রোসি বার্ব ( barbus conchonius)





প্রাপ্তি স্থান  ( origins) এই মাছ এশিয়া মহাদেশের মধ্যে বার্মা , বাংলা দেশ , ভারত বর্ষের উত্তর ভাগে  এবং উত্তর পূর্ব দিকে আসাম , উত্তর বঙ্গ এ  এই মাছ নদি নালা খাল বিল পুকুরে দেখতে পাওয়া যায়


রোসি বার্ব মাছ কত ধরনের দেখা যায় ( species) ?  এই মাছ মোটা মুটি দুটি রং এর দেখা জায়,একটি হলুদ রঙের আর একটি সবুজ রঙের এই দুটি রঙের মাছ এর দুই ধরনের লেজ দেখা যায় একটি সাধারন লেজ অন্যটি লম্বা লেজ( vail tail) এর হয়


রোসি বার্ব এর স্বভাব চরিত্র কেমন হয় ( habit and nature )? এই মাছ খুব শক্ত ধাঁচের নতুন যারা মাছ পোষা শুরু করবেন তাদের জন্য এই  মাছ একেবারে উপযুক্ত এই মাছ খুব চঞ্চল প্রকৃতির  , ছট ফটে স্বভাব এর হয়  সারা দিন ধ রে খেলে বেড়ায় , একটু কামড়াবার স্বভাব আছে তবে এক সঙ্গে ৬/৮ পিস রাখলে সাধারনত কামড়ায় না এই মাছ এক সঙ্গে অনেক মাছের সঙ্গে রাখা যায় , তবে সব মাছেদের সঙ্গে নয় সাধারনত স্যোসাল অর্থাৎ যে সমস্ত মাছে দের সঙ্গে এদের রাখা যায় ,তাদের সঙ্গে ভাল ভাবে মিলে মিশে থাকে ।


রোসি বার্ব মাছ কত দিন বাঁচে ( life span ) ? এই মাছ ৫ থেকে ৭ বৎসর পর্যন্ত বেঁচে থাকতে পারে


রোসি বার্ব মাছ কত বড় হয় ( size) ? এই মাছ ৪ থেকে ৪.৫ ইঞ্চি পর্যন্ত বড় হয়ে থাকে



রোসি বার্ব মাছ  কোন কোন মাছ এর সঙ্গে এক সাথে থাকে  ( compatible) ?  

যে সমস্ত মাছ গুলি রোসি বার্ব মাছের সঙ্গে ভালো ভাবে রাখা যায় , সেগুলি হল 

) যে কোন ছোট জাতের বার্ব 
২) মলি  ৩)গাপ্পি  ৪) টাইগার সার্ক ৫) সিলভার সার্ক ৬) রেইনবো সার্ক ৭) রেড টেল সার্ক ৮) কার্প ৯) উইডো টেট্রা ১০) রেড আই টেট্রা ১১) বুয়েনার্স টেট্রা ১২)সারপে টেট্রা ১৩) পিকক রেইনবো ১৪) বসমনি রেইনবো ১৫) স্কারলেট রেইনবো ১৬) রেমি রোসি ১৭) যে কোন ছোট জাতের ক্যাট ফিশ ১৮) যে কোন প্লাটি  ১৯) গোরামি ইত্যাদি ।


রোসি বার্ব কোন কোন মাছের সঙ্গে রাখা যায় না (not compatible) ?
                                                                         রোসি বার্ব যে সমস্ত মাছেদের সঙ্গে রাখা যায় না , সেই মাছ গুলি হল ) যে কোন আফ্রিকান সিক লিড ২) অস্কার ৩) প্যারট ৪) পিরানাহা ৫) ফায়ার মাউথ  )গোল্ড ফিশ  ) এঞ্জেল  ইত্যাদি


রোসি বার্ব মাছের খাদ্য কি/ রোসি বার্ব মাছ কি খেতে ভাল বাসে ( foods and feeding) ? এই মাছ জ্যান্ত এবং শুখনো দু ধরনের খাবার খেতে পারে জ্যান্ত খাবারের মধ্যে কেঁচো ,ব্লাড ওয়ার্ম  , মশার লার্ভা খেতে খুব ভালবাসে শুখনো খাবারের মধ্যে বিভিন্ন কোম্পানির ফ্রিজ ড্রাই  করা জ্যান্ত খাবার  , এছাড়া  দানা  খাবার এবং ফ্লেক ফুড   এরা ভাল খায়



রোসি বার্ব মাছ রাখার জন্য কত বড় অ্যাকুরিয়াম দরকার ( aquarium size ) ? এই মাছ ভাল ভাবে রাখার জন্য অন্তত ৩০ লিটার এবং এর অধিক বড় সাইজ এর


রোসি বার্ব মাছ রাখার জন্য কত তাপমাত্রা প্রয়োজন হয় ( temperature ) ? এই মাছ ২২ থেকে ২৮ ডিগ্রি সেন্টি গ্রেড তাপমাত্রায় সব থেকে ভাল থাকে তবে ২০ থেকে ৩২ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা এই মাছ সহ্য করতে পারে


