অ্যাকুরিয়াম দিয়ে ভাগ্য পরিবর্তন করুন ( aquarium setup angle ) ।

বর্তমানে আমাদের জীবনে অ্যাকুরিয়াম একটি আসবাব পত্রের মত স্থান করে নিয়েছে । বিভিন্ন জিনিস পত্র দিয়ে আমরা আমাদের ঘর সাজিয়ে থাকি , যাতে আমাদের ঘর দেখতে খুব সুন্দর লাগে এবং ঘরে ঢুকলে মন ভালো হয়ে যায় । এই মন আরো ভালো হয়ে যায় যদি ঘরের মধ্যে একটি সুন্দর অ্যাকুরিয়াম বসানো থাকে । আপনি আপনার ঘরে যে ফার্নিচারই রাখুন না কেন একটি অ্যাকুরিয়াম আপনার ঘরের শোভা হাজার গুন বাড়িয়ে দেবে , তাই এখন প্রায় প্রতি বাড়িতেই অ্যাকুরিয়াম রাখার রেওয়াজ এসেছে । শুধু দেখতে ভালো লাগাই নয় , একটি অ্যাকুরিয়াম ঘরের মধ্যে বসিয়ে খুব সহজেই আপনি আপনার ভাগ্য  পরিবর্তন করতে পারবেন ।  অ্যাকুরিয়াম রেখে আপনি আপনার অভীষ্ট কামনা পুরন করতে  ঘরের মধ্যে সঠিক দিকে অ্যাকুরিয়ামটি রাখুন । চাইনিজ ফেংসুই মতে , ঘরের এক একটি দিক আপ নার এক একটি মনস্কামনা পূরন করতে সক্ষম , যদি সেই দিকে একটি অ্যাকুরিয়াম রেখে তার মধ্যে রঙ্গিং মাছ রাখা যায় । 


জেনে নিন কোন দিকে অ্যাকুরিয়াম বসালে কি কি মনস্কামনা সহজেই পূরন হয় ঃ 


১) পূর্ব দিক ( east ) ঃ  এই দিকে অ্যাকুরিয়াম রাখলে , পরিবারে শান্তি থাকে , পরিবারের সদস্যদের সকলের মন ভালো থাকে ।


২) দক্ষিণ পূর্ব ( south east ) ঃ এই দিকে অ্যাকুরিয়াম রাখলে  বাড়ির সকলের সাস্থ ভালো থাকে ।


৩) দক্ষিণ ( south ) ঃ ঘরের দক্ষিণ দিকে অ্যাকুরিয়াম বসালে , মান , যশ , খ্যাতি বৃদ্ধি পায় ।



৪) দক্ষিণ পশ্চিম ( south west ) ঃ ঘরের দক্ষিণ পশ্চিম দিকে অ্যাকুরিয়াম রাখলে বাড়ির সকলের মধ্যে সম্পর্ক খুব ভালো থাকে । অবিবাহিতদের বিবাহ যোগ ,  সুখি দাম্পত্য জীবন লাভ করা যায় ।

৫) পশ্চিম দিক ( west ) ঃ ঘরের এই দিকে অ্যাকুরিয়াম রাখলে বাড়ীর বাচ্চাদের ক্রিয়েটিভিটি বাড়ে , অর্থাৎ লেখা পড়ায় মনোযোগ বাড়ে , খেলা ধুলা , গান বাজনা , হাতের কাজ প্রভৃতি ক্ষেত্রে প্রভূত উন্নতি হয় ।


৬) উত্তর পশ্চিম দিক ( north west ) ঃ এই দিকে অ্যাকুরিয়াম বসালে , বাড়িতে অতিথি আগমন হয় । সজ্জন , সুপরামর্শ দাতা ব্যাক্তিদের সাথে যোগাযোগ বৃদ্ধি ঘটে এবং বাড়িতে আগমন ঘটে  ।


৭) উত্তর দিক ( north ) ঃ ঘরের এই দিকে অ্যাকুরিয়াম রাখলে  ভালো কেরিয়ার তৈরি হবে , চাকুরিতে , ব্যাবসায় উন্নতি হবে ।


৮) উত্তর পূর্ব দিক ( north east ) ঃ ঘরের এই দিকে অ্যাকুরিয়াম রাখলে  মনের বিকাশ ঘটে , আধ্যাত্মিক চেতনা র উন্মেষ ঘটে , মনে ঈশ্বর চেতনা জাগে ।


মনে রাখবেন শুধু একটি অ্যাকুরিয়াম বসিয়ে দিলেই হবে না , সেখানে কিছু নিয়ম পদ্ধতি মেনেও চলতে হবে । না হলে বিপরীত ফল হয়ে যেতে পারে ।

১) অ্যাকুরিয়াম টি পরিস্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে । মনে রাখবেন অ্যাকুরিয়ামের জল ভালো রাখবেন , জল থেকে যেন দুর্গন্ধ না বের হয় বা আঁশটে গন্ধ না হয় । অ্যাকুরিয়াম অপরিষ্কার অবস্থায় রাখলে কিন্তু কোন শুভ ফল পাওয়া যাবে না , উল্টে খারাপ ফল হতে পারে ।

২) অ্যাকুরিয়ামের মাছেদের দিনে একবার খাবার অবশ্যই দেবেন , মাছেদের না খাইয়ে রাখবেন না । যদি কখনো ছুটি কাটাতে বাড়ির বাইরে যান , তাহলেও কোন চিন্তা নেই , কারন এখন ৩০ দিন পর্যন্ত  চলার মত হলিডে ফিশ ফুড  অ্যাকুরিয়ামের দোকান গুলিতে কিনতে পাওয়া যায় । এই খাবার ব্যাবহার করাও অত্যন্ত সহজ ।

৩) অ্যাকুরিয়ামের কাঁচ চকচকে করে রাখবেন ।

৪) অ্যাকুরিয়ামের আকার নিয়ে কোন চিন্তার কোন কারন নেই । আপনি যে কোন শেপ এর অ্যাকুরিয়াম রাখতে পারেন । চার চৌক , আয়ত ক্ষেত্রকার , গোল অ্যাকুরিয়াম যে কোন শেপ এর অ্যাকুরিয়ামেই মাছ রাখতে পারেন ।


৫) অ্যাকুরিয়ামে যে মাছ ই রাখুন না কেন , অ্যাকুরিয়ামের মধ্যে উজ্জ্বল লাল রঙের এবং কালো রঙের মাছ অবশ্যই রাখবেন । এতে আপনার উন্নতি দ্রুত হবে ।


৬) শোবার ঘরে যদি অ্যাকুরিয়াম রাখেন , তাহলে ঐ অ্যাকুরিয়ামে কোন মাংসাশী মাছ রাখবেন না , এতে ক্ষতি হতে পারে ।


৭) মনে রাখবেন আপনার বাড়ির বা ফ্ল্যাটের দক্ষিন পুর্ব কোনে যে ঘর আছে সেই ঘরে কখনো অ্যাকুরিয়াম রাখবেন না , কারন বাড়ির দক্ষিন পুর্ব কোন হোল অগ্নি কোন । এই কোনে অ্যাকুরিয়াম রাখলে অশুভ ফল দেবে ।




 

Comments

Post a Comment

Popular posts from this blog

গাপ্পি মাছ ( guppy fish )

অ্যাকুরিয়ামের মাছের অসুখ ( aquarium fish diseases)

মাছ কি খেতে ভালো বাসে / অ্যাকুরিয়ামের মাছ কি ধরনের খাবার সব থেকে পছন্দ করে ( aquarium fish food ) ?