ফাইটার মাছ দিয়ে ঘরের শোভা বাড়ান ( fighter fish )

অ্যাকুরিয়ামের মাছের জগতে বিশেষ করে ফ্রেশ ওয়াটার মাছেদের মধ্যে একটি অন্যতম সুন্দর মাছের নাম হল ফাইটার মাছ , যে মাছটি বেটা ফিশ নামেও পরিচিত । অ্যাকুরিয়াম মাছেদের মধ্যে এই মাছের মত এত বিভিন্ন রঙের আর কোন মাছ দেখতে পাওয়া যায় না । এই মাছের এত ভালো ভালো রঙ হয় ,যে  কোন মানুষ ই এই মাছ দেখে মুগ্ধ হয়ে যায় । অনেকেই চায় অ্যাকুরিয়ামটি শুধু এই মাছ দিয়েই ভর্তি করে রাখতে কিন্তু দুর্ভাগ্য বশত এই মাছ এক সঙ্গে ১ টি র বেশি ছেলে মাছ একসঙ্গে রাখা যায় না , ফাইটার মাছের মেয়ে মাছ যদিয়ো এক সঙ্গে অনেক গুলি রাখা যায় কিন্তু মেয়ে ফাইটার মাছ দেখতে ছেলে ফাইটার মাছের তুলনায় ভালো নয় । ফাইটার মাছ যেমন একসঙ্গে থাকে না তেমনি এই মাছের বিশেষ সুবিধা হল এই মাছ ভীষণ কষ্টসহিষ্ণু এবং  অ্যাকুরিয়ামের যত ধরনের মাছ পাওয়া যায় ,তার মধ্যে এই ফাইটার মাছ সব থেকে ছোট জায়গায় ভালো ভাবে রাখা যায় । সেই কারনে  যাদের বাড়িতে অ্যাকুরিয়াম রাখার জায়গা নেই তারা একটি ছোট কাচের শিশি বা বোতলে বা কাঁচের ছোট গোল জারে এই মাছ ভালো ভাবে পুষতে পারেন । যেহেতু এই ম্মাছ ছোট যায়গায় রাখা যায় তাই এই মাছ আপনি ঘরের যে কোন যায়গায় বসিয়ে সহজেই ঘরের শোভা বাড়াতে পারেন । এই সুন্দর মাছটি আপনার এবং যে কোন ব্যাক্তি কে মুগ্ধ করবেই । এখন দেখে নেওয়া যাক কি ভাবে এই মাছটি সুস্থ সবল ভাবে রাখা যায়।


১ ) কমপক্ষে ২৫০ মিলি লিটার জল ধরবে এমন কাঁচের পাত্রে এই মাছ রাখতে হবে  ।


২) এই মাছ রাখার জন্য অন্তত ৪৮ ঘন্টার বাসি জল ব্যাবহার করতে হবে ।



৩) এই মাছ রাখার জন্য সফট জল ব্যাবহার করবেন ।



৪) এই মাছ রাখার জন্য আলাদা করে  কোন অক্সিজেন সরবরাহেরপ্রয়োজন হয় না  ।



৫) এই মাছ রাখার জন্য  কোন রকম ফিল্টারের প্রয়োজন হয় না ।



৬) এই মাছের সঙ্গে জ্যান্ত গাছ রাখতে পারেন , মাছের রঙ খুব ভালো থাকবে ।



৭) সপ্তাহে এক বার জল পালটে দেওয়া ভালো ।



৮)এই মাছকে ২ দিন ছাড়া খেতে দেবেন ।



৯) এই মাছ জ্যান্ত খাবার খেতে বেশি পছন্দ করে , তবে এখন অ্যাকুরিয়ামের দোকান গুলিতে ফাইটার মাছের জন্য স্পেসাল ড্রাই ফুড কিনতে পাওয়া যায় , এই ড্রাই ফুড ব্যাবহার করার সুবিধা বেশি , এই ড্রাই ফুড ব্যাবহার করলে মাছের বৃদ্ধি এবং রং খুব ভালো থাকবে ।



১০) একটি পাত্রে একটি মাত্র ছেলে ফাইটার মাছ রাখবেন , ছেলে মাছের সঙ্গে মেয়ে মাছ রাখবেন না , ছেলে মাছ মেয়ে মাছটিকে মেরে ফেলবে ।



