অ্যাকুরিয়ামের জল কিভাবে পরিস্কার রাখা যায় ?
যত জন মানুষ অ্যাকুরিয়ামে মাছ পোষেন তাদের সকলকেই এই অসুবিধার মুখে পড়তে হয় যে , অ্যাকুরিয়ামের জল খুব তাড়াতাড়ি ঘোলা হয়ে যাচ্ছে বা গন্ধ হয়ে যাচ্ছে। অ্যাকুরিয়ামের জল ঘোলা বা গন্ধ হয়ে গেলে অ্যাকুরিয়ামটি দেখতেও খারাপ লাগে আবার জল না পাল্টালে মাছও মারা যায় । যত জন অ্যাকুরিয়াম রেখেছেন তাদের প্রায় সকলকেই কোন না কোন সময় অ্যাকুরিয়ামের জলের সমস্যার মুখে পড়তে হয় । দেখে নেওয়া যাক কি কি কারনে অ্যাকুরিয়ামের জল ঘোলা হয়ে যায় বা গন্ধ হয়ে যায় ।
১)যদি আপনার অ্যাকুরিয়ামের ফিল্টার ঠিকমত কাজ না করে ( জেনে রাখুন একটি ফিল্টার চালু অবস্থায় কাজ শুরু করতে অন্তত ৪০ থেকে ৪৫ দিন সময় লাগে । এই সময়ের মধ্যে ফিল্টার টি অ্যাকুরিয়ামের বাইরে বের করা বা ধোয়া যাবেনা ।
২) যদি অ্যাকুরিয়ামের অনুপাতে মাছ বেশি থাকে ।
৩) অ্যাকুরিয়ামে যদি খাবার দেওয়া বেশি হয়ে যায় ।
৪) অ্যাকুরিয়ামে মাছের তুলনায় যদি কম ক্ষমতা সম্পন্ন ফিল্টার লাগান হয়ে থাকে ।
৫) অ্যাকুরিয়ামে যদি অক্সিজেনের মাত্রা কম থাকে ।
৬) অ্যাকুরিয়ামের অনুপাতে যদি বড় সাইজের মাছ রাখা হয় ।
৭)অ্যাকুরিয়ামে যদি ঠিকমত আলো জ্বালানো না হয় ।
৮) অ্যাকুরিয়ামের মধ্যে যদি উপকারি ব্যাক্টেরিয়া গুলি যদি কোন কারনে মারা যায় ।
৯) যদি মাছ খাবারের খোঁজে অ্যাকুরিয়ামের তলাকার বেড খুঁটতে থাকে ।
১০) অ্যাকুরিয়ামের তলার বেডে যদি অতিরিক্ত ময়লা জমে গিয়ে থাকে ।
.১১) অ্যাকুরিয়ামের ফিল্টার যদি দীর্ঘ দিন পরিস্কার না করা হয়ে থাকে ।
অ্যাকুরিয়ামের জল পরিষ্কার রাখতে হলে কি করবেন ঃ
১) নতুন বসানো ফিল্টারটিকে অন্তত ৪৫ দিন এর আগে পরিস্কার করবেন না ।
২) ফিল্টার টি অ্যাকুরিয়াম থেকে জল নিয়ে ধোয়াই ভালো ।
৩) অ্যাকুরিয়ামের জল কিছুটা বদল করার হলে , আগে ফিল্টার টি ধুয়ে নিয়ে অ্যাকুরিয়ামে বসিয়ে দেবেন তার পরে অ্যাকুরিয়ামের জল বদল করবেন ।
৪) অ্যাকুরিয়ামে মাছ বেশি থাকলে আরো একটি ভালো মানের ফিল্টার বসিয়ে দেবেন ।
৫) অ্যাকুরিয়ামে মাছ বেশি থাকলে , জলে অক্সিজেনের পরিমান বাড়িয়ে দেবেন । না হলে তাড়া তাড়ি জল ঘোলা হয়ে যাবে ।
৬) আ্যকুরিয়ামে বড় মাছ থাকলে ,অবশ্যই একটি পাওয়ার ফিল্টার বা একটি টপ ফিল্টার লাগালে অ্যাকুরিয়ামের জল অনেকটাই ভালো এবং পরিস্কার থাকবে ।
