দোলের দিন মাছের যত্ন

দোলের দিন আমাদের কাছে খুব আনন্দের দিন , কিন্তু জেনে রাখবেন ঐ দিন মানুষ ছাড়া যে কোন প্রাণীর কাছেই আতঙ্কের হয়ে উঠতে পারে , আমাদের সামান্য অসতর্কতার কারনে , যেমন কোন পশু , পাখি , গাছ প্রভৃতির গায়ে রং বা আবীর দিলে তাদের প্রান সংশয় পর্যন্ত হতে পারে । তেমনি আপনাদের ঘরে ভিতরে থাকা অ্যাকুরিয়ামের মাছ গুলিও আপনাদের খুব সামান্য অসতর্কতার কারনে অসুস্থ হয়ে পড়তে পারে বা এমনকি মারাও যেতে পারে । এখন দেখে নেওয়া যাক কি কি সতর্কতা গ্রহন করলে আমাদের মাছ গুলির কোন ক্ষতি হবে না ।


১) যে ঘরে অ্যাকুরিয়াম আছে সেই ঘরে আবীর খেলবেন না , আবীরের কনা উড়ে গিয়ে অ্যাকুরিয়ামের জলে পড়তে পারে  । অ্যাকুরিয়ামের জলে আবীর পড়লে মাছ মারা যেতে পারে ।


২) যে ঘরে অ্যাকুরিয়াম আছে সেই ঘরে  নিজের মাথা বা জামা কাপড় থেকে আবীর ঝাড়বেন না । অ্যাকুরিয়ামের জলে আবীরের গুড়ো পড়লে মাছ মারা যেতে পারে । বিশেষ সতর্কতা মূলক ব্যাবস্থা হিসাবে অ্যাকুরিয়ামটি একটি পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখুন ।


৩) দোলের দিন হাতে রং লেগে থাকে তাই ঐ দিন অ্যাকুরিয়ামের মাছেদের হাত দিয়ে খেতে দেবেন না , কোন চামচ দিয়ে খেতে দেবেন । যতদিন না , হাতের রং ভালো করে না ওঠে ততদিন হাত দিয়ে মাছেদের খেতে দেবেন না  । মনে রাখবেন , রঙের সামান্য পরিমান যদি অ্যাকুরিয়ামের জলে মিশে যায় তাহলে অ্যাকুরিয়ামের মাছ মারা যাবে ।


৪) মাছের খাবারে যেন কোন ভাবেই রঙ বা আবীরের কনা না মিশে যায় , সে দিকে খেয়াল রাখবেন । 


দোলের দিন সবাই মিলে খুব খুব আনন্দ করুন কিন্তু কোন প্রাণী এবং গাছের গায়ে রং , আবীর একেবারেই দেবেন না । কোন পশু ,  পাখি , গাছ  ,মাছ অসুস্থ হলে বা মারা গেলে আনন্দ টাই মাটি হয়ে যাবে ।


        দোলে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও  ভালোবাসা ।

Comments

Popular posts from this blog

গাপ্পি মাছ ( guppy fish )

অ্যাকুরিয়ামের মাছের অসুখ ( aquarium fish diseases)

মাছ কি খেতে ভালো বাসে / অ্যাকুরিয়ামের মাছ কি ধরনের খাবার সব থেকে পছন্দ করে ( aquarium fish food ) ?