অ্যাকুরিয়ামের মাছ বড় করবেন কিভাবে ?
অ্যাকুরিয়ামে মাছ অনেকেই পোষেন কিন্তু বেশিরভাগ সময়ই দেখা যায় মাছ গুলি ঠিকমত বাড়ছে না । আপনি মাছ কেনার পরে হয়ত ৫ / ৬ মাস হয়ে গেছে কিন্তু আপনার মাছ গুলি ঠিকমতন বাড়েনি । তবে এটা খেয়াল রাখবেন আপনি কি জাতের মাছ কিনেছেন , কারন সব জাতের মাছ সমান ভাবে বাড়ে না । যেমন আপনি যদি গাপ্পি মাছ কিনে থাকেন ওই মাছ সবথেকে বড় ছেলে মাছের ক্ষেত্রে ২ ইঞ্চি এবং মেয়ে মাছের ক্ষেত্রে ৩ ইঞ্চি পর্যন্ত বড় হয় । আবার টাইগার সার্ক , কার্প জাতের মাছ , গোল্ড ফিশ এই জাতের মাছগুলি র সর্বাধিক সাইজ অনেক বড় হয় , তাই স্বাভাবিক ভাবেই ছোট জাতের মাছের তুলনায় বড় জাতের মাছের বৃদ্ধি অনেকটাই বেশি হয় ।
কিছু নিয়ম মেনে চললে আপনার অ্যাকুরিয়ামের মাছ গুলির স্বাভাবিক বৃদ্ধি বজায় থাকবে ।
১) যে জাতের মাছ যে ধরনের জলে থাকে, সেই মাছ তেমন জলেই রাখুন , যেমন আপনি যদি soft জল ভালোবাসে এমন জাতের মাছ কেনেন , তাহলে ঐ জাতের মাছগুলিকে soft জলেই রাখুন । যদি হার্ড জল ভালোবাসে এমন মাছ কেনেন তাহলে ওই মাছ আপনি অবশ্যই হার্ড জলে রাখবেন । জল উল্টো পালটা হয়ে গেলে মাছের বৃদ্ধি অনেকটাই কমে যাবে ।
২) অ্যাকুরিয়ামে মাছ রাখার সময় মনে রাখুন , আপনি যে সব জাতের মাছ গুলি কিনতে চলেছেন সেগুলি সব এক ধরনের জলে থাকে কিনা । সফট জলে থাকার মাছ কিনলে শুধু ওই ধরনের মাছ ই কিনবেন , ঠিক বিপরিত ভাবে হার্ড জলে থাকার মাছ কিনলে শুধু ওই ধরনের মাছ ই কিনবেন এবং ওই মাছ গুলি তাদের পছন্দের জলেই রাখবেন ।
৩) অ্যাকুরিয়ামের প্রথম ২ মাস পরে থেকে , প্রতি সপ্তাহে ২৫ ভাগ জল বদল করে দেবেন ।
৪) প্রতি ২ সপ্তাহ পর পর সাইফন পাইপ দিয়ে অ্যাকুরিয়ামের নিচের পাথরের মধ্যে জমে থাকা ময়লা তুলে দেবেন ।
৫) অ্যাকুরিয়ামে যখন ই জল দেবেন ,একই জল দেবেন ।
৬) অ্যাকুরিয়ামে সমান তাপমাত্রার জল দেবেন ।
৭) জল ২৪ থেকে ৪৮ ঘন্টা পুরনো করে দেওয়া সব থেকে ভালো ।
৮) অ্যাকুরিয়ামের জলে পর্যাপ্ত পরিমানে অক্সিজেন সরবরাহ করবেন । জলে অক্সিজেনের পরিমান কম থাকলে মাছের বাড় কম হয় ।
৯) মাছ কে উপযুক্ত তাপমাত্রায় রাখবেন , মাছ বেশী ঠাণ্ডা বা বেশী গরম জলে রাখলে বৃদ্ধি কমে যায় ।
১০) অ্যাকুরিয়ামের মাছ কে দিনে ২ বার থেকে ৩ বার খেতে দিন । এর বেশি বার খেতে দেবেন না ।
১১) মাছ গুলিকে এমন মাপে খেতে দিন যাতে মাছ গুলি ওই খাবার ২ থেকে ৩ মিনিটের মধ্যে খেয়ে ফেলতে পারে । অতিরিক্ত খাবার দিলে জল খারাপ হয়ে জেতে পারে , জল খারাপ থাকলে মাছের বাড় অনেক কমে যাবে ।
১২) মাছ কে এমন খাবার দিন যাতে প্রোটিনের পরিমান বেশি থাকে ।
১৩) অ্যাকুরিয়ামের মধ্যে খুব বেশি পরিমানে মাছ রাখলে মাছ কম বাড়ে । অ্যাকুরিয়ামে মাছের পরিমান ঠিক রাখুন । অ্যাকুরিয়ামের মাছ রাখার সময় এটা মাথায় রাখবেন যে আপনি যে সমস্ত মাছ গুলি কিনছেন সেই মাছ গুলি সব চেয়ে কত বড় পর্যন্ত হয় ।
১৪) বড় জাতের মাছের সঙ্গে ছোট জাতের মাছ রাখলে ছোট জাতের মাছ গুলি কম বাড়বে ।
১৫) অ্যাকুরিয়ামে মাছের সাইজের মধ্যে সমতা রাখুন । অনেকেই আছেন যারা বেশ কতগুলি ছোট সাইজের মাছের সঙ্গে দু একটি বড় মাছ ছেড়ে দেন । এমন ভাবে মাছ রাখলে কিন্তু শুধু বড় সাইজের মাছ গুলি ই বাড়বে ,ছোট মাছ গুলি কিন্তু বাড়বে না ।
১৬) আপনি যেমন সাইজের মাছ রাখবেন সেই মাছ গুলি যাতে সহজেই খাবার গুলি খেয়ে নিতে পারে , এমন সাইজের দানা খাবারই দেবেন ।
১৭) মাছ কে এক খাবার না দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে নানান ধরনের খাবার দেবেন ।
Comments
Post a Comment