১১) একটি পাত্রে একসঙ্গে অনেকগুলি মেয়ে ফাইটার মাছ রাখতে পারেন , কোন অসুবিধা হবে না । 


১২) এই মাছের জন্য আলো না লাগালেও চলে , তবে যদি জ্যান্ত গাছ দেওয়া থাকে তাহলে দিনের বেলা ২ থেকে ৩ ঘন্টা কাঁচের জার টি কোন জানালার পাশে রেখে দেবেন যাতে গাছ টি সূর্যের আলো পায় । 



১৩) এখন অ্যাকুরিয়ামের দোকান গুলিতে ভালো কোম্পানির তৈরি বেটা হাউস কিনতে পাওয়া যায় , এটি এক ধরনের ছোট অ্যাকুরিয়াম যেখানে আপনি এক সঙ্গে ২ টি বা ৩ টি ফাইটার মাছ রাখতে পারবেন । এই অ্যাকুরিয়াম টিতে স্বচ্ছ ফাইবার দিয়ে  পার্টিসান করা থাকে , এবং সব থেকে ভালো যে বিষয়টি ,সেটি হল প্রতিটি পার্টিসানের গা দিয়ে একটি করে স্লাইডিং টুকরো লাগানো থাকে , এই টুকরো টি রঙ্গিং ফাইবার দিয়ে তৈরি হয় তাই অ্যাকুরিয়ামের ভিতরে ফাইটার মাছ গুলি একে অপরকে দেখতে পায় না , মাঝে মাঝে এই স্লাইডিং টি সরিয়ে নিলে  ফাইটার মাছগুলি একে অপরকে দেখতে পায় এবং মারামারি করার জন্য  রাগে গায়ের পাখনা গুলি উদ্ধত ভাবে মেলে ধরে , এই সময় ফাইটার মাছ দেখতে সব থেকে ভালো লাগে । আবার কিছুক্ষণ পরে রঙ্গিং টুকরো টি লাগিয়ে দিলে মাছ গুলি শান্ত হয়ে যাবে ।   অ্যাকুরিয়ামের দোকান থেকে  একসঙ্গে ২/৩ টি বা আরো বেশি  ফাইটার মাছ রাখার জন্য কাঁচের অ্যাকুরিয়াম আপনি তৈরি করে নিতে পারেন কিন্তু এই অ্যাকুরিয়াম গুলির অসুবিধা হল অ্যাকুরিয়ামে মাছ হয়তো আলাদা ভাবে রাখা গেল , কিন্তু সব সময় ফাইটার মাছ গুলি একে অপরকে দেখতে পাবার ফলে ২ /৩ দিন পরে থেকে ফাইটার মাছ গুলি একে অপরকে দেখে আর পাখনা মেলে ধরবে না । 

Comments

  1. Other macher sathe fighter fish aquarium e rakha jete pare? Amar aquarium e gold fish ache.

    ReplyDelete
    Replies
    1. একদমই রাখা ঠিক হবে না। গুগলে ফিশ কম্প্যাটিবিলিটি চার্ট পাবেন। ওখান থেকেই জেনে নিতে পারবেন কোন মাছের সাথে কোন মাছ রাখা যায়।

      Delete
  2. গোলাকার জার এ কোনো মাছ বাঁচানো সম্ভব নয়। আর প্লান্টেড একুরিয়াম হলে দিন অথবা রাতে ৬-৮ ঘন্টা লাইট জ্বালিয়ে রাখতে হয়। আর সরাসরি সূর্যের আলো একুরিয়াম এ পড়লে এলজি সৃষ্টি হবে যেটা মোটেই কাংক্ষিত নয়। আর গোলাকার জারে বেট্টা রাখলে ওরা স্ট্রেসড হয়ে এমনিতেই মারা যাবে।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

গাপ্পি মাছ ( guppy fish )

অ্যাকুরিয়ামের মাছের অসুখ ( aquarium fish diseases)

মাছ কি খেতে ভালো বাসে / অ্যাকুরিয়ামের মাছ কি ধরনের খাবার সব থেকে পছন্দ করে ( aquarium fish food ) ?