ক্রোকোডাইল মাছ অ্যাকুরিয়ামে রাখা হয় কেন ( activity of sucker mouth cat fish ) ?

 ক্রোকোডাইল মাছ দেখতে খুব একটা ভালো না হলেও অ্যাকুরিয়ামে এই মাছ খুব গুরুত্বপূর্ণ ভুমিকা নিয়ে থাকে । আমাদের পরিবেশে কাক , চিল , শকুনের যে ভুমিকা আছে  এই মাছেরও ঠিক তেমনি ভুমিকা আছে । কাক , চিল শকুন কে ঝাড়ুদার পাখি বলা হয় , তার কারন হল এই সব পাখিরা আমাদের পরিবেশের নোংরা আবর্জনা খেয়ে নিয়ে পরিবেশ কে ভালো রাখতে ভীষণ রকম সাহায্য করে । ঠিক তেমনি ক্রোকোডাইল মাছও অ্যাকুরিয়ামের ময়লা খেয়ে নিয়ে অ্যাকুরিয়ামের পরিবেশকে ভালো রাখতে খুবই সাহায্য করে । দেখে নেওয়া যাক ক্রোকোডাইল মাছ ঠিক কিভাবে অ্যাকুরিয়ামের জল কে ভালো রাখতে সাহায্য করে ।


প্রথমেই আলোচনা করব এই মাছের খাদ্য খাবার নিয়ে । যারা অ্যাকুরিয়ামের মাছ পুষে থাকেন , তাদের প্রায় প্রত্যেকেই জানেন যে এই মাছ অন্য মাছের পায়খানা খেয়ে নিয়ে অ্যাকুরিয়ামের জল পরিস্কার রাখে । এই তথ্য ঠিক আবার পুরোটাও ঠিক নয় , কারন আমরা ভাবি এই মাছ অন্য মাছের পায়খানা খেয়ে নেয় , কিন্তু না , এই মাছ সব সময় মাছের পায়খানা খায় না । বলতে গেলে বেশির ভাগ সময় ই খায় না । তাহলে প্রশ্ন হল কখন পায়খানা খায় বা কেন খায় ? অ্যাকুরিয়ামে আমরা অন্যান্য যে সমস্ত মাছগুলি রাখি সেই সব মাছের সাইজ এবং জাতের উপর তাদের খাবারের পরিমান নির্ভর করে । যদি আপনি আপনার অ্যাকুরিয়ামের মাছেদের সঠিক পরিমান খাবার দিয়ে থাকেন , তাহলে ওই সব মাছ গুলি যে পায়খানা করবে , সেই পায়খানার মধ্যে কার্বোহাইড্রেড এবং প্রোটিনের পরিমান থাকে না বললেই চলে ।  সঠিক পরিমানে মাছেদের খাবার দিলে , ওই খাবারের প্রায় ১০০ শতাংশ মাছেরা হজম করে ফেলে । মাছেরা যখন এই ধরনের পায়খানা করে , সেই পায়খানা সহজে অ্যাকুরিয়ামের জলে গুলে গিয়ে জল খারাপ করে না , এবং এই পায়খানা ক্রোকোডাইল মাছেও খায় না কারন ওই পায়খানার মধ্যে নিজের শরীরের কাজে লাগাবার মত কোন উপাদানই অবশিষ্ট থাকে না । আপনি যখন অ্যাকুরিয়ামের মাছেদের বেশি খেতে দিয়ে ফেলেন তখন কিন্তু মাছেরা সমস্ত খাবার হজম করতে পারে না , তখন কিন্তু মাছেরা যে পায়খানা করে তার মধ্যে বেশ কিছুটা পরিমান কার্বোহাইড্রেড এবং প্রোটিন থেকে যায় । মাছেরা যখন এই ধরনের পায়খানা করে তখন ওই পায়খানা সহজেই আপনার অ্যাকুরিয়ামের জলে গুলে গিয়ে জলকে ঘোলা করে দেবে এবং দূষিত করে দেবে । আপনারা নিশ্চয় জানেন যে , জল ঘোলা হওয়া বা দূষিত হওয়া মানেই মাছের অসুখ কে চিঠি দিয়ে নিমন্ত্রন করার সামিল । যেহেতু ঐ পায়খানার মধ্যে  ক্রোকোডাইল মাছ নিজের প্রয়োজনীয় খাবার অর্থাৎ প্রোটিন এবং কার্বোহিড্রেড পেয়ে যায় তাই ঠিক এই খারাপ পায়খানার দ্বারা জল দূষিত হবার আগে ই ক্রোকোডাইল মাছ ওই পায়খানা খেয়ে নিয়ে  আপনার অ্যাকুরিয়ামকে দূষিত হবার হাত থেকে রক্ষা করে । 


