Posts

Showing posts from March, 2019

রোসি বার্ব ( barbus conchonius)

প্রাপ্তি স্থান   ( origins) ঃ এই মাছ এশিয়া মহাদেশের মধ্যে বার্মা , বাংলা দেশ , ভারত বর্ষের উত্তর ভাগে   এবং উত্তর পূর্ব দিকে আসাম , উত্তর বঙ্গ এ   এই মাছ নদি নালা খাল বিল পুকুরে দেখতে পাওয়া যায় । রোসি বার্ব মাছ কত ধরনের দেখা যায় ( species) ?   এই মাছ মোটা মুটি দুটি রং এর দেখা জায় , একটি হলুদ রঙের আর একটি সবুজ রঙের । এই দুটি রঙের মাছ এর দুই ধরনের লেজ দেখা যায় । একটি সাধারন লেজ অন্যটি লম্বা লেজ ( vail tail) এর হয় । রোসি বার্ব এর স্বভাব চরিত্র কেমন হয় ( habit and nature )? এই মাছ খুব শক্ত ধাঁচের । নতুন যারা মাছ পোষা শুরু করবেন তাদের জন্য এই   মাছ একেবারে উপযুক্ত । এই মাছ খুব চঞ্চল প্রকৃতির   , ছট ফটে স্বভাব এর হয়   । সারা দিন ধ রে খেলে বেড়ায় , একটু কামড়াবার স্বভাব আছে তবে এক সঙ্গে ৬ / ৮ পিস রাখলে সাধারনত কামড়ায় না । এই মাছ এক সঙ্গে অনেক মাছের সঙ্গে রাখা যায় , তবে সব মাছেদের সঙ্গে নয় । সাধারনত স্যোসাল অর্থাৎ যে সমস্ত মাছে দের সঙ্গে এদের রাখা যায় , তাদের সঙ্গে ভাল ভাবে মিলে মিশে থাকে । রোসি বার্ব মাছ কত দিন বাঁচে ( life span ) ? এই মাছ ৫ থেকে ৭ বৎসর পর্