়গা এবং অক্সিজেন বেশি লাগে । এই মাছ খেতেও খুব ভালো বাসে সেই কারনে , এই মাছ রাখলে জল তাড়াতাড়ি খারাপ হয়ে যাবার সম্ভাবনাও খুব বেশি থাকে , তাই এই মাছ পুষতে হলে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে । এই মাছ ভালো ভাবে রাখতে হলে এই মাছের জন্য উপযুক্ত পরিমানে জায়গা দিতে হবে । একটি ১ ইঞ্চি সাইজের গোল্ড ফিশ রাখার জন্য ৪ থেকে ৫ লিটার পরিমান জল লাগবে । যে জল দেবেন সেই জল যেন অবশ্যই সফট জল হয় tds ( ৫০ থেকে ১০০ মিলিগ্রাম / লিটার ) । গোল্ড ফিশ মাছের অক্সিজেনও বেশি লাগে , তাই এই মাছ রাখতে হলে জারের ভিতরে অক্সিজেনের ব্যাবস্থা অবশ্যই করতে হবে । সেই কারনে গোল জারের ভিতরে এয়ার পাম্পের সাহায্যে অক্সিজেন সরবরাহ করতে হবে । বেশি খাবার খাওয়ার ফলে জারের জল তাড়াতাড়ি ঘোলা হয়ে যায় , তাই জারের ভিতরে একটি ছোট সাইজের ফিল্টার বসানো খুবই দরকার । অ্যাকুরিয়ামের দোকান গুলিতে গোল জারের জন্য উপযুক্ত সাইজের খুব ছোট স্পঞ্জ ফিল্টার পাওয়া যায় । জারের ভিতরে ছোট স্পঞ্জ ফিল্টার সব চেয়ে ভালো । এই ফিল্টার আপনি সহজেই পরিষ্কার করতে পারবেন । এছাড়াও গোল জারের জন্য বিভিন্ন সাইজের গোল আকারের আন্ডার গ্র্যাভেল ফিল্টার ও কিনতে পাওয়া যায় ।
গোল্ড ফিশ মাছ রাখতে হলে কমপক্ষে 10 ইঞ্চি সাইজের জার প্রয়োজন । এর থেকে ছোট সাইজের জারে গোল্ড ফিশ রাখবেন না,মাছ মারা যাবে।
২) মলি ঃ এই মাছ আপনি গোল জারে সহজেই রাখতে পারেন , এই মাছ খুব ই কষ্ট সহিষ্ণু । ১ টি ৮ ইঞ্চি গোল জারে ৪ টি মাছ , ১০ ইঞ্চি জারে ৭ /৮ টি মলি মাছ আপনি ভালো ভাবেই রাখতে পারবেন । এই মাছ গুলি রাখার জন্য অক্সিজেন এর সরবরাহ খুব জরুরি নয় , তবে জল পরিস্কার রাখতে হলে একটি ছোট স্পঞ্জ ফিল্টার লাগিয়ে নেওয়া ভালো । মলি মাছ রাখলে যদি অক্সিজেন দিতে না চান ,তাহলে ১ / ২ টি জ্যান্ত গাছ রাখা ভালো ।
প্লাটি : এই ছোট জাতের রঙ্গিন মাছগুলি কে আপনি জারের মধ্যে খুব ভালোভাবেই রাখতে পারবেন। এই জাতের মাছ গুলি খুব কষ্টসহিষ্ণু হয়। যেমন মিকি মাউস
প্লাটী , মুন প্লাটি, রেড প্লাটি, ভেরিয়েটাস প্লাটি।
৩) গাপ্পি ঃ ছোট সাইজের এই সুন্দর মাছ গুলিকে আপনি আপনার গোল জারে খুব ভালো ভাবেই রাখতে পারেন । এই মাছ সঠিক সংখ্যায় রাখলে জারের ভিতরে অক্সিজেন বা ফিল্টার বসাবার প্রয়োজন পড়ে না । এই মাছ রাখলে অ্যানাকারিস বা কাবাম্বা জাতের গাছ রাখতে পারেন , মাছ ভালো থাকবে । ৮ ইঞ্চি জারে সর্বাধিক ১০ টি , ১০ ইঞ্চি জারে সর্বাধিক ১৫ / ১৬ টি মাছ আপনি রাখতে পারেন ।
৪) টেট্রা ঃ এই জাতের মাছ আপনি আপনার গোল জারে খুব ভালো ভাবেই রাখতে পারেন । এই জাতের মাছ অনেক রকমের পাওয়া যায় ছোট সাইজের নিওন টেট্রা থেকে শুরু করে একটু বড় জাতের উইডো টেট্রা বা বুয়েনারস টেট্রা আপনি রাখতে পারেন । এই মাছ কম সংখ্যায় রাখলে জারের ভিতরে ২ / ৩ টি জ্যন্ত গাছ রেখে দিলে অক্সিজেন বা ফিল্টার না দিলেও চলে ।
৫) বার্ব ঃ ছোট জাতের বার্ব যেমন টাইগার বার্ব বা রোসি বার্ব গোল জারের ভিতরে রাখা যায় , তবে এই মাছের অক্সিজেন বেশি লাগে তাই এই মাছ রাখলে অক্সিজেন এবং ফিল্টার জরুরী ।
