মলি মাছের সঙ্গে কি কি মাছ রাখা যায় ( compatible with molly fish ) ?

অ্যাকুরিয়ামের মাছের জগতে একটি জনপ্রিয় মাছ হল মলি মাছ । এই মাছ এত রঙের এবং এত ধরনের পাওয়া যায় যে , শুধু বিভিন্ন রঙের মলি মাছ দিয়েই অ্যাকুরিয়াম সাজানো হয়ে যায় । তবে অনেকে চান মলি মাছের সঙ্গে আরো অন্য ধরনের কিছু মাছ রাখতে । মলি মাছের সঙ্গে যে সমস্ত মাছ গুলি ভালো ভাবে রাখা যায় , তাদের নাম গুলি এক নজরে দেখে নেওয়া যাক ।


১) টাইগার বার্ব , অ্যালবিনো টাইগার বার্ব , গ্রীন টাইগার বার্ব , 


২) রেড রোসি বার্ব , গ্রীন রোসি বার্ব ,


৩) সুমার্টি বার্ব ,  রুবি বার্ব , 


৪) টিন ফয়েল বার্ব , অ্যালবিনো টিন ফয়েল বার্ব ,


৫) উইডো টেট্রা , রেড আই টেট্রা , বুয়েনার্স টেট্রা , অ্যালবিনো বুয়েনার্স টেট্রা , সারপে টেট্রা , 

৬) রেড প্লাটি , মিকি মাউস প্লাটি , ওয়াগ টেল প্লাটি , মুন প্লাটি , সান সেট প্লাটি , ভেরিয়েটাস প্লাটি , হাই ফিন প্লাটি , 


৭)রেড সোর্ড টেল , ওয়াগ টেল সোর্ড টেল , ট্যাঞ্জারিন সোর্ড টেল , ব্ল্যাক সোর্ড টেল , পাইনাপেল সোর্ড টেল , গ্রীন সোর্ড টেল , ইত্যাদি ।


৮) রেডটেল সার্ক , রেইনবো সার্ক , অ্যালবিনো রেইনবো সার্ক , সিল্ভার সার্ক ।


৯) থ্রী স্পট গোরামি , কসবি গোরামি ,  গোল্ডেন গোরামি , হোয়াইট গোরামি , কিসিং গোরামি ইত্যাদি। 


১০) কড়ি ক্যাট ফিশ , ব্রোঞ্জ ক্যাট ফিশ , ক্লাউন ক্যাট ফিশ , পিগমি ক্যাট ফিশ , সাকার মাউথ ক্যাট ফিশ  ( ক্রোকো ডাইল ফিশ ) ইত্যাদি ।


১১) পিকক রেইনবো , স্কার লেট রেইনবো , রেড রেইনবো , ইত্যাদি ।


১২) ব্লু জেব্রা ডেনিয়ো , পিঙ্ক জেব্রা ডেনিয়ো , অ্যালবিনো জেব্রা ডেনিয়ো ,  ব্লু ডেনিয়ো ইত্যাদি ।




Comments

Popular posts from this blog

গাপ্পি মাছ ( guppy fish )

অ্যাকুরিয়ামের মাছের অসুখ ( aquarium fish diseases)

মাছ কি খেতে ভালো বাসে / অ্যাকুরিয়ামের মাছ কি ধরনের খাবার সব থেকে পছন্দ করে ( aquarium fish food ) ?