অক্সিজেন ছাড়া কি কি মাছ বাঁচে ( fish without oxigen )

পৃথিবীতে অক্সেজেন ছাড়া কোন প্রানীই বেঁচে থাকতে পারে না , মাছ ও এর অন্যথা নয় । মাছেরও বেঁচে থাকতে তার প্রয়োজনীয় অক্সিজেনের দরকার হয় । অনেকেই জিজ্ঞাসা করেন অক্সিজেন ছাড়া কি কি মাছ থাকে? অনেকে তার উত্তরও দেয়  । কিন্তু এটা একেবারেই ঠিক কথা নয় যে অক্সিজেন ছাড়া মাছ বেঁচে থাকতে পারে । আসুন আসল ব্যাপারটা কি তা জেনে নেওয়া যাক ।


               মাছেরা অক্সিজেন দুই ভাবে নিয়ে থাকে । প্রথমত মাছ তার নিজের ফুল্কোর ( gills ) সাহায্যে জলের ভিতর থেকে জলের দ্রবীভূত অক্সিজেন নিয়ে বেঁচে থাকে , এবং দ্বিতীয়ত জলের উপরের বাতাস থেকে সরাসরি অক্সিজেন নিয়ে থাকে । 



                  বেশীরভাগ মাছ জল থেকেই নিজেদের প্রয়োজনীয় অক্সিজেন নেয় এবং খুব প্রয়োজন হলে জলের উপর থেকে সরাসরি বাতাস থেকে অক্সিজেন নিয়ে ঘাটতি মিটিয়ে নেয় । একথা অবশ্যই মনে রাখবেন যে মাছ জলের দ্রবীভূত অক্সিজেন নেয় সেই মাছ জলের বাইরে থেকে অক্সিজেন নিতে পারলেও তার পরিমান খুব সামান্য । এই ধরনের মাছের বেঁচে থাকতে হলে জলের দ্রবীভূত অক্সিজেন অবশ্যই দরকার । যে সমস্ত মাছেরা জলের ভিতর থেকে অক্সিজেন নিয়ে থাকে সেই মাছ গুলিকে দুই ভাগে ভাগ করা যায়  , প্রথম শ্রেণীতে সেই সব মাছ গুলিকে রাখা হয় যাদের জলের দ্রবীভূত অক্সিজেনের পরিমান খুব বেশী প্রয়োজন হয় , দ্বিতীয় শ্রেণীতে যে সমস্ত মাছ গুলি রাখা হয় যাদের জলের মধ্যেকার দ্রবীভূত অক্সিজেনের পরিমান প্রথম শ্রেনীর তুলনায় অনেকটাই কম লাগে ।



     এবার আলোচনা করব একেবারে অন্য একটি মাছের প্রজাতি নিয়ে , যাদের বেঁচে থাকার জন্য জলের দ্রবীভূত অক্সিজেনের প্রয়োজন হয় না । এই প্রজাতির মাছ গুলি সরাসরি জলের উপরের বাতাস থেকেই নিজেদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন নিয়ে নিতে পারে । এই মাছ জলের ভিতরের দ্রবীভূত অক্সিজেন নিতে পারে না , এই জাতের মাছেদের বেঁচে থাকতে হলে জলের উপ থেকেই অক্সিজেন নিতে হয় ।




          এবারে ফিরে আসা যাক আপনাদের প্রশ্নের উত্তরে ,  আমরা দেখলাম যে মাছকে বেঁচে থাকতে হলে অক্সিজেন লাগবেই তবে কিছু মাছের অক্সিজেন বেশী লাগে কিছু মাছের কম লাগে আবার কিছু মাছের জন্য জলের ভিতরে দ্রবীভূত অক্সিজেনের প্রয়োজন হয় না , সরাসরি বাতাস থেকেই অক্সিজেন নিয়ে নেয় । যে সমস্ত মাছ গুলি বাতাস থেকে অক্সিজেন নেয় , সেই সমস্ত মাছ গুলি পোষার জন্য বাইরে থেকে অক্সিজেন সরবরাহের প্রয়োজন হয় না । এই সমস্ত মাছ গুলিকেই সাধারন ভাবে অক্সিজেন ছাড়া মাছ বলা হয় । 