রোসি বার্ব মাছ রাখার জন্য কত ( ph ) প্রয়োজন হয় ?
এই মাছ রাখার জন্য . থেকে ph  রাখা ভাল


রোসি বার্ব মাছ এর জন্য জলের হার্ড নেস কত রাখা ভাল ( water hardness ) ?  এই মাছের জন্য ৫০ থেকে ১০০ মিলি গ্রাম প্রতি লিটার ( dgh) ভাল


রোসি বার্ব মাছ এর অ্যাকুরিয়াম কি ধরনের পাথর ব্যাবহার করা যায় ( aquarium substrate) ? এই মাছ রাখার জন্য যেকোনো ভাল বালি ,  পাথর  ব্যাবহার করা যায় তবে খেয়াল রাখবেন এমন কোন জিনিস জলে দেবেন না যাতে জলের হার্ড নেস  বেড়ে যায় যেমন কোরাল ,ডেড রক  , যে সমস্ত ন্যাচারাল পাথর চিক চিকে ভাব আছে , শাঁখ ,কড়ির জিনিস  ,ঝিনুক ইতাদি


রোসি বার্ব মাছ এর জন্য কেমন আলো লাগান ভাল ( lightning) এই মাছের জন্য  যে কোন লাইট ব্যাবহার করা যায়


রোসি বার্ব মাছের অ্যাকুয়ারিয়ামএ কি কি ফিল্টার ব্যবহার করা যায় ( filtration) ? এই মাছ এর জন্য যে কোন ভাল ফিল্টার লাগানো যায়  আন্ডার গ্রাভেল ফিল্টার , কর্নার ফিল্টার  , বায়ো স্পঞ্জ  ফিল্টার , পাওয়ার ফিল্টার  , ওভার হেড ফিল্টার ইত্যাদি খেয়াল রাখবেন এই মাছ জলের হাল্কা স্রোত পছন্দ করে 


রোসি বার্ব মাছ ভাল রাখার জন্য জল পাল্টাবার পদ্ধতি কি ( water change ) ?  প্রতি সপ্তাহে ২৫ শতাংশ জল বদল করুন এতে মাছ এর রং এবং  চেহারা ভাল থাকবে জল পাল্টাবেন অন্তত ২৪ ঘন্টা বাসি জল দিয়ে এবং একই তাপমাত্রা জল দিয়ে


রোসি বার্ব মাছের ছেলে মেয়ে চেনার উপায় কি ( male / female) ? এই জাতের মাছের ছেলে মাছ এর রং  মেয়ে মাছের তুলনায় অনেক উজ্জ্বল হয় বিশেষত মাছের তলার দিক লাল রং এর হয়  আবার মেয়ে মাছ এর শরীরের গড়ন ছেলে মাছ এর তুলনায় চওড়া এবং একটু মোটা হয়


রোসি বার্ব মাছের বাচ্চা তোলার উপায় কি ( breeding) ? এই জাতের মাছের বাচ্চা তুলতে হলে যা যা উপকরন লাগবে সেগুলি হল  ) ২০০ লিটার ক্ষমতা সম্পন্ন একটি  ট্যাঙ্ক ,) কিছু জ্যান্ত গাছ অথবা  নাইলন এর মপ ) অন্তত ১০ থেকে ১২টি প্রাপ্ত বয়স্ক মাছ যাদের মধ্যে /৬টি পেটে ডিম ভর্তি মেয়ে মাছ ট্যাঙ্ক জল ভর্তি করে দু দিন বাসি করুন  ওই জলে জ্যান্ত গাছ অথবা মপ ভাসিয়ে দিন তারপর মাছগুলি ওই জলে ছেড়ে দিন  পর দিন ভোর বেলা মাছে ডিম পাড়বে ওই মপ এর গায়ে অথবা গাছের গায়ে এই মাছের ডিম আঠাল , ডিম গুলি বেশির ভাগ ডিম আটকে জায় গাছ এর গায়ে আর অল্প কিছু ডিম ট্যাঙ্ক এর মেঝে তে পড়ে থাকে ডিম পাড়া হয়ে গেলে মাছ গুলি বড় ফাঁকের নেট দিয়ে তুলে নেবেন , যাতে মেঝেতে পড়ে থাকা ডিম গুলো মাছ তোলার সময় নষ্ট না হয় ডিম পাড়া শেষ হলেই বড় মাছ গুলো তাড়া তাড়ি তুলে নেবেন কারন ডিম পাড়া শেষ হলেই নিজেরাই ডিম গুলি খেয়ে  নেবে মাছ গুলি তুলে নেবার পর ওই জলে একটু ডিপ করে মেথিলিন  ব্লু  মেশাতে হবে , ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ডিম ফুটে বাচ্চা বের হয় এক দিন পরে খুব মিহি করে ছাঁকা ডাফনিয়া  দিতে পারেন