৭) অ্যাকুরিয়ামের মধ্যেকার উপকারি ব্যাক্টেরিয়া গুলি কে বাঁচিয়ে রাখার জন্য অ্যাকুরিয়ামে উপযুক্ত আলো অবশ্যই ব্যাবহার করবেন ।
৮) ১৫ দিন ব্যাবধানে সাইফন পাইপ দিয়ে অ্যাকুরিয়ামের তলাকার পাথরের ময়লা তুলে দেবেন ।
৯) ২৪ থেকে ৪৮ ঘন্টার বাসি জল অ্যাকুরিয়ামে ব্যাবহার করবেন ।
১০) অ্যাকুরিয়ামের সমান উষ্ণতার জল দেবেন ।
১১) অ্যাকুরিয়ামের জল বদল করলে , মেথিলিন ব্লু , বা আক্রিফ্লেভিন অবশ্যই পরিমান মত ব্যাবহার করবেন ।
১২ ) অ্যাকুরিয়ামের মাছেদের এমন পরিমান খাবার দিন যাতে ২ থেকে ৩ মিনিটের মধ্যে ওই খাবার মাছেরা খেয়ে নিতে পারে ।
১৩) অ্যাকুরিয়ামের মধ্যে যখন তখন হাত বা কোন জিনিস ডোবাবেন না ।
১৪) রাত্রি বেলায় অ্যাকুরিয়ামের আলো অবশ্যই নিভিয়ে দেবেন ।
১৫) অ্যাকুরিয়ামের ফিল্টার ২৪ ঘন্টা চালু রাখবেন । কখনো বন্ধ করবেন না ।
৩) অ্যাকুরিয়ামের জল কিছুটা বদল করার হলে , আগে ফিল্টার টি ধুয়ে নিয়ে অ্যাকুরিয়ামে বসিয়ে দেবেন তার পরে অ্যাকুরিয়ামের জল বদল করবেন ।
৪) অ্যাকুরিয়ামে মাছ বেশি থাকলে আরো একটি ভালো মানের ফিল্টার বসিয়ে দেবেন ।
৫) অ্যাকুরিয়ামে মাছ বেশি থাকলে , জলে অক্সিজেনের পরিমান বাড়িয়ে দেবেন । না হলে তাড়া তাড়ি জল ঘোলা হয়ে যাবে ।
৬) আ্যকুরিয়ামে বড় মাছ থাকলে ,অবশ্যই একটি পাওয়ার ফিল্টার বা একটি টপ ফিল্টার লাগালে অ্যাকুরিয়ামের জল অনেকটাই ভালো এবং পরিস্কার থাকবে ।
৭) অ্যাকুরিয়ামের মধ্যেকার উপকারি ব্যাক্টেরিয়া গুলি কে বাঁচিয়ে রাখার জন্য অ্যাকুরিয়ামে উপযুক্ত আলো অবশ্যই ব্যাবহার করবেন ।
৮) ১৫ দিন ব্যাবধানে সাইফন পাইপ দিয়ে অ্যাকুরিয়ামের তলাকার পাথরের ময়লা তুলে দেবেন ।
৯) ২৪ থেকে ৪৮ ঘন্টার বাসি জল অ্যাকুরিয়ামে ব্যাবহার করবেন ।
১০) অ্যাকুরিয়ামের সমান উষ্ণতার জল দেবেন ।
১১) অ্যাকুরিয়ামের জল বদল করলে , মেথিলিন ব্লু , বা আক্রিফ্লেভিন অবশ্যই পরিমান মত ব্যাবহার করবেন ।
১২ ) অ্যাকুরিয়ামের মাছেদের এমন পরিমান খাবার দিন যাতে ২ থেকে ৩ মিনিটের মধ্যে ওই খাবার মাছেরা খেয়ে নিতে পারে ।
১৩) অ্যাকুরিয়ামের মধ্যে যখন তখন হাত বা কোন জিনিস ডোবাবেন না ।
১৪) রাত্রি বেলায় অ্যাকুরিয়ামের আলো অবশ্যই নিভিয়ে দেবেন ।
১৫) অ্যাকুরিয়ামের ফিল্টার ২৪ ঘন্টা চালু রাখবেন । কখনো বন্ধ করবেন না ।
ধন্যবাদ দাদা
ReplyDeleteধন্যবাদ। খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।
ReplyDelete# Cleaning Services in Dhaka
ধন্যবাদ
ReplyDelete