অ্যাকুরিয়ামে জ্যান্ত গাছ রাখা কতটা জরুরী

অনেকেই জানতে চান অ্যাকুরিয়ামে জ্যান্ত গাছ রাখা কতটা প্রয়োজন ? বা দরকার ?  

অ্যাকুরিয়ামে জ্যান্ত গাছ রাখা খুবই ভালো । কারন জ্যান্ত গাছ আপনার অ্যাকুরিয়ামের জলের মধ্যে তৈরি হওয়া বিভিন্ন ক্ষতিকর পদার্থ , বিভিন্ন বিষাক্ত গ্যাস ইত্যাদি টেনে নিয়ে আপনার অ্যাকুরিয়ামের জলকে ভালো রাখতে সাহায্য করে । 

আপনি জানলে অবাক হবেন যে একটি জ্যান্ত গাছ অ্যাকুরিয়ামের  জলকে যে পরিমান ভালো রাখতে পারে , একটি খুব ভালো মানের অ্যাকুরিয়াম ওয়াটার ফিল্টার ও সহজে তা করতে পারে না । 

অ্যাকুরিয়ামে জ্যান্ত গাছ রাখার কি কি সুবিধা এবং অসুবিধা আছে  ?

         সুবিধা গুলি হল ঃ 

১) অ্যাকুরিয়ামের  জল খুব ভালো থাকে ।

২) অ্যাকুরিয়ামের জল খুব স্বচ্ছ থাকে ।

৩)গরম কালে অ্যাকুরিয়ামের জল ঠাণ্ডা রাখে । 

৪) এমন কিছু মাছ আছে যারা অ্যাকুরিয়ামে জ্যান্ত গাছ লাগালে খুব ভালো থাকে । যেমন টাইগার বার্ব , রোসি বার্ব , রেমি রোসি ,নিওন টেট্রা , ইত্যাদি এমন আরো অনেক মাছ আছে যাদের রঙ সব থেকে বেশি হয় যদি সেই অ্যাকুরিয়ামে জ্যান্ত গাছ লাগানো থাকে ।

৫) জ্যান্ত গাছ লাগালে অ্যাকুরিয়ামটি খুব সুন্দর দেখতে লাগে । এখন অ্যাকুরিয়ামের দোকান গুলিতে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর আ্যকুরিয়ামের জ্যান্ত গাছ কিনতে পাওয়া যায় ।  যাদের দাম ১০ টাকা থেকে শুরু করে ৩০০, ৪০০ টাকা পর্যন্ত হয়ে থাকে ।

৬) অ্যাকুরিয়ামে জ্যান্ত গাছ লাগানো থাকলে মাছ মারামারি কম করে । মাছের মেজাজ ঠাণ্ডা থাকে ।

৭) অ্যাকুরিয়ামে নতুন মাছ ছাড়লে প্রথম অবস্থায় নতুন মাছ গুলি গাছের আড়ালে লুকিয়ে থাকতে পারে । এর ফলে নতুন মাছ গুলি পুরোন মাছ এর আক্রমনের হাত থেকে বাঁচবে এবং খুব দ্রুত অ্যাকুরিয়ামে মানিয়ে নিতে পারবে ।

৮) যে সমস্ত মাছ গুলি সরাসরি বাচ্চা পারে , অ্যাকুরিয়ামে জ্যান্ত গাছ লাগানো থাকলে  ওই মাছ গুলি বাচ্চা পাড়লে সেই বাচ্চা গুলির বেস কিছু বাচ্চা গাছের আড়ালে লুকিয়ে থেকে বেঁচে যাবে অ্যাকুরিয়ামের অন্য মাছেদের খেয়ে নেবার হাত থেকে  এবং ঐ জ্যান্ত গাছের গায়ে যে শ্যাওলা জন্মাবে সেই খেয়েই ওই বাচ্চা গুলি বড় হয়ে যাবে । বাচ্চা দের আর আলাদা করে খেতে দিতে হবে না । 

৯) অ্যাকুরিয়ামে কম মাছ থাকলে আলাদা করে আর বাইরে থেকে অক্সিজেন সরবরাহের প্রয়োজন হবে না । 

১০) অ্যাকুরিয়ামের ভিতরে জ্যান্ত গাছ লাগানো থাকলে  অ্যাকুরিয়ামে অ্যাল্গির পরিমান অনেক কম হবে । 


অ্যাকুরিয়ামের ভিতরে জ্যান্ত গাছ লাগানো হলে কি কি অসুবিধা হতে পারে ? 