              ক্রোকোডাইল মাছ অ্যাল্গা খেতেও খুব ভালোবাসে , তাই অ্যাকুরিয়ামকে অ্যাল্গার হাত থেকে রক্ষা করতেও অ্যাকুরিয়ামে ক্রোকোডাইল মাছ রাখা উচিত । এই মাছ অ্যাকুরিয়ামের কাঁচের গায়ে বা অ্যাকুরিয়ামের ভিতরে থাকা বিভিন্ন জিনিস পত্রের উপরে  এবং পাথরের উপরে জন্মানো  সবুজ অ্যাল্গা খেয়ে নিয়ে অ্যাকুরিয়ামকে পরিস্কার রাখতে খুবই সাহায্য করে থাকে । 

অ্যাকুরিয়ামে  সাধারনত দুই ধরনের অ্যাল্গা হয় একটি সুবুজ অ্যাল্গা এবং অন্যটি  বাদামি বা ব্রাউন অ্যাল্গা । এই দুই ধরনের অ্যাল্গাই অ্যাকুরিয়ামের কাঁচের গায়ে বা অ্যাকুরিয়ামের ভিতরের জিনিস পত্রের উপরে তৈরি হয় , দেখতে খুবই খারাপ লাগে । ক্রোকোডাইল মাছ সবুজ অ্যাল্গা খেলেও ব্রাউন অ্যাল্গা খায় না , কিন্তু এই মাছের স্বভাব  হল কাচের গায়ে অ্যাকুরিয়ামের বিভিন্ন জিনিসের ওপর বেয়ে বেড়ান ,ফলে কাঁচের গায়ে বা কোন জিনিস পত্রের ওপরে ব্রাউন অ্যাল্গা জমতে পারে না । অ্যাকুরিয়ামের জলের রঙ ব্রাউন রঙের হতে পারে কিন্তু জলের মধ্যে মিশে থাকা অ্যাল্গা পরিস্কার করার জন্য ভালো ফিল্টার ব্যাবহার করতে হবে , কিন্তু আলাদা করে অ্যাকুরিয়ামের ভিতরে হাত দিয়ে আর পরিস্কার করার প্রয়োজন হবে না । অ্যাকুরিয়ামের ভিতরে যত হাত না দেওয়া যায় ততই ভালো ।


     অ্যাকুরিয়ামের ভিতরে যেমন বেশ কিছু উপকারী ব্যাক্টেরিয়া জন্মায় , তেমনি বেশ কিছু অপকারি ব্যাক্টেরিয়াও জন্মায়। এই অপকারি ব্যাক্টেরিয়া বেশি জন্মায় অ্যাকুরিয়ামের কাঁচের গায়ে অ্যাকুরিয়ামের ভিতরে থাকা জিনিস পত্রের গায়ে । এই অপকারি ব্যাক্টেরিয়া গুলির সংখ্যায় যখন বেশি হয়ে যায় তখনই অ্যাকুরিয়ামের মাছের অসুখ করার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় । অ্যাকুরিয়ামের মধ্যে সব সুন্দর সুন্দর মাছেদের মধ্যে এই খারাপ দেখতে ক্রোকোডাইল মাছই কিন্তু ওই অপকারি ব্যাক্টেরিয়া গুলি নিজের অজান্তেই অ্যাকুরিয়ামের ভিতরে জমতে দেয় না , কারন এই মাছ নিজের চোষকের মত মুখ দিয়ে অ্যাকুরিয়ামের সর্বত্র চেটে বেড়ায় । এই ভাবে একটি ক্রোকোডাইল মাছ অ্যাকুরিয়ামের উপকার করে থাকে ।


        ক্রোকোডাইল মাছ অ্যাল্গা , অন্য মাছেদের পায়খানা খাওয়া ছাড়াও আরো নানা ভাবে সাহাজ্য করে যেমন অনেক সময় আবহাওয়ার কারনে অ্যাকুরিয়ামের অন্য মাছেরা কম খেলে , সেই বাড়তি খাবার এই মাছ খেয়ে নিয়ে অ্যাকুরিয়ামের জল খারাপ হতে দেয় না ,। অনেক সময় অ্যাকুরিয়ামের ভিতরে কোন মাছ মারা গেলে যদি আপনার মরা মাছটি অ্যাকুরিয়াম থেকে তুলে ফেলতে দেরী হয়ে যায় তাহলে অ্যাকুরিয়ামের জল পচে যাবার সম্ভাবনা তৈরি হয় , কিন্তু যদি আপনার অ্যাকুরিয়ামের মধ্যে ক্রোকোডাইল মাছ ছাড়া থাকে  তাহলে ঐ মরা মাছটি পচে  আপনার অ্যাকুরিয়ামের জল দূষিত হবার আগেই ক্রোকোডাইল মাছ ঐ মরা মাছটি খেয়ে নিয়ে অ্যাকুরিয়ামের জল কে ভালো রাখবে ,



Comments

Post a Comment

Popular posts from this blog

গাপ্পি মাছ ( guppy fish )

অ্যাকুরিয়ামের মাছের অসুখ ( aquarium fish diseases)

মাছ কি খেতে ভালো বাসে / অ্যাকুরিয়ামের মাছ কি ধরনের খাবার সব থেকে পছন্দ করে ( aquarium fish food ) ?