মলি মাছ কিভাবে বাঁচিয়ে রাখা যায়


অ্যাকুরিয়াম জগতে সব চেয়ে বেশি জনপ্রিয় যতগুলি জাতের  মাছ আছে , তার মধ্যে মলি মাছ অন্যতম । মলি মাছের নাম শোনেননি এমন লোক খুব কষ্ট করেও বোধ হয় খুঁজে পাওয়া যাবেনা । নতুন অ্যাকুরিয়াম করার সময় সবার আগে এই মাছ টির নাম আমাদের মনে আসে । এই জাতের মাছ খুব প্রতিকূল অবস্থাতেও বেঁচে থাকতে পারে , তাই অ্যাকুরিয়ামে মাছ পোষার সময় সবার আগে মলি মাছের নাম মনে পড়ে । অনেকেই বলে থাকেন যে মলি মাছ মরে যাচ্ছে , ২ / ৪ দিন পরে মাছ গুলি মারা যাচ্ছে , কি করব ?  এখন দেখে নেওয়া যাক কি কি কারনে মলি মাছ মরে যাচ্ছে আর কি কি করলে এই মাছ ভালোভাবে বাঁচিয়ে রাখা যায় ।


১) ভালো গুনমানের মাছ ঃ বর্তমানে যে সমস্ত মলি মাছ গুলি কিনতে পাওয়া যায় তার বেশীরভাগটাই পুকুরে চাষ করা । পুকুরে চাষ করা মলি মাছ গুলি দামে সস্তা হলেও এই মাছ গুলি অ্যাকুরিয়ামে মারা যাবার সম্ভাবনা ৮০ থেকে ৯০ শতাংশ । পুকুরের মাছ গুলি অ্যাকুরিয়ামে রাখার পর মারা যাবার যে সমস্ত কারন গুলি হয় সেগুলি হল , প্রথমত   ৯৯ শতাংশ  পুকুরের জল খুব সফট হয়ে থাকে , কিন্তু আমরা অ্যাকুরিয়ামে অতটা সফট জল ব্যাবহার করি না কারন আমরা আ্যকুরিয়ামে যে জল ব্যবহার করি সেটা মাটির তলার জল । মাটির তলার জল কোন ভাবেই পুকুরের জলের মত অতটা সফট হয় না , আর এটা মনে রাখবেন যে মাছ সফট জলে চাষ করা হয়েছে ,সেই মাছ কে যদি আপনি একটু হার্ড জলে রাখেন তাহলে মাছটি অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় । আবার পুকুরে থাকাকালিন মাছটি ওই পুকুরের জল থেকে এমন অনেক ধরনের খাবার খেয়ে থাকে যে খাবার গুলির পুষ্টি গুন  অনেক বেশি যেমন বেশ কিছু ধরনের অ্যাল্গা , ইনফিউজোরিয়া , এবং বেশ কয়েক রকমের জু প্ল্যাঙ্ক টন ইত্যাদি। ওই সমস্ত প্রকৃতির খাবার গুলি আপনি আপনার মাছ গুলি কে খাওয়ানোর জন্য সহজে সংগ্রহ করতে পারবেন না । প্রকৃতির খাবার খেয়ে বড় হওয়া মাছ গুলি যখন ওই খাবার পাবেনা  তখন মাছ গুলি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে । আপনারা নিশ্চয় জানেন যে শরীর দুর্বল হলে বিভিন্ন ধরনের রোগ চেপে ধরে । তাই সব থেকে ভালো হল চৌবাচ্চায় চাষ করা মাছ কেনা , কারন ওই মাছ গুলি সাধারন মাছের খাবার খাইয়ে বড় করা হয় । আপনি সহজেই ওই খাবার ,এমন কি তার থেকেও ভালো খাবার অ্যাকুরিয়ামের  দোকান থেকে  সহজেই কিনতে পেয়ে যাবেন । ওই খাবার খেয়ে মাছ গুলি আগের থেকেও শারীরিক ভাবে বেশি শক্তিশালী হয়ে উঠবে ফলে মাছের রোগও অনেকটাই কম হবে । 