৬) এঞ্জেল ঃ গোল জারের সাইজ অনুপাতে একটি বা দুটি এঞ্জেল মাছ রাখা যেতে পারে তবে ফিল্টার ব্যাবহার করতে হবে ।
৭) গোরামি ঃ জারের সাইজ অনুপাতে দুটি গোরামি মাছ রাখা যেতে পারে । এই মাছ রাখার জন্য অক্সিজেনের দরকার পরে না , তবে ১ / ২ টি জ্যান্ত গাছ রাখা ভাল ।
৮) ক্যাট ফিশ ঃ গোল জারে ছোট জাতের ক্যাট ফিশ রাখা যেতে পারে । জার অনুপাতে ৪ /৬ টি ক্যাট ফিশ ভালোভাবে থাকবে । এই মাছ রাখার জন্য অক্সিজেন সরবরাহের প্রয়োজন পরে না ।
৯) ডেনিয়ো ঃ এই জাতের মাছ গোল জারে বেশ ভালো দেখতে লাগে , বিশেষত পিঙ্ক জেব্রা ডেনিয়ো বা ব্লু জেব্রা ডেনিয়ো খুব ভালো লাগবে , তবে এই মাছ রাখার জন্য জ্যন্ত গাছ এবং অক্সিজেন সরবরাহ জরুরী ।
১০) সিক লিড ঃ ছোট জাতের সিক লিড মাছ ছোট অবস্থায় ২ / ৪ টি রাখা যেতে পারে তবে বড় হয়ে গেলে রাখা অসুবিধা হতে পারে । যেমন ব্লু আরাডাস , ইয়োলো আরাডাস , কন ভিক্ট সিক লিড ইত্যাদি।
১১) ফাইটার ( betta fish ) ঃ গোল জারে রাখার জন্য যে মাছটির কথা না বললেই নয় , তার নাম ফাইটার । এই মাছ টি এমন একটি মাছ , যে মাছটি সব থেকে ছোট গোল জারে খুব ভালোভাবে রাখা যায় । এমনকি একটি ছোট শিশির মধ্যেও এই মাছ ভালোভাবে রাখা যায় । তবে ফাইটার মাছের ছেলে মাছ গুলি কেবল মাত্র ১ টিই রাখা সম্ভব । এই জাতের ছেলে মাছ ২ টি বা তার বেশি রাখলে নিজেদের মধ্যে মারামারি করে মারা যাবে । এই জাতের মেয়ে মাছ একসঙ্গে অনেকগুলি রাখা যায় , কিন্তু ১টি ছেলে মাছের সঙ্গে কোন মেয়ে মাছ রাখা যায় না ।
৫) বার্ব ঃ ছোট জাতের বার্ব যেমন টাইগার বার্ব বা রোসি বার্ব গোল জারের ভিতরে রাখা যায় , তবে এই মাছের অক্সিজেন বেশি লাগে তাই এই মাছ রাখলে অক্সিজেন এবং ফিল্টার জরুরী ।
৬) এঞ্জেল ঃ গোল জারের সাইজ অনুপাতে একটি বা দুটি এঞ্জেল মাছ রাখা যেতে পারে তবে ফিল্টার ব্যাবহার করতে হবে ।
৭) গোরামি ঃ জারের সাইজ অনুপাতে দুটি গোরামি মাছ রাখা যেতে পারে । এই মাছ রাখার জন্য অক্সিজেনের দরকার পরে না , তবে ১ / ২ টি জ্যান্ত গাছ রাখা ভাল ।
৮) ক্যাট ফিশ ঃ গোল জারে ছোট জাতের ক্যাট ফিশ রাখা যেতে পারে । জার অনুপাতে ৪ /৬ টি ক্যাট ফিশ ভালোভাবে থাকবে । এই মাছ রাখার জন্য অক্সিজেন সরবরাহের প্রয়োজন পরে না ।
৯) ডেনিয়ো ঃ এই জাতের মাছ গোল জারে বেশ ভালো দেখতে লাগে , বিশেষত পিঙ্ক জেব্রা ডেনিয়ো বা ব্লু জেব্রা ডেনিয়ো খুব ভালো লাগবে , তবে এই মাছ রাখার জন্য জ্যন্ত গাছ এবং অক্সিজেন সরবরাহ জরুরী ।
১০) সিক লিড ঃ ছোট জাতের সিক লিড মাছ ছোট অবস্থায় ২ / ৪ টি রাখা যেতে পারে তবে বড় হয়ে গেলে রাখা অসুবিধা হতে পারে । যেমন ব্লু আরাডাস , ইয়োলো আরাডাস , কন ভিক্ট সিক লিড ইত্যাদি।
১১) ফাইটার ( betta fish ) ঃ গোল জারে রাখার জন্য যে মাছটির কথা না বললেই নয় , তার নাম ফাইটার । এই মাছ টি এমন একটি মাছ , যে মাছটি সব থেকে ছোট গোল জারে খুব ভালোভাবে রাখা যায় । এমনকি একটি ছোট শিশির মধ্যেও এই মাছ ভালোভাবে রাখা যায় । তবে ফাইটার মাছের ছেলে মাছ গুলি কেবল মাত্র ১ টিই রাখা সম্ভব । এই জাতের ছেলে মাছ ২ টি বা তার বেশি রাখলে নিজেদের মধ্যে মারামারি করে মারা যাবে । এই জাতের মেয়ে মাছ একসঙ্গে অনেকগুলি রাখা যায় , কিন্তু ১টি ছেলে মাছের সঙ্গে কোন মেয়ে মাছ রাখা যায় না ।