রোসি বার্ব মাছের কি কি রোগ বেশি হয় এবং তার প্রতিকার কি ( disease and treatment ) ? এই মাছের যে সমস্ত রোগ গুলি বেশি হয় সেগুলি হল ) হোয়াইট স্পট  মাউথ ফাঙ্গাস  )লেজ পচা বা পাখনা পচা রোগ )বডি ফাঙ্গাস


) হোয়াইট স্পট এই রোগ হলে মাছের সারা গায়ে সাদা সাদা ছোট ছোট পোস্তর দানার মত দাগ দেখতে পাওয়া যায় , মাছ অ্যাকুরিয়াম এর ভিতরের জিনিস পত্রের গায়ে বারং বার গা চুলকাতে থাকে , ছট ফট করতে থাকে খাওয়া বন্ধ করে দেয় সঠিক সময়ে চিকিৎসা না হলে মৃত্যু অবশ্যম্ভাবী

প্রতিকার এটি একটি পরজীবী ঘটিত রোগ , এই রোগ সাধারনত হটাৎ জলের তাপমাত্রার পরিবর্তনের কারনে হয় এই রোগ হলে প্রথমে জলের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেন্টিগ্রেড করুন , অক্সিজেন এর পরিমান কমান তার পর ওই জলে আন্টি প্যারাসাইট মেডিসিন পরিমান মত ব্যাবহার করুন



মাউথ ফাঙ্গাস এই রোগ হলে মাছের দুটি ঠোঁট সাদা রঙের হয়ে যায় মাছ সাধারনত জলের উপরি ভাগে ভাসতে থাকে অনেক সময় অ্যাকুরিয়াম এর নিচেও এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে দেখা যায় ভীষণ সংক্রামক রোগ , সঠিক সময়ে চিকিৎসা না  করলে মৃত্যু অবধারিত


প্রতিকার এই রোগ সাধারনত হটাত ঠাণ্ডা লেগে হয় এই রোগ হলে প্রথমে জলের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেন্টিগ্রেড নিয়ে আসুন তারপর জলে প্রতি ১০ লিটার জলে গ্রাম হিসাবে মেরিন সল্ট দিন না পেলে সন্ধক লবন দিন ,আর কোন ভাল কোম্পানির আন্টি মাউথ ফাঙ্গাস ওষুধ পরিমান মত দিন



লেজ পচা বা পাখনা পচা রোগ ঃ এই রোগ হলে মাছের লেজ বা পাখনা পচে যায় ,বা এক সঙ্গে লেজ এবং পাখনা দুই পচন ধরে , আস্তে আস্তে পুরো লেজ বা পাখনা নস্ট হয়ে যায় এবং যথা সময়ে চিকিৎসা না হলে মাছ মারা যায়। এই রোগ খুবই ছোঁয়াচে ।

প্রতিকার ঃ এই রোগ হলে প্রথমেই অ্যাকুরিয়ামের জল অর্ধেকটা পাল্টে দিন এবং,ফিল্টার ভাল করে ধুয়ে দিন ।ভাল থারমস্টাট হিটার অ্যাটাচ করে জলের তাপমাত্রা  ৩০ ডিগ্রি সেন্টিগ্রেড এ নিওন্ত্রন করুন ।জলে ৫ গ্রাম প্রতি লিটার হিসাবে মেরিন সল্ট অথবা সন্ধক লবন দিন ।এর সঙ্গে ভাল অ্যাটি টেল রট মেডিসিন পরিমান মত ব্যাবহার  করুন ।


বডি ফাঙ্গাস ঃ এই রোগ হলে মাছের গায়ে ঘা এর মতন হয় , এই ঘা শরীরের যে কোন অংশে হতে পারে , এই ঘা পরজীবী ঘটিত কারনে হয় ।সাধারনত জল খুব অপরিস্কার থাকলে এই রোগ হয়  ।মাছের গায়ে এইধরনের কোন রকম ঘা দেখতে পেলেই সত্বর প্রতিকারের ব্যাবস্থা করবেন । নাহলে মাছ বাঁচাতে পারবেন না ।

প্রতিকার ঃ এইরোগ হলে প্রথমেই অ্যাকুরিয়ামের জল এবং ফিল্টার পরিস্কার করে দিন । জলে ৫গ্রাম প্রতি লিটার হিসাবে লবন দিন এবং কোন ভাল আন্টি ফাঙ্গাস ওষুধ দিন ।




Comments

Popular posts from this blog

গাপ্পি মাছ ( guppy fish )

অ্যাকুরিয়ামের মাছের অসুখ ( aquarium fish diseases)

মাছ কি খেতে ভালো বাসে / অ্যাকুরিয়ামের মাছ কি ধরনের খাবার সব থেকে পছন্দ করে ( aquarium fish food ) ?