অ্যাকুরিয়াম পরিচর্যা কিভাবে করা উচিত ( maintenance ) ?
যারা অ্যাকুরিয়ামে মাছ পোষেন ।তাদের মাছ ভালো রাখার জন্য কিছু কাজ নিয়ম মেনে করা উচিত। যে কাজ গুলি না করলে আপনার অ্যাকুরিয়ামের
মাছ হটাত করে মারা যেতে পারে বা অ্যাকুরিয়ামের জল ঘোলা হয়ে যেতে পারে। অ্যাকুরিয়ামের জল স্বচ্ছ না থাকলে মাছের
রোগ আসে এবং দেখতেও ভালো লাগেনা । ঠিক মত পরিচর্যার
অভাবে মাছ মারা গেলে মাছ পোষার সখটাই নষ্ট হয়ে যায় । অ্যাকুরিয়াম ঠিক মত পরিচর্যা করার জন্য
নিয়ম গুলি মেনে চললে আপনার অ্যাকুরিয়ামের জল এবং মাছ অনেকটাই ভালো থাকবে।
প্রতিদিন যে কাজ গুলি আপনাকে করতে হবেঃ
১) প্রথমেই
দেখবেন আপনার অ্যাকুরিয়ামের ফিল্টার গুলি ঠিক মতন চলছে কিনা । কারন অ্যাকুরিয়ামের ময়লা টেনে ফিল্টার
গুলি আঁটকে যেতে পারে। অনেক সময় ফিল্টারের প্লাগও খুলে যায়
বা আলগা হয়েও বন্ধ হয়ে যায়।
২) আপনার অ্যাকুরিয়ামের
জলের তাপমাত্রা চেক করে দেখবেন তাপমাত্রা সঠিক আছে কিনা । অনেক সময় হিটারের প্লাগ আলগা হয়ে যেতে
পারে , অনেক সময় হিটার খারাপ হয়ে থাকতে পারে, অন্য সময়ে যখন হিটার অ্যাকুরিয়ামে চালানো
হয় না সেই সময় প্রাকৃতিক কারনেও অনেক সময় জল হটাত করে ঠাণ্ডা হয়ে যেতে পারে । জল হটাত ঠাণ্ডা হয়ে গেলে ব্যাবস্থা
গ্রহন করবেন ।
৩) অ্যাকুরিয়ামের
আলো ঠিক মত জ্বলছে কিনা দেখে নেবেন । আলো নষ্ট
হয়ে গেলে সত্বর নতুন আলো এনে লাগাবেন । কারন আলোর
অভাবে অ্যাকুরিয়ামের ইকোসিস্টেম নষ্ট হয়ে যাবে ।
৪) প্রতিদিন
খেতে দেবার আগে এবং পরে আপনার অ্যাকুরিয়ামের মাছ গুলিকে ভালো করে পর্যবেক্ষণ করবেন। খেতে দেবার আগে লক্ষ করবেন মাছ গুলি
কোন রোগে আক্রান্ত হয়েছে কিনা । খেতে দেবার পরে লক্ষ করবেন মাছ গুলি
ঠিক মত খাচ্ছে কিনা ।
৫) আপনার অ্যাকুরিয়ামের
কোন জ্যান্ত গাছ মাটি থেকে উঠে গেলে ,ঠিক করে আবার বসিয়ে দিন ।
প্রতি সপ্তাহে যে কাজ গুলি করতে হবে ঃ
১) সপ্তাহে
১ বার জলের পি এইচ, নাইট্রোজেন
পরিক্ষা করবেন ।
২) মাছের ধরনের
উপর প্রয়োজনীয় পরিমানে জল চেঞ্জ করিবেন।
৩) যদি নতুন
অর্থাৎ অ্যাকুরিয়াম সেট আপ করার পর থেকে ২ মাসের কম বয়স
হয়ে থাকে, তাহলে ২০
থেকে ২৫ শতাংশ জল অবশ্যই চেঞ্জ করিবেন ।
৪) অ্যাকুরিয়ামের
নিচে যদি কোন ময়লা পড়ে থাকে, তাহলে সাইফোন পাইপ দিয়ে ওই ময়লা তুলে ফেলবেন । এতে আপনার অ্যাকুরিয়ামের ফিল্টার এর
ওপর চাপ কম পড়বে ।
৫) মাছের ব্যাবহার
ভালো করে লক্ষ করবেন, কারন অনেক
সময় মাছে ডীম পাড়ার জন্য প্রস্তুতি নিলে , সেই মাছ অন্য মাছেদের মারতে শুরু করে ।এমন দেখলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন
করবেন ।
৬) জ্যান্ত
গাছের পাতা পচে থাকলে কাঁচি দিয়ে কেটে ফেলুন ।
প্রতি মাসে যে কাজ গুলি করতে হবে ঃ
১) অ্যাকুরিয়ামের
কাঁচে বা নিচে শ্যাওলা বেশী হয়ে থাকলে পরিস্কার করে দিন ।
২) অ্যাকুরিয়ামের
আলো গুলির গা পরিস্কার করে দিন , আলোর গায়ে ময়লা বা শ্যাওলা জমে থাকলে আলো কম হয়ে যায় ।
৩) প্রতি মাসে
একবার সাইফোন পাইপ দিয়ে অ্যাকুরিয়ামের জল ৩০ থেকে ৪০ ভাগ ফেলে দিন । জল ফেলার সময় অ্যাকুরিয়ামের তলার ময়লাও
যেন বেরিয়ে যায় ।
৪) অ্যাকুরিয়ামের
গাছের জন্য ফার্টিলাইজার দিন।
৫)অ্যাকুরিয়ামের
ফিল্টার পরিস্কার করে দিন।
Comments
Post a Comment