ব্ল্যাক মলি (Black Molly)

ফ্যামিলি ঃ পোয়েসিলিড 


প্রথম বার যারা রঙ্গিন মাছ পুষতে চলেছেন ,তাদের জন্য এই মাছ একেবারে আদর্শ এই মাছ ভীষণ কষ্ট সহিষ্ণু , যে কোন জলে এই মাছ  বেঁচে থাকতে পারে 



ব্ল্যাক মলি মাছের প্রাপ্তি স্থান কোথায় ( origins ) ? মধ্য আমেরিকা র মেক্সিকো ,হন্ডুরাস ,গুয়েতেমালা এই মাছ ঝর্নার জলে , নদিতে , সাগরের কাছা কাছি ব্র্যাকিশ ওয়াটারএ এমন কি সাগরের নোনা জলেও এই মাছ দেখতে পাওয়া যায়




 ব্ল্যাক মলি মাছ কত দিন বেঁচে থাকে ( life span ) ? এই মাছ আমার অভিজ্ঞতায় আমি অ্যাকুরিয়ামের মধ্যে  ৫ বৎসর পর্যন্ত বেঁচে থাকতে দেখেছি




ব্ল্যাক মলি মাছ কত ধরনের দেখতে পাওয়া যায় ( species ) ? এই মাছ অনেক ধরনের দেখতে পাওয়া যায় ) ব্ল্যাক মলি ২) লায়ার টেল ব্ল্যাক মলি ৩) ভেল টেল ব্ল্যাক মলি ৪) সেল ফিন ব্ল্যাক মলি ৫) মিড নাইট ব্ল্যাক মলি ,) বেলুন ব্ল্যাক মলি 




ব্ল্যাক মলি মাছ কত বড় হয় (  size ) ? এই মাছ ৫ ইঞ্চি পর্যন্ত বড় হতে দেখা যায় তবে সব জাতের ব্ল্যাক মলি এত বড় হয় না যেমন বেলুন মলি ২ ইঞ্চিও সাইজ হয় না




ব্ল্যাক মলি মাছের স্বভাব এবং প্রকৃতি কেমন হয় ( habit and nature ) ? এই মাছ এর প্রকৃতি চঞ্চল , সারা দিন ধরে অ্যাকুরিয়ামের প্রতিটি কোনে কোনে ঘুরে বেরায় সাধারনত এই মাছ অনেক জাতের মাছের সঙ্গে রাখা যায় এই মাছের সুন্দর রঙ এবং বাহার প্রতিটি অ্যাকুরিয়াম প্রেমিক কে মুগ্ধ করে রাখে এই জাতের ছেলে মাছ একটু আক্রমণাত্মক হয় এই মাছ রাখতে হলে ছেলে এবং মেয়ে মাছের অনুপাত হবে ১ টি ছেলে পিছু ৩ টি মেয়ে মাছ , এই ভাবে রাখলে মাছ শান্ত থাকবে




ব্ল্যাক মলি মাছ কোণ কোন মাছের সঙ্গে ভালো ভাবে রাখা যায় ( compatible ) ? এই মাছ যে সমস্ত মাছের সঙ্গে রাখা যায় সেগুলি হোল ১) অন্য যে কোন মলি  ২) যে কোন প্লাটি ,) গাপ্পি ৪) যে কোন টেট্রা ৫) যে কোন সার্ক ৬) যে কোন গোরামি ৭) যে কোন বার্ব ৮) যে কোন ডেনিও ইত্যাদি




ব্ল্যাক মলি মাছ কোন কোন মাছের সঙ্গে রাখা যায় না (  not compatible )  এই মাছ যে সমস্ত মাছেদের সঙ্গে রাখা যায় না ,সেগুলি হল  ) গোল্ড ফিস ,) এঞ্জেল ,) কার্প ,) অস্কার ,) প্যারট , ) ফায়ার মাউথ , ) গ্রীন টেরর , ইত্যাদি ।




ব্ল্যাক মলি মাছের মেজাজ মর্জি কেমন হয়  ( temperament ) ? এই মাছ অনেক মাছের সঙ্গে এক সাথে থাকলেও  মাঝে মধ্যে আক্রমণাত্মক হয়ে পরে বিশেষ করে যদি মাত্র ১টি ই এই মাছ থাকে এবং সেটা যদি ছেলে মাছ হয় এই মাছের অ্যাকুরিয়ামে একটু জ্যান্ত গাছ লাগানো থাকলে সাধারনত শান্ত  থাকে




