অ্যাকুরিয়ামে মাছ পোষার নিয়ম
অ্যাকুরিয়ামে মাছ পোষা শুরু করবেন কিভাবে ?
কাঁচের বাইরে থেকে রঙ্গিন মাছ দেখতে খুবই সুন্দর লাগে । আপনার বাড়িতে একটি অ্যাকুরিয়াম আপনার ঘরের সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দিতে পারে । রঙ্গিন মাছ দেখতে ভালো বাসেন না এমন মানুষ খুজে পাওয়া কঠিন । অনেকেই সখ করে বাড়িতে অ্যাকুরিয়াম এবং রঙ্গিং মাছ নিয়ে আসেন কিন্তু সঠিক ধারনা না থাকার ফলে , খুব তাড়াতাড়ি অ্যাকুরিয়ামের জল ঘোলা হয়ে যায় এবং মাছ মারা যায় । দু চার বার এমন ঘটনা ঘটার পরে মাছ পোষার সখ টাই নষ্ট হয়ে যায় ।
১) প্রথমে অ্যাকুরিয়ামের সাইজ নির্বাচন করুন ।
২) আপনি যে সাইজের অ্যাকুরিয়াম কিনেছেন সেই মত মাছ পছন্দ করুন । মনে রাখবেন আপনি যে সাইজের মাছ কিনছেন সেই মাছ যতটা লম্বা তার থেকে অ্যাকুরিয়ামের লম্বা যেন অন্তত ১০ গুন বড় হয় , অর্থাৎ’’ মাছের সাইজ যদি ২ ইঞ্চি হয় ,তাহলে ঐ মাছ রাখতে হলে অন্তত ২০ ইঞ্চি লম্বা এবং চওড়ায় কমপক্ষে ১০ ইঞ্চি অ্যাকুরিয়াম প্রয়োজন । যে মাছ টি আপনি পছন্দ করেছেন সেই মাছটি প্রাপ্ত বয়স্ক হলে কতটা বড় হবে সে দিকেও খেয়াল রাখ বেন ,না হলে মাছের সাইজ বাড়তে চাইবে না ।
৩) অ্যাকুরিয়ামে কত লিটার জল ধরে , সেই অনুপাতে মাছ রাখবেন । মাছের সাইজ ১ ইঞ্চি হলে , ঐ মাছটির জন্য ৮ লিটার জল প্রয়োজন । অর্থাৎ’’ আপনার অ্যাকুরিয়ামটিতে যদি ৩০ লিটার জল ধরে তাহলে ঐ একুরিয়ামটিতে ১ ইঞ্চি সাইজের সর্বচ্চ ৪ টি মাছ রাখা যায় বা ২ ইঞ্চি সাইজের ২ টি মাছ ।
৪) যে ধরনের মাছ আপনি রাখবেন , সেই মাছের প্রয়োজন মতন ফিল্টার ব্যাবহার করবেন ।
৫) আপনি যে মাছ গুলি পছন্দ করেছেন সেই মাছ গুলি একসঙ্গে থাকে কিনা দেখে নিন ।
৬) মাছের প্রয়োজন মত অ্যাকুরিয়ামের নিচে বালি বা পাথরের সাইজ নির্বাচন করুন ।
৭) মাছের প্রয়োজন মত জল দিন ,অর্থাৎ’’ যে মাছ যেরকম জলে থাকে , সেই মাছের জন্য সেই ধরনের জল দিন । সফট জলে যে মাছ থাকে সেই মাছের জন্য সফট জল দিন আবার যে মাছ হার্ড জলে থাকে সেই মাছের জন্য হার্ড জল ব্যাবহার করুন ।
৮) মাছের সাইজের সামঞ্জস্য রাখবেন , বড় সাইজের সঙ্গে ছোট সাইজের মাছ ছাড়বেন না ।
৯) যতই দেখতে ভালো লাগুক না কেন , অ্যাকুরিয়ামের মধ্যে রঙ করা পাথর বা বালি ব্যাবহার না করাই ভালো ।
১০) শুধুমাত্র আপনার দেখতে ভালো লাগার জন্য অ্যাকুরিয়ামের প্লাস্টিক এর গাছ রাখবেন না , এতে মাছের ক্ষতি হতে পারে । জ্যান্ত গাছ লাগান , অ্যাকুরিয়ামে জ্যান্ত গাছ থাকলে উপকার পাবেন ।
১১) প্রয়োজন মতো আলো লাগান , মাছ ভালো রাখতে হলে সঠিক আলো ব্যাবহার করা খুব গুরুত্বপূর্ণ ।
