গোল্ড ফিশ মাছের সঙ্গে কি কার্প জাতের মাছ রাখা যায়
বেশীর ভাগ মানুষ ই গোল্ড ফিশ এবং কার্প জাতের মাছের তফাৎ করতে পারেন না , কার্প জাতের মাছকে গোল্ড ফিশ জাতের মাছের সঙ্গে গুলিয়ে ফেলেন । বেশীর ভাগ মানুষ কার্প জাতের মাছ কে গোল্ড ফিশ জাতের মাছ মনে করে কিনে আনেন । আমার কাছে অনেকেই জানতে চান যে , কার্প জাতের মাছ এবং গোল্ড ফিশ জাতের মাছ এক সঙ্গে অ্যাকুরিয়ামে রাখা যায় কি না ?
আমি আমার ৩০ বছরের অভিজ্ঞতায় দেখেছি এই দুই প্রজাতির মাছ কিছু কিছু সময় একসঙ্গে রাখা যায় আবার অনেক ক্ষেত্রে অসুবিধা জনক হয়ে ওঠে । এর প্রধান কারন হল কার্প মাছ গোল্ড ফিশের থেকে অনেক বেশী শক্তিশালী হয় এবং কার্প মাছের বৃদ্ধি গোল্ড ফিশের থেকে অনেক তাড়া তাড়ি হয় । তাই আপনি যদি আপনার অ্যাকুরিয়ামে কার্প জাতের মাছ এবং গোল্ড ফিশ জাতের মাছ সমান সাইজেরও ছাড়েন , তা হলেও কিছুদিন পরে দেখবেন যে কার্প জাতের মাছ গুলি গোল্ড ফিশ জাতের মাছ গুলির তুলনায় অনেকটাই বেশি বড় হয়ে গেছে । আমরা জানি যে অ্যাকুরিয়ামে রাখা মাছ গুলির মধ্যে যদি সাইজের সমতা না থাকে তাহলে অ্যাকুরিয়ামের বড় মাছ গুলি খাবার বেশি খেয়ে নেবে , তুলনায় ছোট সাইজের মাছ গুলি খাবার পরিমান মতন না পেয়ে মারা যাবে । আপনি হয়ত ভাবতে পারেন খাবার একটু বেশি করে দিলেই তো হয় , কার্প জাতের মাছগুলি খেয়ে নেবার পরে গোল্ড ফিশ জাতের মাছ গুলি তাদের পরিমান মতন খাবার পেয়ে যাবে কোন অসুবিধা হবে না । কিন্তু না , এটা কোন মতেই সম্ভব নয় , তার কারন হল আপনি অ্যাকুরিয়ামে বেশি খাবার দিলে কার্প মাছ গুলিও বেশি করে খেতে থাকবে আর , যে কোন মাছ বেশি খাবার খেলে যে পায়খানা করবে সেই পায়খানার মধ্যে কার্বোহাইড্রেড এবং প্রোটিনের পরিমান বেশ কিছুটা রয়ে যায় , তাই ওই পায়খানা অ্যাকুরিয়ামের জল কে খুব দ্রুত খারাপ এবং ঘোলা করে দেবে । ফলে ওই অ্যাকুরিয়ামের মাছ তাড়া তাড়ি অসুস্থ হয়ে পড়বে এবং মারা যাবে তাই ভুলেও অ্যাকুরিয়ামের কোন মাছ কেই বেশি খাবার দেওয়া যাবে না । কার্প জাতের মাছ এবং গোল্ড ফিশ জাতের মাছ একসঙ্গে রাখার আরো একটি অসুবিধা হল কার্প জাতের মাছের পাখনা গোল্ড ফিশ জাতের মাছের তুলনায় অনেক বেশি মজবুত এবং শক্তিশালী তুলনায় গোল্ড ফিশ জাতের মাছের পাখনা অনেকটাই নরম এবং পাতলা ,তাই অ্যাকুরিয়ামের মধ্যে খাবার সংগ্রহের ব্যাপারে গোল্ড ফিশ মাছ কার্প জাতের মাছের থেকে কয়েক যোজন পিছিয়ে থাকে ।
