অক্সিজেনের প্রয়োজনিয়তা
অক্সিজেন
অক্সিজেন এর আর এক নাম হল জীবন । এই পৃথিবীতে
অক্সিজেন ছাড়া কোন প্রানিই বেঁচে থাকতে পারেনা । স্বাভাবিক নিয়মে জলের মধ্যে কিছু পরিমান
অক্সিজেন থাকে , তবে জলের উপ ঢাকা বা চাপা দেওয়া থাকলে সেই জলে অক্সিজেনের পরিমান কম থাকে। জলের উপরে যত হাওয়া লাগবে ,সেই জলে অক্সিজেনের পরিমান তত বাড়বে
। জলে যখন মাছ ছাড়া হয় মাছ তখন জলের মধ্যে
থাকা অক্সিজেন নিয়ে বেঁচে থাকে। মাছ জল থেকে
অক্সিজেন নিলে জলে অক্সিজেনের পরিমান কমতে থাকে , আবার স্বাভাবিক নিয়মে বাতাস থেকে জলে
অক্সিজেন মিশতে থাকে । স্বাভাবিক নিয়মে জলে একটি নির্দিস্ট
পরিমান অক্সিজেন থাকে এবং একটি নির্দিস্ট পরিমান অক্সিজেন স্বাভাবিক ভাবে জলে মেশে
। এখানে ব্যাঘাত তখনই ঘটে যখন জলে দ্রবীভূত
অক্সিজেনের তুলনায় সেই জলে বেশি পরিমান মাছ ছাড়া হয় । জলে বেসি মাছ ছাড়ার ফলে জলে অক্সিজেনের
ঘাটতি দেখা দিলে মাছ গুলি প্রথমে জলের উপরের স্তরে উঠে আসে এবং অক্সিজেনের পরিমান যখন
আরো কমে যায় মাছ গুলি তাদের নাক মুখ জলের উপরে উঠিয়ে হাপাতে থাকে ।এই ভাবে কিছুক্ষন চলার পরে মাছ গুলি
একে একে মারা যেতে থাকে । সেই কারনে অ্যাকুরিয়ামে মাছ রাখার জন্য
একটি এয়ার পাম্প মেসিনের প্রয়োজন হয় , যে মেশিনটি আপনার অ্যাকুরিয়ামের জলে
অনবরত হাওয়া দিয়ে যাবে । এর ফলে আপনার অ্যাকুরিয়ামের জলে অক্সিজের
পরিমান ঠিক থাকবে, এবং মাছ
গুলিও অক্সিজেনের অভাবে আর মারা যাবে না ।
এখন জেনে নেওয়া যাক এয়ার পাম্প এর মাধ্যমে জলে কিভাবে অক্সিজেন দেওয়া হয় ? এয়ার পাম্প হাওয়ার প্রেসার তৈরি করে , এরপর একটি সরু পাইপের মাধ্যমে অই হাওয়া
জলের নিচে পাঠিয়ে দেওয়া হয় । হাওয়ার বুদবুদ
গুলি জলের উপরে এসে যখন ভাঙতে থাকে জলের উপরে ঢেউ তৈরি হয় , ওই ঢেউ এর খাঁজ থেকে অক্সিজেন জলের
মধ্যে মিশতে থাকে। জলের মধ্যে বুদবুদ থেকে সরাসরি অক্সিজেন
জলে মিশতে পারে না , কেবল মাত্র জলের উপরে ঢেউ এর খাঁজ থেকেই জলে অক্সিজেন মেশে । জলে ঢেউ এর পরিমান যত বেশী হবে অ্যাকুরিয়ামের
জলে অক্সিজেনের পরিমান পরিমান তত বাড়বে ।
অ্যাকুরিয়ামে এয়ার পাম্প কি কি কাজে লাগে ?
১) জলে অক্সিজেনের পরিমান বাড়াতে ।
২) অ্যাকুরিয়ামের বেশ কিছু ধরনের ফিল্টার আছে যেগুলি চালাতে এয়ার পাম্প লাগবেই
।
৩) অ্যাকুরিয়ামের ভিতরে তৈরি
হওয়া বিষাক্ত গ্যাস কাটানোর জন্য ।
৪) অ্যাকুরিয়ামের ভিতরের উপকারী ব্যাকটেরিয়া গুলি বাঁচিয়ে রাখার জন্য ।
অ্যাকুরিয়াম এয়ার পাম্প থেকে কি কি ক্ষতি হতে পারে ।
১) অ্যাকুরিয়ামের জলে এয়ার পাম্প চালানোর ফলে জল বেশি ঠাণ্ডা হয়ে যায় । বিশেষ
করে শীত কালে মাছের পক্ষে ক্ষতি হয় ।
২) জলে অক্সিজেনের পরিমান বেশি হলে আপনার অ্যাকুরিয়ামে লাগানো জ্যান্ত গাছের অসুবিধা
হতে পারে, এমন কি গাছ
মরেও যেতে পারে ।
৩) জলে প্রয়োজনের
অতিরিক্ত অক্সিজেন দেওয়া হলে অ্যাকুরিয়ামের ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটে ।
৪) অ্যাকুরিয়ামের
জলে অক্সিজেন এর পরিমান বেশি থাকলে ফাঙ্গাস
এবং ব্যাক্টেরিয়া ঘটিত রোগের সংক্রামণ বেশি হয় ।
Comments
Post a Comment