কিছু জরুরী পরামর্শ ঃ
১) গোল জারে বেশি মাছ রাখার চেষ্টা করবেন না ।
২) জারে ফিল্টার লাগানো থাকলে সর্বাধিক ২ বার এবং ফিল্টার না লাগানো থাকলে দিনে ১ বারের বেশি খেতে দেবেন না ।
৩) গোল জারে গাছ বসানো হলে উপযুক্ত আলোর ব্যাবস্থা করবেন ।
৪) গোল জারের গলা পর্যন্ত জল দেবেন না , জারের অর্ধেক এর সামান্য বেশি জল দেবেন ।
৫) টিভি বা কোন সাউন্ড সিস্টেমের একদম কাছে মাছের জার না রাখাই ভালো ।
৬) বেশি খাবার দেবেন না । ২ থেকে ৩ মিনিটের মধ্যে খেয়ে নিতে পারে এমন পরিমানেই খেতে দেবেন ।
৭) গোল জারের মধ্যে বেশি বড় সাইজের মাছ রাখার চেস্টা করবেন না , মাছ মারা যেতে পারে । ১ ইঞ্চি সাইজের মাছের জন্য অন্তত ৮ ইঞ্চি সাইজের জার ব্যাবহার করবেন ।
৮) গোল জারের মধ্যে এক জাতের মাছ রাখাই সব থেকে ভালো ।
৯) জারের মধ্যে কোন প্লাস্টিক বা রং করা সামগ্রী না রাখা ভালো ।
১০) প্রতিবার জল পাল্টাবার সময় এক চিমটে সন্ধক লবন অবশ্যই দেবেন । তবে বেশি দেবেন না , লবন বেশি দিলে মাছ মরে যাবে , জ্যান্ত গাছ থাকলে পচে যাবে ।
১১) গোল জারে ২০০ টি ডি এসের নিচের জল ব্যাবহার করবেন , অর্থাৎ সফট জল ব্যাবহার করবেন ।
১১) গোল জারে ২০০ টি ডি এসের নিচের জল ব্যাবহার করবেন , অর্থাৎ সফট জল ব্যাবহার করবেন ।
12) মনে রাখবেন মাছের জন্যে অক্সিজেন সরবরাহ করা যেমন জরুরী,তেমনই জারের ভিতরে বেশি জোরে এয়ার পাম্প চালানো তেমনই ক্ষতিকর। বেশি জোরে পাম্প চালালেও কিন্তু মাছ মারা যেতে পারে।
গরু ছাগলের মতো পোস্ট দেন যে দেখে মেজাক গরম হয়।
ReplyDeleteআগে গুগল করে জেনে নিন কোন মাছের জন্য মিনিমাম কত লিটার জল দরকার।জারে তো মাছ রাখা উচিত না ফিল্ট্রেশনের প্রবলেমের জন্য। ফিল্টার দিলেও ভিতরে নরাচড়ার জায়গা টাও থাকেনা
আপনাদের মতো পাগল ছাগলেত জন্য দেশে সব পাবলিক পাতিলে মাছ পালে।আর মরেও তারাতারি
https://youtu.be/Ozgf_rUDedA
ReplyDelete"If we can't be cordial to God’s creatures, God wont be to us"
ReplyDelete-Khalid Abdullah
Say "NO" to fish keeping in Jar/ Bowl
মাছ না রেখে আপনার জার-কে আরো সুন্দর কাজে লাগানোর উপায় রয়েছে। বিস্তারিত প্রসেস-এর জন্য নিচের ভিডিও-সিরিজ দেখতে পারেন।
https://www.youtube.com/playlist?list=PLmd_jlXsj0K-2zE10bbpFQJ8WaTTLN52N
অনেক নবীন Jar ইউজার মাছ মরে যাওয়ার আগ পর্যন্ত সবাই এই বিশ্বাসেই অটল থাকে যে- যেহেতু এতদিন বেঁচে আছে, বেঁচে থাকবে ইনশাআল্লাহ, সবাই হয়তো ভুল সাজেশন দিচ্ছেlll শেষ পর্যন্ত মাছের জীবনের বিনিময়ে প্রমাণিত হয় যে "ছোট জার মাছের বেঁচে থাকার জন্য যথেষ্ট নয়ll"
তাই আপনার জন্য আমার সাজেশন থাকবে একটা 10 gallon tank কিনুন মনের আনন্দে মাছ বড় করুন
#Awareness
#animalcruelty
#jarawarness