অ্যাকুরিয়ামের ভিতরে জ্যন্ত গাছ লাগানো হলে যেমন বেশ কিছু সুবিধা হয় তেমনি অ্যাকুরিয়ামের মধ্যে জ্যান্ত গাছ লাগাবার কিছু অসুবিধাও আছে যেমন ঃ 

১) অ্যাকুরিয়ামে মধ্যে জ্যান্ত গাছ লাগানো  হলে বেশ কিছু মাছ রাখা যায় না ,  যেমন কার্প জাতের মাছ , এই জাতের মাছ গুলি জ্যান্ত মাছ খেতে ভীষণ  ভালোবাসে  এই জাতের মাছ রাখলে আপনি অ্যাকুরিয়ামের ভিতরে গাছ বাঁচিয়ে রাখতে পারবেন না , সব গাছ খেয়ে নেবে । আবার বেশ কিছু জাতের মাছ আছে যারা অ্যাকুরিয়ামের ভিতরে দেওয়া বালি বা পাথরের বেড এখানে ওখানে রোজ খুঁড়তে থাকে এই ভাবে প্রায়ই আপনার জ্যান্ত গাছের গোড়া উপড়ে দেবে । যেমন সিকলিড জাতের মাছেদের স্বভাবই হোল সবসময় অ্যাকুরিয়ামের তলাকার বেড খুঁড়ে বেড়ানো ।

২) অ্যাকুরিয়ামের মধ্যে  আলোর পরিমান কম হলে জ্যান্ত গাছ পচে যাবে  ।   জ্যান্ত গাছ লাগানো হলে তার জন্য উপযুক্ত আলোর ব্যাবস্থা করতেই হবে ।

৩) জ্যান্ত গাছের পচা পাতা সপ্তহে একবার করে বের করে দিতে হবে , না হলে গাছের পচা পাতা থেকে জল নষ্ট হয়ে যেতে পারে । নিয়ম করে পচা পাতা বের করে না দিলে ,ওই পাতা পচা থেকে পোকা জন্মে যেতে পারে ।

৪) গাছ লাগানো থাকলে  অ্যাকুরিয়াম থেকে ্মাছ ধরার অসুবিধা হতে পারে ।

৫) অ্যাকুরিয়ামে জ্যান্ত গাছ লাগান হলে  অ্যাকুরিয়াম পরিস্কার করতে অসুবিধা হয় ।

৬) অ্যাকুরিয়ামে জ্যান্ত গাছ লাগানো থাকলে অ্যাকুরিয়ামে হিটার ব্যাবহার করা যাবে না ।হিটার চালালে গাছ পচে যাবে ।

      সব শেষে এটা বলতেই হবে যে অ্যাকুয়ারিয়াম হল একটি ইকোসিস্টেম, আর জ্যান্ত গাছ হোল ইকোসিস্টমের অবিচ্ছেদ্য অঙ্গ। তাই অ্যাকুয়ারিয়াম এ জ্যান্ত রাখা মাছেদের জন্য সব সময়ই ভালো।








Comments

Popular posts from this blog

গাপ্পি মাছ ( guppy fish )

অ্যাকুরিয়ামের মাছের অসুখ ( aquarium fish diseases)

মাছ কি খেতে ভালো বাসে / অ্যাকুরিয়ামের মাছ কি ধরনের খাবার সব থেকে পছন্দ করে ( aquarium fish food ) ?