২) অ্যাকুরিয়ামে মলি জাতের মাছ ছাড়ার সময় যদি ছেলে মাছের থেকে মেয়ে মাছের সংখ্যা বেশি রাখেন তাহলে মলি মাছ মারা যাবার সম্ভাবনা অনেকটা কম হবে । মলি মাছ রাখার সময় একটি ছেলে মাছ প্রতি অন্তত ২ টি বা তার বেশি মেয়ে মাছ রাখুন ।


৩) মলি মাছের অক্সিজেন অন্যান্য মাছের তুলনায় অনেকটাই কম লাগে । তাই এই মাছ অ্যাকুরিয়ামে রাখতে হলে জলে অক্সিজেনের সরবরাহ অবশ্যই নিয়ন্ত্রন করবেন । অ্যাকুরিয়ামের  জলে মাছের প্রয়োজনের তুলনায় বেশি অক্সিজেন সরবরাহ করলে মলি মাছের ঠাণ্ডা লেগে যায় । মলি মাছের ঠান্ডা লেগে অসুখ খুব বেশি হয় ।

৪)মলি মাছের অ্যাকুরিয়ামে ফিল্টার ২৪ ঘন্টা চালাবেন ।


৫) মলি মাছ অ্যাল্গা খেতে খুব ভালোবাসে , তাই অ্যাকুরিয়ামে মলি মাছ রাখতে হলে  জ্যান্ত গাছ অবশ্যই বসাবেন । জ্যান্ত গাছের গায়ে সহজেই অ্যাল্গা জন্মায় , মাছে ওই গুলি আনন্দের সঙ্গে খাবে ।

৬) মলি মাছ অ্যাকুরিয়ামে পুষলে    দিনের বেলায় অন্তত ৮ থেকে ১০ ঘন্টা আলো অবশ্যই জ্বালাবেন ।


৭) মলি মাছ কে পরি মান মত খেতে দেবেন , বেশি খাবার দিলে মাছ মারা যাবে । 


৮) মলি মাছ রাখার আ্যকুরিয়ামে ২৫ লিটার জল প্রতি ৫ গ্রাম অ্যাকুয়ারিয়াম সল্ট দিন । না পেলে ওই পরিমান সন্ধক লবন দিন ।

৯) সপ্তাহে ১ বার মলি মাছেদের সবজি খাবার খুব অল্প পরিমানে দেবেন , যেমন লেটুস শাক , সবুজ কড়াইশুটির দানা ছাড়িয়ে দেবেন , শসার   টুকরো , ট্মেটোর টুকরো দিতে পারেন তবে দানা এবং রসাল অংশ বাদ দিয়ে দেবেন । একবেলা রেখে খাবারের বাড়তি অংশ তুলে নেবেন ।

১০) অ্যাকুরিয়ামের জলে স্রোত যেন খুব বেশি না হয় ।


১১) অ্যাকুরিয়ামের জলে সামান্য পরিমান খাবার চুন দেবেন ।

১২ ) আ্যকুরিয়ামের জল হটাত করে পুরোটা পালটে দেবেন না । এই মাছের অ্যাকুরিয়ামের জল ২০ থেকে ৩০ ভাগের বেশি বদল করা উচিত নয় ।


১৩)অ্যাকুরিয়ামে জল বদল করার সময় একই তাপমাত্রার জল দেবেন । 


১৪) অ্যাকুরিয়ামের জলের তাপমাত্রা ২৪ থেকে ৩০ ডিগ্রি সেন্টি গ্রেড  রাখুন । 


১৫) মলি মাছ জলে একটু হার্ড নেস ভালোবাসে তাই এই মাছের অ্যাকুরিয়ামে ক্যালসিয়াম যুক্ত পাথর দু চারটি রাখতে পারেন , মাছ ভালো থাকবে ।







Comments

Post a Comment

Popular posts from this blog

গাপ্পি মাছ ( guppy fish )

অ্যাকুরিয়ামের মাছের অসুখ ( aquarium fish diseases)

মাছ কি খেতে ভালো বাসে / অ্যাকুরিয়ামের মাছ কি ধরনের খাবার সব থেকে পছন্দ করে ( aquarium fish food ) ?