ব্ল্যাক মলি মাছ কি খায় / কি খেতে ভালবাসে ( foods and feeding ) ?  এইমাছ জ্যান্ত এবং শুখনো দুই ধরনের খাবার ই খুব ভাল খায় জ্যান্ত খাবার এর মধ্যে কেঁচো , ব্লাড ওয়ার্ম , মশার লার্ভা , ডাফনিয়া , প্রভৃতি আর শুখনো খাবার এর মধ্যে বিভিন্ন ধরনের দানা খাবার, ফ্লেক খাবার , ফ্রিজ ড্রাই খাবারের যে কোন খাবার ই আপনি এই মাছেদের জন্য ব্যাবহার করতে পারেন




ব্ল্যাক মলি মাছ কতটা শক্ত পোক্ত  ?  এই মাছ ভীষণ শক্ত ধাঁচের হয় যে কোন প্রতিকুল পরিবেশেই এরা নিজেদের মানিয়ে নিতে পারে জারা নতুন মাছ পোষা শুরু করতে চলেছেন তদের জন্য এই জাতের মাছ একেবারে আদর্শ




ব্ল্যাক মলি মাছের জন্য কত তাপমাত্রা প্রয়োজন হয়  ( temperature )? এই মাছ ১৮ থেকে ৩২ ডিগ্রী সেন্টি গ্রেড তাপমাত্রায় ভালো ভাবেই থাকতে পারে




ব্ল্যাক মলি মাছের জন্য জলের  পি এইচ  ( ph ) কত প্রয়োজন হয়এই মাছের জন্য ৬.৫ থেকে ৮ পি এইচ পর্যন্ত খুব ভালো ভাবে থাকতে পারে । 




ব্ল্যাক মলি মাছের জন্য কি ধরনের জল দরকার হয় ( water condition ) ?  এই মাছ যে কোন ধরনের জলে বেঁচে থাকতে পারে  সে সফট জল হোক অথবা হার্ড জল । মিষ্টি জল হোক অথবা নোনতা । এরা যে কোন জলেই বেঁচে থাকার অসীম ক্ষমতা আছে ।তবে পরীক্ষা করে দেখা গেছে এই মাছ হার্ড জলে বেশি ভালো থাকে । জলের হার্ড নেস ১০০ থেকে২০০ মিলি গ্রাম প্রতি লিটার এর জলে এই মাছ খুব ভালো থাকে ।




ব্ল্যাক মলি মাছের জল পাল্টাবার নিয়ম কি ( water change  ) ? এই মাছের জন্য আপনি ২৫ শতাংশ জল প্রতি সপ্তাহে পালটে দিতে পারেন ।এতে মাছের স্বাস্থ্য খুব ভালো থাকবে ।তবে জলের তাপমাত্রার দিকে খেয়াল রাখবেন ,পাল্টাবার জলের তাপমাত্রা যেন একই হয় ।




ব্ল্যাক মলি মাছের জন্য কত বড় অ্যাকুরিয়াম দরকার ( aquarium size ) এই মাছের জন্য ৩০ লিটার এবং এর চেয়ে বড় ট্যাঙ্ক দরকার । তবে ছোট সাইজের মাছের জন্য আপনি ছোট ট্যাঙ্ক ব্যাবহার করতে পারেন ,কিন্তু মাছ যখন বড় হয়ে যাবে তখন বড় ট্যাঙ্ক এ তুলে দেবেন ।




ব্ল্যাক মলি মাছের জন্য কি ধরনের পাথর ভালো ( aquarium substrate ) ? এই মাছ রাখার জন্য আপনি যে কোন ধরনেরর পাথর বা বালি ব্যাবহার করতে পারেন ।এমনকি অ্যাকুরিয়ামের তলা খালিও রাখতে পারেন । 




ব্ল্যাক মলি মাছের জন্য কি ধরনের আলো ভালো ( lightning ) ? এই মাছের জন্য যে কোন ধরনের আলো লাগানো যায় । সি এফ এল , বাল্ব , টিউব লাইট  ,এল ই ডি ,এছাড়া অ্যাকুরিয়ামের দোকান থেকে ভালোভালো আলো এনেও ব্যাবহার করতে পারেন।




ব্ল্যাক মলি মাছের অ্যাকুরিয়ামে কি ধরনের ফিল্টার লাগানো  দরকার  ( filtration ) ? এই মাছের জন্য যে কোন ধরনের ফিল্টার ব্যাবহার করতে পারেন । আন্ডার গ্র্যাভেল ফিল্টার , স্পঞ্জ  ফিল্টার , কর্নার ফিল্টার  পাওয়ার ফিল্টার , টপ ফিল্টার ইত্যাদি । এর যে কোন একটি বা দুটী ফিল্টার ব্যাবহার করতে পারেন । তবে খেয়াল রাখবেন জলে অক্সিজেন এর পরিমান যেন খুব বেসি না হয়ে যায় ।




ব্ল্যাক মলি মাছের জন্য জলে স্রোত প্রয়োজন হয় কি ( water movement ) ? এই মাছ যেমন স্থির জলেও থাকতে পারে তেমনি স্রোত জলেও থাকতে পারে ।