               অ্যাকুরিয়ামে মাছ রাখতে গিয়ে যদি বাইরে থেকে অক্সিজেন সরবরাহের ক্ষেত্রে অসুবিধা থাকে , তাহলে আপনি সেই সব মাছ গুলিই রাখুন  যাদের জন্য বাইরে থেকে অক্সিজেন সরবরাহের দরকার হবে না । তবে যদি আপনি জল এবং মাছের আনুপাতিক হারে মাছ রাখেন তাহলে যে কোন মাছই আপনি বাইরে থেকে অক্সিজেন সরবরাহ না করেই রাখতে পারেন । জল এবং মাছের আনুপাতিক হারের বিষয়ে আমি আগেই আমার অন্য  লেখায় বিশদে আলোচনা করেছি । 





              এক নজরে দেখে নেওয়া যাক কি কি মাছ জলের  উপর থেকে অক্সিজেন নেয় ।


                ১) ফাইটার মাছ ( বেটা ফিশ )


২) কিসিং গোরামি ।




৩) কসবি গোরামি । 





৪) থ্রী স্পট গোরামি । 


৫) গোল্ডেন গোরামি ।


৬) পার্ল গোরামি ।



৭) টাইগার সার্ক ।



৮) গ্লাস ক্যাট ফিশ ।



৯) আফ্রিকান গ্লাস ক্যাট ফিশ ।



১০) ব্ল্যাকফিন সার্ক ক্যাট ফিশ ।



১১) ফেদার ফিন  সাইনোডন্টিস ।



১২) পলকাডট সাইনোডন্টিস । 



১৩) ক্লাউন সাইনোডন্টিস ।



১৪) কমন ব্রোচিস ।



১৫) জায়ান্ট ব্রোচিস ।



১৬) হগ নোস ব্রোচিস ।



১৭) বাটার ফ্লাই ক্যাট ফিশ ।



১৮) ইন্ডিয়ান ক্যাট ফিশ ।



১৯) আগাসি করিডোরাস ।



২০) ব্রোঞ্জ করিডোরাস । 



২১) ব্যান্ডিড করিডোরাস । 



২২) পিগমি করিডোরাস ।



২৩ ) কমন প্লেকো ।



২৪ ) জেব্রা প্লেকো ।



২৫) ব্ল্যাক হাই ফিন প্লেকো ।



২৬) অরেঞ্জ টিপড প্লেকো । ইত্যাদি আরো অনেক মাছ আছে যারা জলের উপর থেকে অক্সিজেন নিয়ে বেঁচে থাকে , এই সব মাছেদের জন্য বাইরে থেকে অ্যাকুরিয়ামের জলে অক্সিজেন সরবরাহ করার দরকার হয় না ।

              

Comments

  1. Fighter fish কে কীভাবে ডিম পড়ানো জায়

    ReplyDelete
  2. একটি বড় গোল জারে একটা মাঝারি সাইজের গোল্ড ফিস এবং ছোট গোল্ড ফিস রাখা হয়েছে এদের খাবার কয়বার দিতে হবে এবং কিভাবে যত্ন নিলে অনেকদিন বেঁচে থাকবে?

    ReplyDelete
    Replies
    1. It's too tough to keep gold fish in gol jar. At first ,you have to attach a good quality filtration system with oxygen. Don't turnoff your filtration system more than 30 minutes. Remember 1 inch size goldfish have required 4 liter water
      With filtration system. Always use soft water for goldfish. You can feed them twice a day as they consume within 2 minutes.

      Delete

Post a Comment

Popular posts from this blog

গাপ্পি মাছ ( guppy fish )

অ্যাকুরিয়ামের মাছের অসুখ ( aquarium fish diseases)

মাছ কি খেতে ভালো বাসে / অ্যাকুরিয়ামের মাছ কি ধরনের খাবার সব থেকে পছন্দ করে ( aquarium fish food ) ?