গোল্ড ফিশ মাছের সঙ্গে কি কি মাছ ভালো ভাবে রাখা যায় ?
অ্যাকুরিয়ামে পোষার জন্য যত রকমের মাছ সহজেই পাওয়া যায় , তার মধ্যে সব থেকে জনপ্রিয় মাছ হল গোল্ড ফিশ । এই মাছ অনেক ধরনের এবং সাদা , লাল , কালো , ছাপ ছাপ প্রভৃতি রঙের পাওয়া যায় । অ্যাকুরিয়ামের ভিতরে এই মাছের চলা ফেরা দেখতে এত সুন্দর লাগে যে অ্যাকুরিয়ামে মাছ পুষতে হলে প্রথমেই এই গোল্ড ফিশ মাছের কথাই সবার আগে মনে পরে । এমন লোক খুজে পাওয়া খুব কঠিন যে আগে কখনো গোল্ড ফিশ মাছের নাম শোনেনি ।
সমিক্ষা করে দেখা গেছে যত জন ব্যাক্তি অ্যাকুরিয়ামে মাছ পোষেন বা মাছ পুষতে চান তাদের মধ্যে ৮০ শতাংশের ও বেশি জন মানুষ গোল্ড ফিশ মাছ রাখতে সব থেকে বেশী উৎসাহী । আবার তাদের মধ্যে বেশীরভাগ লোক শুধু গোল্ড ফিশ মাছ রেখে দিতে ভালো বাসেন না , তারা চান ওই গোল্ড ফিশ মাছের সঙ্গে আরো অন্যান্য জাতের মাছ রাখতে যাতে দেখতে বেশী ভালো লাগে । তবে এটা ঠিক যে শুধু গোল্ড ফিশ মাছ না রেখে তার সঙ্গে অন্য জাতের কয়েকটি মাছ রাখলে দেখতেও বেশ ভালো লাগে । তবে দেখা যায় বেশীরভাগ লোকই ঠিকমতো জানেন না এই গোল্ড ফিশ মাছের সঙ্গে কোন কোন মাছ ভালো ভাবে রাখা যায় বা রাখা উচিত নয় ।
এখন এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন মাছ গোল্ড ফিশের সঙ্গে ভালো ভাবে রাখা যায় ঃ
১) কার্প জাতের মাছ ঃ ( তবে অ্যাকুরিয়মে ব্লাক ডলফিন , টেলিস্কোপ আই , বা বাবল আই গোল্ড ফিশ রাখলে কার্প জাতের মাছ রাখবেন না , কারন ব্লাক গোল্ড টেলিস্কোপ আই এবং বাবল আই গোল্ড ফিশের চোখ দুটি অন্য জাতের গোল্ড ফিশের থেকে অনেকটা বেশি বড় হয় এবং চোখ দুটি বাইরের দিকে ঝুলে থাকে । কার্প মাছ এই জাতের মাছের সঙ্গে রাখলে গোল্ড ফিশের চোখ তুলে খেয়ে নিতে পারে । তাই এই জাতের গোল্ড ফিশের সাথে কার্প মাছ না রাখাই ভালো ।
২) গোরামি জাতের মাছ ঃ এই জাতের মাছ গোল্ড ফিশের সঙ্গে ভালোভাবেই রাখা যায়, যেমন কসবি গোরামি , গোল্ডেন গোরামি , পার্ল গোরামি ইত্যাদি , তবে জায়ান্ট গোরামি রাখবেন না ।
৩) এ্যঞ্জেল মাছ ঃ এই মাছ গোল্ড ফিশ মাছের সঙ্গে ভালো ভাবেই রাখা যায় , তবে মনে রাখবেন এ্যঞ্জেল মাছ ডিম পাড়ার সময় হলে এক্টূ মারকুটে স্বভাবের হয়ে ওঠে । এই সময় একটু সাব ধান ।
৪) সার্ক জাতের মাছ ঃ অর্থাৎ টাইগার সার্ক , রেড টেল সার্ক , রেইনবো সার্ক ইত্যাদি ।
৫) কিছু জাতের টেট্রা ঃ যেমন রেড আই টেট্রা , সারপে টেট্রা , বুয়েনার্স টেট্রা , উইডো টেট্রা , ব্লাইন্ড কেভ টেট্রা , প্রভৃতি ।
৬) রেইনবো জাতের মাছ ঃ যেমন পিকক রেইনবো , রেড রেইনবো , স্কারলেট রেইনবো , বোসমনি রেইনবো ইত্যাদি ।
৭) ডেনিয়ো জাতের মাছ ঃ যেমন ব্লু ডেনিয়ো ,জেব্রা ডেনিয়ো, হকি স্টিক , ইত্যাদি