১২) অ্যাকুরিয়ামে এয়ার পাম্প এর হাওয়া নিয়ন্ত্রণ করবেন । মাছের প্রয়োজন মতন এয়ার পাম্প ব্যাবহার করবেন । কম পরিমান হাওয়া বা বেশি পরিমান হাওয়া দুটোই মাছের জন্য ক্ষতিকর ।
১৩) ভালো গুনমানের মাছ অ্যাকুরিয়ামে ছাড়বেন ।
১৪) রোগ গ্রস্থ মাছ কিনে অ্যাকুরিয়ামে ছাড়বেন না
১৫) এমন কোন অ্যাকুরিয়াম থেকে মাছ এনে ছাড়বেন না , যেখানে অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যাবহার করা হয়েছে ।
১৬) চৌবাচ্চায় চাষ করা হয়েছে এমন মাছ কিনে অ্যাকুরিয়ামে ছাড়ুন । বর্তমানে অ্যাকুরিয়ামের দোকান গুলিতে যে সমস্ত মাছ কিনতে পাওয়া যায় ,তার বেশীরভাগই পুকুরে চাষ করা হয় , এই মাছ দামে সস্তা হলেও এই মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম হয় । এই মাছ চট করে রোগগ্রস্থ হয়ে পড়ে । তাই দাম একটু বেশী হলেও চৌবাচ্চায় চাষ করা বা অ্যাকুরিয়ামে চাষ করা মাছ কিনুন , এই মাছ সহজে অসুস্থ হয় না ।
১৭) মাছের প্রয়োজন মত খাবার দিন । প্রতিদিন ১ থেকে ২ বার খাবার দিতে পারেন তবে খেয়াল রাখবেন খাবার দেবার পর , মাছ গুলি ঐ খাবার যেন ২ থেকে ৩ মিনিটের মধ্যে খেয়ে নেয় । না খাওয়া খাবার জলে থাকলে খুব তাড়াতাড়ি জল ঘোলা হয়ে যাবে , এবং মাছ অসুস্থ হয়ে পড়বে ।
১৮) হাতের কাছে একটি আলাদা অ্যাকুরিয়াম রাখুন যেটি হসপিটাল ট্যাঙ্ক হিসাবে ব্যাবহার করতে পারবেন । যখন নতুন কোন মাছ কিনবেন সেই মাছ সরাসরি আপনার প্রধান অ্যাকুরিয়ামে না ছেড়ে , নতুন মাছ গুলি ঐ হসপিটাল অ্যাকুরিয়াম টি তে অন্তত ৮ থেকে ১০ দিন রাখুন । যদি মাছ গুলি সুস্থ থাকে তাহলে ঐ মাছ টি বা মাছ গুলি আপনার প্রধান অ্যাকুরিয়ামটিতে ছাড়বেন । এই ৮ /১০ দিনের মধ্যে মাছ গুলির মধ্যে কোন রকম অসুস্থতার লক্ষন দেখা দিলে , প্রয়োজন মত চিকিৎসা করে নেতে পারবেন । অনেক সময় দেখা যায় আপনি যে মাছটি দোকান থেকে কিনলেন তার মধ্যে কোন রোগের লক্ষন দেখা যাচ্ছে না কিন্তু ঐ মাছটির সঙ্গে কোন রোগের ভাইরাস ,বা ব্যাক্টেরিয়া রয়েছে কিন্তু তখনও পর্যন্ত রোগের প্রকাশ ঘটেনি । এই রকম কোন মাছ যদি আপনি কিনে এনে আপনার প্রধান অ্যাকুরিয়ামের মধ্যে সরাসরি ছেড়ে দিলে ,ঐ মাছটির সাথে রোগের জীবানু আপনার অ্যাকুরিয়ামের মধ্যে চলে আসবে । ১, ২ , দিন পর বা অনেক সময় ছয় সাত দিন পরেও রোগ ফুটে বেরোয় । তখন আপনার অ্যাকুরিয়ামের সমস্ত মাছ গুলি রোগগ্রস্থ হয়ে পড়বে । যদি আপনি একটি হসপিটাল ট্যাঙ্ক ব্যাবহার করেন তাহলে এইরুপ ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না ।
Comments
Post a Comment