কিছু ক্ষেত্রে গোল্ড ফিশ মাছের সঙ্গে কার্প জাতের মাছ রাখা যায় । তবে সব জাতের গোল্ড ফিশের সাথে কার্প মাছ রাখা যায় না । আবার সব জাতের কার্প মাছ ও গোল্ড ফিশ জাতের মাছের সঙ্গে রাখা যায় না । এই দুই জাতের মাছ এক সঙ্গে রাখতে গেলে কিছু নিয়ম মেনেও চলতে হবে , তাহলে এই দুই জাতের মাছ এক সঙ্গে রাখা সম্ভব ।দেখে নেওয়া যাক কোন কোন জাতের গোল্ড ফিশের সঙ্গে কার্প মাছ রাখা সম্ভব ।
আমরা যে সমস্ত জাতের গোল্ড ফিশ গুলি দেখতে পাই সেই সব গোল্ড ফিশের জাত গুলি হল
১) রেড গোল্ড ফিশ ( single tail ) :
এইজাতের গোল্ড ফিশের একটি লেজ হয় , এই মাছ সমস্ত জাতের গোল্ড ফিশের মধ্যে সব থেকে শক্তিশালী , এই মাছের সঙ্গে কার্প জাতের মাছ রাখা সম্ভব ।
২) রেড গোল্ড ফিশ ( double tail ) :
এই জাতের গোল্ড ফিশের দুটি লেজ হয় , এই জাতের মাছের লেজ ছোট ( short tail ) এবং বড় ( vail tail ) দুই ধরনের হয়ে থাকে । যে মাছ গুলির লেজ ছোট হয় , সেই মাছ গুলির লেজ বড় লেজের মাছ গুলির তুলনায় যথেস্ট শক্তিশালী হয় , তাই এই জাতের মাছের সঙ্গে কার্প জাতের মাছ রাখা সম্ভব ।
৩) সুভাঙ্কিং গোল্ড ফিশ ( suvanking gold fish ) :
এই সুন্দর দেখতে গোল্ড ফিশ টি একটি লেজের হয়ে থাকে , এই জাতের গোল্ড ফিশ মাছের সঙ্গে কার্প জাতের মাছ রাখা সম্ভব ।
৪) ক্যালিকো গোল্ড ফিশ ( calico gold fish ) :
এই জাতের গোল্ড ফিশের সাথে কার্প মাছ রাখা যাবে না ।
৫) টেলিস্কোপ আই ক্যালিকো গোল্ড ফিশ ( teliscope eye calico ) :
এই জাতের গোল্ড ফিশের সঙ্গে কার্প জাতের মাছ রাখা যাবে না ।
৬) রেড ক্যাপ গোল্ড ফিশ ( red cap ) :
এই জাতের মাছ দুই ধরনের পাওয়া যায় একটি এক লেজের হয় অন্যটি দুই লেজের হয় । এক লেজের মাছের সঙ্গে কার্প মাছ রাখা সম্ভব হলেও দুই লেজের মাছের জাতটির সঙ্গে কার্প জাতের মাছ না রাখাই ভালো ।
৭) ব্ল্যাক গোল্ড ফিশ ( black gold ) :
এই জাতের গোল্ড ফিশের সাথে কার্প জাতের মাছ রাখা যাবে না ।
৮) বাবল আই গোল্ড ফিশ ( buble eye gold fish ) :
এই জাতের গোল্ড ফিশের সাথে কার্প জাতের মাছ একেবারেই রাখা যাবে না ।
৯) লিচু গোল্ড ফিশ ( pearl scale gold fish ) :
এই জাতের গোল্ড ফিশের সঙ্গে কার্প জাতের মাছ একেবারেই রাখা যাবে না ।
১০) লায়ন হেড গোল্ড ফিশ ( lion head gold fish ) :
এই জাতের গোল্ড ফিশ মাছের সাথে কার্প জাতের মাছ রাখা সম্ভব
Comments
Post a Comment