ব্ল্যাক মলি মাছের কি কি রোগ বেশি হয় এবং এর প্রতিকার কি  ( diseases and treatment ) ? এই মাছের যে সমস্ত রোগ বেশি হয় সেগুলি হল ১) মাউথ ফাঙ্গাস ,২) লেজ মুড়ে যাওয়া রোগ ,৩) কটন উল  রোগ ,৪) সিমি বা কাঁপা রোগ



মাউথ ফাঙ্গাস ঃ  এই রোগ হলে মাছের দুটো ঠোঁট সাদা হয়ে যায়,  মাছ খাওয়া বন্ধ করে দেয় , ঝিমিয়ে পড়ে । বেশির ভাগ সময় জলের উপরি ভাগে অথবা একদম নিচে স্থির হয়ে থাকে । সময় মত চিকিৎসা না করলে মাছ মারা যাবে ।



প্রতিকার ঃ এই  রোগ প্রধানত ঠাণ্ডা লেগে হয় , এই রোগের উপসর্গ দেখতে পেলে  ,প্রথমেই জলের তাপমাত্রা ৩০/৩১ ডিগ্রি সেন্টি গ্রেড এ নিয়ে আসুন , জলে অক্সিজেনের পরিমান কমান , জেন্ সান ভায়োলেট ওষুধ তুলোয় করে নিয়ে আক্রান্ত মাছ টি কে হাতে করে তুলে সরাসরি মাছের ঠোঁট এ দিনে ২ বার করে লাগান  ।এই ভাবে ২/৩ দিন ব্যাবহার করুন ।






২) লেজ মুরে যাওয়া রোগ ঃ এই রোগ হলে মাছের পাখনা গুলি দেহের সাথে প্রায় লেপ্টে থাকে মাছ পাখনা নাড়াতে পারেনা । মাছের লেজ টিও মুড়ে সরু হয়ে যায় ,এই ভাবে ১/২ দিন থাকার পর মাছ মারা যায়। এই রোগ খুব খারাপ তাড়া তাড়ি প্রতিকারের ব্যাবস্থা করবেন ।



প্রতিকার ঃ এই রোগ হলে প্রথমে জলের তাপমাত্রা ৩০/৩১ ডিগ্রি সেন্টি গ্রেড এ নিয়ে আসুন, জলে ৫ গ্রাম লবন প্রতি ১০ লিটার জলে দিন , এর সাথে পরিমান মত  অ্যান্টি ফাঙ্গাস ওষুধ ব্যাবহার করুন  এই ওষুধ আপনার কাছের অ্যাকুরিয়ামের দোকানে পেয়ে যাবেন ।






৩) কটন উল  ডিজিজ ঃ এই রোগ হলে মাছের গায়ে বা লেজে  বিশেষ করে মাছের কানকোর উপর মনে হয় যেন তুলো লেগে রয়েছে । এই রোগ খুব ছোঁয়াচে । মাছ আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে অবশেষে মারা জায়। 



প্রতিকার ঃ এই রোগ সাধারনত খারাপ বা দূষিত জলের কারনে হয় । এই রোগ দেখা গেলে প্রথমেই জল এবং ফিল্টার পরিস্কার করুন । লবন দিন ৫ গ্রাম প্রতি ১০ লিটার জলে । এরপর ম্যালাসাইট গ্রীন ওষুধ ১০ লিটার জলে ৩/৪ ফোঁটা  করে ৩/৪ দিন ব্যাবহার করুন ।






৪) সিমি বা কাঁপা রোগ ঃ এই রোগে মাছের শরীর কাঁপতে থাকে , মাছের শরীর একটু সরু মতন দেখতে লাগে । এই রোগ এ মাছ সব চেয়ে তাড়া তাড়ি মরে যায় ।


প্রতিকার ঃ এই রোগ হলে  প্রথমে ৫০ ভাগ জল পালটে দিন । তার পর জলের তাপমাত্রা ৩০/৩১ ডিগ্রি সেন্টী গ্রেড এ নিয়ে যান । জলে অক্সিজেনের পরি মান কমান , অ্যাক্রি ফ্লেভিন ওষুধ ১০ লিটার জলে ৪/৫ ফোঁটা হিসাবে ব্যাবহার করুন ৩/৪ দিন ।

Comments

  1. অ্যাক্রি ফ্লেভিন ঔষধ কোথায় পাওয়া যায়

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

গাপ্পি মাছ ( guppy fish )

অ্যাকুরিয়ামের মাছের অসুখ ( aquarium fish diseases)

মাছ কি খেতে ভালো বাসে / অ্যাকুরিয়ামের মাছ কি ধরনের খাবার সব থেকে পছন্দ করে ( aquarium fish food ) ?