৮) ছোট জাতের ক্যাট ফিশ ঃ যেমন কড়ি ক্যাট , ব্রোঞ্জ ক্যাট , মল্ট ক্যাট , পিগমি ক্যাট , ক্লাউন ক্যাট প্রভৃতি । তবে মনে রাখবেন বড় জাতের ক্যাট যেমন লেপার্ড ক্যাট , আপ সাইড ডাউন ক্যাট , রেড টেল ক্যাট এই সমস্ত বড় জাতের ক্যাট ফিশ ভুলেও রাখবেন না ।
৯) প্লাটি জাতের মাছ ঃ যেমন মিকি মাউস প্লাটি , মুন প্লাটি , রেড প্লাটি , ভেরিয়েটাস প্লাটি , সান সেট প্লাটি ইত্যাদি
১০) রেমি রোসি ঃ এই রঙ্গিন মাছটি আপনি অনায়েসে গোল্ড ফিশের সঙ্গে রাখতে পারেন ।
২) গোরামি জাতের মাছ ঃ এই জাতের মাছ গোল্ড ফিশের সঙ্গে ভালোভাবেই রাখা যায়, যেমন কসবি গোরামি , গোল্ডেন গোরামি , পার্ল গোরামি ইত্যাদি , তবে জায়ান্ট গোরামি রাখবেন না ।
৩) এ্যঞ্জেল মাছ ঃ এই মাছ গোল্ড ফিশ মাছের সঙ্গে ভালো ভাবেই রাখা যায় , তবে মনে রাখবেন এ্যঞ্জেল মাছ ডিম পাড়ার সময় হলে এক্টূ মারকুটে স্বভাবের হয়ে ওঠে । এই সময় একটু সাব ধান ।
৪) সার্ক জাতের মাছ ঃ অর্থাৎ টাইগার সার্ক , রেড টেল সার্ক , রেইনবো সার্ক ইত্যাদি ।
৫) কিছু জাতের টেট্রা ঃ যেমন রেড আই টেট্রা , সারপে টেট্রা , বুয়েনার্স টেট্রা , উইডো টেট্রা , ব্লাইন্ড কেভ টেট্রা , প্রভৃতি ।
৬) রেইনবো জাতের মাছ ঃ যেমন পিকক রেইনবো , রেড রেইনবো , স্কারলেট রেইনবো , বোসমনি রেইনবো ইত্যাদি ।
৭) ডেনিয়ো জাতের মাছ ঃ যেমন ব্লু ডেনিয়ো ,জেব্রা ডেনিয়ো, হকি স্টিক , ইত্যাদি
৮) ছোট জাতের ক্যাট ফিশ ঃ যেমন কড়ি ক্যাট , ব্রোঞ্জ ক্যাট , মল্ট ক্যাট , পিগমি ক্যাট , ক্লাউন ক্যাট প্রভৃতি । তবে মনে রাখবেন বড় জাতের ক্যাট যেমন লেপার্ড ক্যাট , আপ সাইড ডাউন ক্যাট , রেড টেল ক্যাট এই সমস্ত বড় জাতের ক্যাট ফিশ ভুলেও রাখবেন না ।
৯) প্লাটি জাতের মাছ ঃ যেমন মিকি মাউস প্লাটি , মুন প্লাটি , রেড প্লাটি , ভেরিয়েটাস প্লাটি , সান সেট প্লাটি ইত্যাদি
১০) রেমি রোসি ঃ এই রঙ্গিন মাছটি আপনি অনায়েসে গোল্ড ফিশের সঙ্গে রাখতে পারেন ।
আবার বেশ কিছু জাতের মাছ দেখতে ভালো লাগলেও গোল্ড ফিশ মাছের সঙ্গে একেবারেই রাখবেন না । যে সমস্ত মাছগুলি গোল্ড ফিশ মাছের সঙ্গে রাখবেন না সেগুলি হল
১) মলি জাতের মাছ ঃ যেমন ব্ল্যাক মলি , হোয়াইট মলি , গোল্ডেন মলি , মার্বেল মলি প্রভৃতি । এই মাছ গুলি আকারে ছোট হলেও এই মাছ গোল্ড ফিশের গায়ে বা লেজে ঠোকরাতে পারে ।
২) সিক লিড জাতের মাছ ঃ অ্যাঞ্জেল , রেমিরোসি , এই মাছ গুলি সিক লিদ প্রজাতির হলেও গোল্ড ফিশ মাছের সঙ্গে থাকে কিন্তু যে সমস্ত সিক লিড জাতের মাছ গুলি রাখা জায় না সেগুলি হল জুয়েল সিক্ লিড , কনভিক্ট সিক্ লিড , ব্যানানা সিক লিড , রেড টপ সিক লিড , আইস ব্লু সিক লিড , ফায়ার মাউথ , অস্কার , প্যারট , টেক্সাস , নিওন আকারা , গ্রীন টেরর ইত্যাদি ।
৩) আরোয়ানা ।
৪) বার্ব জাতের মাছ ঃ যেমন টাইগার বার্ব , রোসি বার্ব , টিন ফয়েল বার্ব ইত্যাদি ।
৫) ফাইটার ( বেটা ) ।
Comments
Post a Comment